ঢাবিতে ২ দিনব্যাপী পর্যটন মেলা 



ঢাবি করেস্পন্ডেন্ট, বার্তা২৪.কম ঢাকা
ঢাবিতে ২দিনব্যাপী পর্যটন মেলা 

ঢাবিতে ২দিনব্যাপী পর্যটন মেলা 

  • Font increase
  • Font Decrease

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হতে যাচ্ছে দুইদিনব্যাপী পর্যটন মেলা। কক্সবাজার স্টুডেন্ট ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট সোসাইটির যৌথ উদ্যোগে আগামী ২৪ এবং ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ডাচ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে মেলা উপলক্ষে আয়োজকরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম বাপ্পি।

সম্মেলনে বাপ্পি বলেন, ‘মেলায় হোটেল, এয়ারলাইন্স, ট্যুর অপারেটর এবং কক্সবাজারের ঐতিহ্যেবাহী পণ্যের ১৪ টি স্টল থাকবে। মেলা শুরু হবে সকাল ১০ টা এবং শেষ হবে রাত ৮ টায়। এছাড়া মেলা চলাকালীন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো পর্যটক এবং দর্শনার্থীদের জন্য তাদের সেবা এবং পণ্যের উপর ১৫-৫০% ছাড় প্রদান করবে।’

তিনি আরও বলেন, এছাড়াও মেলায় আগত দর্শনার্থীদের জন্য সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে। মেলায় টাইটেল স্পনসর হিসেবে রয়েছে Travelplz।  প্রায় ২০ হাজার পর্যটক, দর্শনার্থী মেলা প্রাঙ্গন মুখরিত রাখবে বলে আয়োজকরা আশা করছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার স্টুডেন্টস ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাশেদুল রহমান রাসেল, ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির সভাপতি মো:আশরাফুল ইসলাম নাহিন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, ট্যুর অপারেটর গ্রুপ অব কক্সবাজার (ট্যুয়াক) এর সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কবির পাশা এবং পর্যটন বিষয়ক সম্পাদক তওহিদুল ইসলাম তোহা।

এই আয়োজনের উদ্দেশ্য নিয়ে সাইমুন ইসলাম বাপ্পি বলেন, ‘প্রতিবছর কক্সবাজার জেলা প্রশাসকের উদ্যোগে কক্সবাজারে একটি পর্যটন মেলার আয়োজন করা হয়। আমরা চাচ্ছি আমাদের পর্যটন নগরীর কক্সবাজারের ঐতিহ্য তুলে ধরতে, ব্র্যান্ডিং করতে। সেই লক্ষ্যে ঢাকায় আমাদের এই আয়োজন।’ 

কক্সবাজার ট্যুর অপারেটরের পর্যটন ও পার্বত্য বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম তোহা বলেন, ‘আমরা কক্সবাজারের পর্যটনকে প্রমোট করার জন্য সারা বাংলাদেশে কাজ করি। আমাদের অনেকগুলো কার্যক্রম আছে, তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে কক্সবাজারের পর্যটনকে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া। তার জন্য ট্যুরের সাথে জড়িতদের প্রশিক্ষণ দেয়া, সকলকে লজিস্টিক সাপোর্ট দেয়া। এগুলো আমাদের কার্যক্রমের অন্যতম লক্ষ্য। এরই অংশ হিসেবে এই আয়োজন।’ 

কক্সবাজার হোটেল-মোটেল কমিটির সদস্য নুরুল কবির পাশা বলেন, ‘যারা আমাদের কক্সাবাজার যাবে তাদের জন্য আমার হোটেল ৫০ শতাংশ ও রেস্টুরেন্টে ২০শতাংশ ছাড় দিবো। এর পাশাপাশি আমি সকল কক্সবাজার হোটেল-মোটেল মালিককে মূল্য ছাড় দেয়ার আহ্বান জানাচ্ছি।’

   

ভূমিকম্পে কুবির আবাসিক হলে ফাটল



কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ভূমিকম্পে কুবির আবাসিক হলে ফাটল

ভূমিকম্পে কুবির আবাসিক হলে ফাটল

  • Font increase
  • Font Decrease

ভূমিকম্পের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কাজী নজরুল ইসলাম হল এবং নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে শিক্ষার্থীরা।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯ টা ৩৫ মিনিটে এই ভূ-কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে ৫.৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল কুমিল্লার দক্ষিণে  লক্ষ্মীপুরের রামগঞ্জে বলে জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধু হলের ২০৯ নম্বর কক্ষের দেয়াল, পাঁচতলার দক্ষিণ পাশের ব্লকের ৫০৪ নম্বর কক্ষের সামনের করিডোরের মেঝের দুইটি টাইলস উঠে গেছে৷ একই তলায় নতুন ও ব্লকের সংযোগস্থলের করিডোরে নতুন ফাটল দেখা গেছে। পাশাপাশি দক্ষিণ ব্লকের দুই করিডোরের মাঝের সংযোগস্থলে পুরো পাঁচ তলাব্যাপী ফাটল লক্ষ্য করা গেছে ৷


নজরুল হলের দোতলার ২০৭ নম্বর কক্ষের দেয়ালে, টিভি রুমের সামনের পিলারের সংযোগস্থলে নতুন ফাটল দেখা গেছে।

মোতালেব নামে এ হলের একজন আনসার সদস্য জানান, ‘আমি নিচতলা, দুইতলা ও তিনতলায় ফাটল দেখে এসেছি। এগুলো আগে ছিলো না।'

ফয়জুন্নেছা হলের পাঁচ তলার ৫০৩ ও ৫১১ নম্বর কক্ষে এবং চার তলার ৪০৩ নম্বর কক্ষের সামনের পিলারের নিচে নতুন ফাটল দেখা গেছে।

এছাড়া শেখ হাসিনা হলের রিডিংরুমের দেয়ালে হালকা ফাটল লক্ষ্য করা গেছে৷

বঙ্গবন্ধু হলের ৫১৯ নং কক্ষের আবাসিক শিক্ষার্থী এমরান হোসেন বলেন, 'ভূমিকম্পের সময় আমরা নিচে নামতে পারিনি। কম্পন থামলে দক্ষিণ  ব্লকে পাশাপাশি দুইটি টাইলস উপরের দিকে হালকা উঠে থাকতে দেখা যায়।' 

নজরুল হলের ২০৭ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী এহসান জানান, ‘প্রথমে আমরা কিছু বুঝতে পারিনি৷ ঝাঁকুনির মাত্রা বৃদ্ধি পাওয়ায় আমরা সবাই দৌড়ে বাইরে চলে যাই। কিছুক্ষণ পর রুমে এসে দেখি দেওয়ালে ছোটবড় কিছু ফাটল তৈরি হয়েছে।'

হলগুলোর প্রভোস্টদের সাথে যোগাযোগ করলে তারা পুরো বিষয়টা পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান।

যোগাযোগের পর বঙ্গবন্ধু হলের প্রভোস্ট সরেজমিনে ফাটলগুলো পরিদর্শন করেছেন৷ তিনি জানান, দ্রুত বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরে কথা বলবেন বিষয়টি দেখার জন্য।

নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো: আবদুল লতিফ বলেন, 'আমি বিষয়টা জানতাম না, আপনার থেকে শুনেছি। যদি স্ট্রাকচারাল কোনো সমস্যা হয় তবে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সাথে কথা বলে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবো। যদি সত্যিই ভূমিকম্পের কারণে স্ট্রাকচারাল কোনো সমস্যা হয়, তবে তা অবশ্যই ঝুঁকিপূর্ণ। এই বিষয়ে আমরা নিজেরা খোঁজ নিয়ে এক্সপার্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।' 

;

ভূমিকম্পে ভেঙে পড়ল দরজার ফ্রেম, আতঙ্কে লাফ দিল শিক্ষার্থীরা



ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের রিডিং রুমের দরজা, ভঙ্গুর রেলিং এবং বিভিন্ন রুমের ছাদের পলেস্তারা ভেঙে পড়েছে। এসময় প্রাণ বাঁচাতে আতঙ্কে লাফিয়ে পড়েছেন হলের আবাসিক শিক্ষার্থীরা।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে হলে বসবাসরত শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক শিক্ষার্থী বার্তা২৪.কমকে জানান, কিছু শিক্ষার্থী ভূমিকম্প আতঙ্কে হলের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে লাফিয়ে বাঁচার চেষ্টা করেছেন। ভূমিকম্পের তীব্র কম্পনের ফলে ভয়ে তারা লাফিয়ে পড়েন বলে ধারণা করছেন। তবে তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীদের মধ্যে কেউ গুরুতর আহত হয় নি। তাদের কারোরই নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

সরেজমিনে দেখা যায়, হাজী মুহম্মদ মুহসীন হলের রিডিং রুমের দরজার ফ্রেম ভেঙে পড়েছে। তাছাড়াও ৩৫১, ২৪৪, ২৪৮, ৩৪৮, ৩৪৪ সহ আরো কিছু রুমের ছাদের পলেস্তারা খসে পূর্বেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তাছাড়াও ২৪৯ ও ৪৩৮ নং রুমসহ আরো কিছু রুমে ছাদের ঝুঁকি থাকায় সিলিং ফ্যান লাগানো যাচ্ছে না। এমন অবস্থায় ভূমিকম্প হওয়ায় ভঙ্গুর এ সকল স্থান থেকে পলেস্তারা খসে পড়তে শুরু করে। ফলে পুরো হলের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন।

প্রসঙ্গত, এর আগে গত ১২ নভেম্বর বার্তা ২৪.কমের 'ভেঙে পড়েছে মুহসীন হলের ছাদের পলেস্তারা,আতঙ্কে শিক্ষার্থীরা' শীর্ষক এক প্রতিবেদনে হাজী মুহম্মদ মুহসীন হলের ঝুঁকিপূর্ণ চিত্র উঠে আসে। তখন এ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। আমরা হলের বাকি তলাগুলো সংস্কার করেছি। দ্বিতীয় তলা সংস্কারের কাগজপত্র ইঞ্জিনিয়ারিং সেকশনে প্রক্রিয়াধীন রয়েছে। খুব শীঘ্রই আমরা এর ব্যবস্থা করছি।

আরও পড়ুন: ভেঙে পড়ছে মুহসীন হলের ছাদের পলেস্তারা, আতঙ্কে শিক্ষার্থীরা

 

;

জাবিতে খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি



জাবি করেসপন্ডেট, বার্তা ২৪.কম, ঢাকা
ছবি: সভাপতি আরিফুজ্জামান উজ্জল ও সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন

ছবি: সভাপতি আরিফুজ্জামান উজ্জল ও সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন

  • Font increase
  • Font Decrease

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত খুলনা জেলার শিক্ষার্থীদের সংগঠন খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির আগামী এক (০১) বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (০১ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জলকে সভাপতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী নিলুফা ইয়াসমিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ফারিহা ইতু, ফাহমিদা হাসান তানহা, বিপ্লব সরকার, সানমুন আজাদ, সালমান রহমান, মাহাদী হাসান ও সজিব পাল রোমেন; যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ, হাফিজুর রহমান, আহসান হাবিব রাসেল, খাদিজা তাবাচ্ছুম প্রমা, ফারহান মাসুদ, মাহমুদ হাসান, মো. শামীম উসমান ও মেশান শিকদার।

এছাড়া সাংগঠনিক সম্পাদক আল-আমিন মৃধা; সহ-সাংগঠনিক সম্পাদক, শামীমা আক্তার, লাভলী আক্তার, জাহিদুল ইসলাম জাহিদ, মশিউর রহমান, রিয়াছাদ আলম, খাইরুজ্জামান শাহরিয়ার ও রাকিবুল হাসান; দপ্তর সম্পাদক লামিয়া জান্নাত, উপ-দপ্তর সম্পাদক তানিয়া; কোষাধ্যক্ষ নাজমুস সাকিব, সহ-কোষাধ্যক্ষ ওশিন; প্রচার সম্পাদক আসমা নেহা, উপ-প্রচার সম্পাদক তন্ময় মন্ডল; ছাত্রকল্যাণ সম্পাদক রুহুল আমিন বিশ্বাস, সহ-ছাত্রকল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস কান্তা; ক্রীড়া বিষয়ক সম্পাদক জয় প্রকাশ মন্ডল, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ শাহনেওয়াজ ফয়সাল; আইন বিষয়ক সম্পাদক আহনাফ তাজোয়ার ও উপ-আইন বিষয়ক সম্পাদক ইমরান হোসাইন শুভ।

কমিটির তথ্য ও যোগযোগ সম্পাদক মো. আলামিন হোসাইন, উপ-তথ্য ও যোগযোগ সম্পাদক সাজিয়া ইসলাম; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধরা কবির, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সামানজা শাহাদাত মৌনি; কর্মসূচি বিষয়ক সম্পাদক শাহরিয়ার রানা, উপ-কর্মসূচি বিষয়ক সম্পাদক আরিফা আক্তার বৈশাখী, সাহিত্য বিষয়ক সম্পাদক হালিমা খাতুন, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক সামির আহমেদ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আহসান আহমেদ পারভেজ এবং উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রাফিয়ান আহমেদ নয়ন। এছাড়া কার্যকরী সদস্য হয়েছেন- অর্পন মন্ডল, প্রজ্ঞা প্রতীতি, নওশাদ নেওয়াজ ও মনিরা ফারজানা।

অন্যদিকে কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শেখ মুহম্মদ মারুফ হাসান। এছাড়া উপদেষ্টা হিসেবে আছেন, বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের অধ্যাপক মো. তাজউদ্দিন সিকদার, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জিনিয়া ইসলাম ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) সহকারী অধ্যাপক এস এম এ মওদুদ আহমেদ প্রমুখ।

 

;

জাবিতে মসজিদের নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন



জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

  • Font increase
  • Font Decrease

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম বরকত হল ও আ ফ ম কামাল উদ্দিন হল সংলগ্ন মসজিদের ৪র্থ বারের মতো বন্ধ হয়ে থাকা নির্মাণ কাজ পুনরায় চালু করার দাবিতে মানববন্ধন করেছে দুই হলের আবাসিক শিক্ষার্থীরা। এ সময় চলতি মাসেই নির্মাণ কাজ সম্পন্ন করার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

শুক্রবার (১লা ডিসেম্বর) বাদ জুমা নির্মাণাধীন মসজিদের সামনে দুই হলের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ পুনরায় চালু করার দাবি জানান। এছাড়া আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ আরম্ভ করা না হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও প্রকল্প অফিসে তালা ঝুলিয়ে দেয়ার আল্টিমেটাম দেন তারা।

মানববন্ধনে রসায়ন বিভাগের শিক্ষার্থী ও শহীদ সালাম বরকত হলের আবাসিক ছাত্র রাফিউল ইসলাম রনি বলেন, 'মসজিদ নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন তালবাহানা শুরু করেছে। এক বছরের মধ্যে বিভিন্ন অজুহাতে বারবার এ মসজিদের নির্মাণ কাজ বন্ধ হয়েছে। আমরা এই মানববন্ধন থেকে ঘোষণা দিচ্ছি, আগামী ১০ তারিখের মধ্যে কাজ শুরু না হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং প্রকল্প অফিসে আমরা তালা ঝুলিয়ে দিবো। যতদিন কাজ শুরু না হবে ততদিন এই তালা থাকবে। আমরা আগামী মাসের মধ্যে এই মসজিদে নামাজ শুরু করতে চাই।'

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ও কামাল উদ্দিন হলের আবাসিক ছাত্র মো. মূসা ভূঁইয়া মানববন্ধনে বলেন, 'মসজিদের কাজ নিয়ে এতো তালবাহানা আমরা আর কোথাও দেখি নাই। এক বছরের মধ্যে এখনো নির্মাণ কাজ শেষ করতে পারেনি। আমরা আগামী ডিসেম্বরের মধ্যে এই মসজিদে নামাজ পড়তে চাই।'

প্রসঙ্গত, আ ফ ম কামালউদ্দিন হল ও শহীদ সালাম-বরকত হলের শিক্ষার্থীদের জন্য ১৯৯০ সালে সমন্বিত একটি মসজিদ নির্মাণ করা হয়। তবে নির্মাণকাজ সমাপ্ত হওয়ার কিছুদিন পর থেকে পাঁচবার সংস্কার করা হয়েছিল পুরাতন মসজিদটি। পরবর্তিতে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জরাজীর্ণ মসজিদ ভেঙে নতুন মসজিদ নির্মাণের কাজ শুরু হয় ২০২২ সালের এপ্রিলে। এর মধ্যে নকশা এবং আসন ও অর্থ জটিলতায় কয়েক দফায় কাজ বন্ধ হয়ে যায়। অবশেষে চলতি বছরের ১৯ আগস্ট সকালে ঢালাইয়ের কাজ চলাকালীন ছাদ ধসের ঘটনা ঘটে।

;