হলের সিট বন্টনে বৈষম্য নিয়ে বিক্ষুব্ধ শেকৃবি শিক্ষার্থীরা



শেকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
লুৎফর রহমান আবাসিক হল ১

লুৎফর রহমান আবাসিক হল ১

  • Font increase
  • Font Decrease

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের সিট বন্টনে বৈষম্যের কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।মূলত বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষার্থীদের বাদ দিয়ে নবীন শিক্ষার্থীদের হলে সিট দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীরা।

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা দুই বছর এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা তিন বছর গণরুমে থাকলেও ক্যাম্পাসে নবাগত প্রথম বর্ষের শিক্ষার্থীদের সিট দিলে এই প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্যের মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করতে উপাচার্যের বাসার সামনেও গিয়েছেন।

শেকৃবিতে অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে ৪১ কোটি টাকা ব্যয়ে ছাত্রীদের জন্য শেখ সায়েরা খাতুন হল এবং ৩৯ কোটি টাকা ব্যয়ে ছাত্রদের জন্য শেখ লুৎফর রহমান হলের কাজ শেষ হয় বহু আগে। তবে লোকবল সংকটের অজুহাতে দীর্ঘদিন বন্ধ ছিল আবাসিক হল দুটি। শিক্ষার্থীদের আবাসন সংকটের বিষয়টি তুলে ধরে গত নভেম্বরে বার্তা২৪.কমসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও তাতে কর্ণপাত করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পর সংশ্লিষ্ট হল দুটির জন্য কোনো লোকবল নিয়োগ না হলেও গত ২৮ ফেব্রুয়ারি ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ওরিয়েন্টেশনের দিনই নবীন শিক্ষার্থীদের নতুন হল দুটিতে কক্ষ বরাদ্দ ও সিঙ্গেল সিট দেয় প্রশাসন।

শেখ লুৎফর রহমান হলে গিয়ে দেখা যায়, ১০তলা হলটির ৬ তলা পর্যন্ত শিক্ষার্থীরা থাকছেন। প্রতিটি কক্ষে ৪ জন করে প্রথমে ৮১ ব্যাচ (নবীন) এবং পরে অন্য হলের গণরুমে থাকা ৮০ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে কক্ষ বণ্টন করা হয়। অন্যদিকে ৭৯ ব্যাচের বড় একটি অংশ এবং ৭৮ ব্যাচের কিছু শিক্ষার্থী এখনো অন্য হলগুলোতে ডাবলিং (এক খাটে দুজন) করে থাকছেন। এমনকি একটি কক্ষে ৮-১০ জন করে থাকারও তথ্য মিলেছে। একই চিত্র মেয়েদের হলেও।

এই বিষয়ে নজরুল হলের শিক্ষার্থী রাজিউর রহমান বলেন, ২০১৯ সালে ভর্তি হওয়ার পরে গণরুমেও জায়গা না পেয়ে বেশ কিছুদিন থেকেছি টিএসসিতে। তারপর নজরুল হলের ১১৮ নং গণরুমে সিট পেলেও এক সিটে দুজন থেকেছি ২০২১ পর্যন্ত। পরবর্তীতে ২০২২ সালে ১১৯ নং গণরুমে ছিলাম সেখানেও ডাবলিং। বর্তমানে নজরুল হলের ১০৯ নং গণরুমে জুনিয়রদের সাথে আছি। ৪ বছর ধরে আমাদেরকে গণরুমে রেখেই নতুন ব্যাচকে কিভাবে সিঙ্গেল সিট দিচ্ছে প্রশাসন তা আমরা জানি না । কেন আমাদের সাথে এই বিমাতাসূলভ আচরণ? আমরা কি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়?

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগী এক শিক্ষার্থী লিখেছেন, আমরা ১৯-২০ সেশনে ভর্তি হয়েছি, এখন ৫ম সেমিস্টার শুরু হতে চলেছে। গত তিন বছর যাবৎ কবি কাজী নজরুল ইসলাম হলের ১১৮ ও ১১৯ নম্বর গণরুমে অস্বাস্থ্যকর ও মানবেতর ছাত্রজীবন পার করছি। সিট সংকট সমাধানে সদ্য চালু হওয়া শেখ লুৎফর রহমান হলে গণরুমে থাকা ছাত্রদের স্থানান্তরের পদক্ষেপ নেওয়া হয়। কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন গণরুমে আছি তার সত্যতা যাচাইপূর্বক আমাদের নামের তালিকা প্রকাশ করে। হল প্রশাসনের নির্দেশ মোতাবেক নতুন হলে উপস্থিত হলেও নানা নাটকীয়তার মাধ্যমে আমাদের সেখান থেকে বের করে দেওয়া হয়। গণরুমের অন্য সবারই নতুন হলে যাওয়ার সুযোগ হলেও আমাদের হয়নি। তবে ছাত্র ছাত্র কিসের বৈষম্য?

এ ব্যাপারে জানতে চাইলে শেখ লুৎফর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আনিসুর রহমান বলেন, সমস্যা এক দিনে সৃষ্টি হয়নি, কাজেই সমাধানও এক দিনে হবে না। সবাই সিঙ্গেল সিট পাবে, একটু সময় দিতে হবে।

জ্যেষ্ঠদের রেখে নবীনদের সিঙ্গেল সিট বরাদ্দে অগ্রাধিকার যৌক্তিক কি না- জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও কবি কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ কামাল উদ্দিন বলেন, এ বিষয়ে একটু জটিলতা সৃষ্টি হয়েছে, এর বেশি কিছু বলতে পারব না।

প্রথমবারের মতো জাবিতে ডিনস অ্যাওয়ার্ড চালু, পাচ্ছেন ৫ শিক্ষার্থী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রতিষ্ঠার অর্ধশত বছর পর প্রথমবারের মতো ৫ টি অনুষদের অধীন ২০১৫ -১৬ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের (৪৫ ব্যাচ) স্নাতক পর্যায়ে সর্বোচ্চ ফলাফল (সিজিপিএ) ধারীদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনে অবস্থিত কলা ও মানবিকী অনুষদের ডীনের কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন কলা ও মানবিকী অনুষদের ডিন ও ডিনস কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।

ডিনস অ্যাওয়ার্ড-২০১৯ প্রাপ্তরা হলেন - কলা ও মানবিকী অনুষদ থেকে চারুকলা বিভাগের রুবাইয়াত ইবনে নবী (সিজিপিএ ৩.৯৮), সমাজবিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের ফারাহ নাসরিন (সিজিপিএ ৩.৯৮), জীববিজ্ঞান অনুষদ থেকে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অনুজ ভৌমিক পিয়াস (৩.৯৮), বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ইনস্টিটিউট অফ বিজনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ) মো. আতা-ই-রাব্বি (সিজিপিএ ৩.৯৫) , গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ থেকে পরিসংখ্যান বিভাগের মোছা. নিলুফার ইয়াসমিন (সিজিপিএ ৩.৯৪)।

সংবাদ সম্মেলনে অধ্যাপক  ড. মো. মোজাম্মেল হক আরও  বলেন, 'শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল ডীনস অ্যাওয়ার্ড চালু করা। অনেকদিন পর হলেও আমরা ডীনস অ্যাওয়ার্ড চালু করতে পেরেছি৷ আমাদের ডীনস কমিটির দীর্ঘ আট মাসের আলোচনা-পর্যালোচনার পর আমরা  ২০১৫-১৬ সেশনের চূড়ান্ত ফলাফলের উপর অ্যাওয়ার্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছি৷ বিজয়ী শিক্ষার্থীদের সনদ, ক্রেস্ট ও মেডেল দেয়া হবে৷'

আগামী ৭ জুন সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের  সেমিনার কক্ষে অ্যাওয়ার্ড প্রাপ্তদের মেডেল প্রদান অনুষ্ঠান আয়োজিত হবে।  এতে অ্যাওয়ার্ড বক্তা হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ট্রাস্টি ড. মোহাম্মদ ফরাসউদ্দিন উপস্থিত থাকবেন।

এসময় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. নুহু আলম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা।

প্রসঙ্গত, ডিনস অ্যাওয়ার্ডের নীতিমালা অনুযায়ী ৩.৭৫ এর কম সিজিধারী কেও  অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হবেন না। তাই এ বছর  আইন অনুষদের কোন শিক্ষার্থীর সিজিপিএ নীতিমালায় অনুযায়ী সমান বা উর্ধ্বে না থাকায় আইন অনুষদ থেকে ডিনস অ্যাওয়ার্ডের জন্য কাউকে মনোনীত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইন অনুষদের ডিনের সাথে আলোচনা করে আগামী বছর থেকে নতুন নীতিমালা আসতে পারে বলে জানান ডিন কমিটির সভাপতি অধ্যাপক  ড. মো. মোজাম্মেল হক।

;

রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৪১ শতাংশ



রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এই ইউনিটের বিজ্ঞান ও অবিজ্ঞানের ৫টি গ্রুপ মিলিয়ে গড় পাসের হার ৪১ দশমিক ৩৫ শতাংশ।

সোমবার (৫ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের প্রধান সমন্বয়ক অধ্যাপক শহিদুল আলম তথ্যটি জানিয়েছেন।

তিনি জানান, এবছর সি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন ৬৩ হাজার ৮৬৯ জন ভর্তিচ্ছু। প্রশ্নোত্তর মূল্যায়ন করে গ্রুপ-১ পাস করেছে ৩২.৪২ শতাংশ এবং এই গ্রুপে সর্বোচ্চ নম্বর ৮০.৫০। গ্রুপ-২ এ পাসের হার ৩৮.৩১ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৮৪.৭৫। গ্রুপ-৩ পাসের হার ৩২.৯৫ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৮৮। গ্রুপ-৪ এ পাসের হার ২৪.৭৬ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৮৭। এছাড়া গ্রুপ-৫ (অবিজ্ঞান) এ পাসের হার ৮৮.৩২ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৮৮.৫০। ৫ টি গ্রুপ মিলিয়ে গড় পাসের হার ৪১.৩৫ শতাংশ।

উল্লেখ্য, গত ২৯-৩১ মে বিশ্ববিদ্যালয়ে ৩ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১ লাখ ৫৮ হাজার ৪৬২ জন ভর্তিচ্ছু। এর মধ্যে ২৯ মে ‘সি’ বিজ্ঞানের চার গ্রুপ এবং ৩১ একই ইউনিটের অবিজ্ঞান গ্রুপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

;

রাবিতে প্রক্সিকাণ্ডে গ্রেফতার সেই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার



রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
হাসিবুল ইসলাম শান্ত

হাসিবুল ইসলাম শান্ত

  • Font increase
  • Font Decrease

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের মানবিক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সিকাণ্ডে জড়িত থাকা হাসিবুল ইসলাম শান্তকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

রোববার (৪ জুন) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

লিখিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক, এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. হাসিবুল ইসলাম শান্ত (সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা)-কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিস্কার করা হল।’

এর আগে, রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে সরাসরি আটককৃতদের তথ্য অনুযায়ী গত মঙ্গলবার (৩০ মে) হাসিবুল ইসলাম শান্তকে নগরীর কাটাখালি এলাকা থেকে আটক করে পুলিশ। পরদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়ের করা ডিজিটাল সিকিউরিটি আইনের (আইসিটি অ্যাক্ট) মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

উল্লেখ্য, রাবির গত বছরের ভর্তি পরীক্ষাতেও একই অভিযোগে শাখা ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়কে বহিষ্কার করা হলেও তিন মাসের মাথায় বহিষ্কারাদেশ তুলে নেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

;

রাবির ১৬ কৃতী শিক্ষার্থীকে রুয়েডা’র বৃত্তি প্রদান



রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের বিভিন্ন বর্ষের ১৬ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

রোববার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন একাডেমিক ভবনের ২০৪ নম্বর কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ এ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়েডা) এই বৃত্তি প্রদান করে।

অনুষ্ঠানে বৃত্তি প্রদান কমিটির আহ্বায়ক মনজুর হাসান জানান, এই বৃত্তি প্রদানের মাধ্যমে অর্থনীতি বিভাগ যে দৃষ্টান্ত স্হাপন করল তা সকলের নিকট অনুকরনীয় হয়ে থাকবে। সকলকে এধরনের কর্মে এগিয়ে আসতে হবে। যাতে কোনো শিক্ষার্থীর লেখাপড়া অর্থের অভাবে বন্ধ হয়ে না যায়। ভবিষ্যতে এই বৃত্তি আরও বৃহৎ পরিসরে প্রদান করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

বৃত্তি প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম এ ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন রুয়েডার সভাপতি আলতাফ হোসেন, বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান, বৃত্তি প্রদান কমিটির সদস্য সচিব আশরাফুজ্জামান প্রমুখ। এছাড়াও বিভাগের বিভিন্ন বর্ষের ২ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

;