করোনাকালে দেখা নেই নেতাদের



মাহমুদ আল হাসান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
(ফাইল ফটো) বার্তা২৪.কম

(ফাইল ফটো) বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

‘আইজ সারাদিন আইসক্রিম বিক্রি করনু (করলাম) ১৫০ টাকার। করোনাভাইরাসের জন্যে সাত দিন থাকি বউ-বাচ্চা নিয়া খেয়া না খেয়া আছুং (আছি), কাহো খোঁজ নেয় না। ভোটের আগে আগে কতো নেতা-নেত্রী বাড়ি আসিয়া হাত ধরি দোয়া চেয়া গেলো, হামার (আমাদের) সেবা করিবে, এলা কারো দেখা নাই’— আক্ষেপ নিয়েই এমন করেই বলছিলেন আইসক্রিম বিক্রেতা মোহাম্মদ আলমগীর।

পাশেই বসে রাস্তার ধারের নালায় বড়শি দিয়ে মাছ ধরছেন নীলফামারী সদর উপজেলার মেম্বার পাড়া'র সোলায়মান। পেশায় রিকশা চালক। ঢাকার রামপুরা এলাকায় রিকশা চালাতেন তিনি। কিন্তু করোনার ভয়ে গ্রামে এসে কোনো কূল-কিনারা খুঁজে পাচ্ছেন না।

রিকশা চালক সেলায়মান বলেন, ঢাকা থাকি আসি যে ঠেলায় (বিপদ) পরচি তা কওয়ার (বলার) মোতোন নয়। এলাকায় কাজ-কাম নাই, কাহো এক কেজি চাউলও না দেয়। কাকো কবারও পাইছি না। ভোটের সময় বাড়িত ছিনো, কতোজন আইসে এলা (এখন) আর কাহো আইসে না।

মোহাম্মদ আলমগীর ও সেলায়মানের মতো দিন এনে দিন খাওয়া নিম্ন আয়ের মানুষেরা জানে না এর শেষ কোথায়?

এদিকে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে বার বার সামাজিক দূরত্ব মেনে চলার তাগিদ দিলেও তা মানছেন না গ্রামাঞ্চলের মানুষজন। অনেকে সরকারি সহযোগিতার জন্য রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে সাহায্যের জন্য ঘুরছেন।

ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের শাহ কলন্দর মাজার এলাকার মোমেনা খাতুন বলেন, করোনাভাইরাসের কারণে বাড়িতে থাকতে বলতেছে সবাই। কিন্তু কাজ না করলে ভাত পাবো কোথায়? কাজ ছাড়া ভাত জোটে না।

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর হিড়িক দেখেছে নীলফামারীবাসী। দলে বলে সব মিলে অর্ধশতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে এসব নির্বাচনে। ভোট শেষ হবার পর থেকে কয়েকজন মাঠে থাকলেও দেখা মেলেনি বাকিদের। মহামারি করোনা দুর্যোগে লাপাত্তা জনপ্রতিনিধি হওয়ার স্বপ্নে বিভোর হওয়া ওইসব প্রার্থী। ফলে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সচেতন মহল বলছে, দেশের সংকটকালে দল-মত নির্বিশেষে সরকারের পাশাপাশি সামর্থ্যবান সকলের এগিয়ে আাসা উচিত। বিশেষ করে নির্বাচনের সময়ে যারা জনসেবার প্রতিশ্রুতি দেন তাদের কাছে সাধারণ মানুষের এখন প্রত্যাশা বেশি। সরকারিভাবে জেলায় বরাদ্দ থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবদুল্লাহ সোহাগ বলেন, ভোট আসলে সৈয়দপুরে অনেক নেতা আমদানি হয়। এলাকার অনেক মানুষ এখন কর্মহীন। এখন নেতারা তাদের পাশে নাই। ভোট আসলে আবার তাদের দেখা যাবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে আ'লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন আ'লীগে কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য আমেনা কহিনুর আলম। ভোটের আগে দুই উপজেলায় ঘরে ঘরে গিয়ে গণসংযোগ করেন তিনি।

করোনা সংকটে এলাকার মানুষদের জন্য তার উদ্যোগ জানতে চাইলে তিনি মোবাইল ফোনে জানান, আসলে আমি ঢাকায় আছি, ব্যক্তি উদ্যোগে সামান্য কিছু সাহায্য সহোযোগিতা করেছি। প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ যাতে এলাকার গরীব-দুঃখী মানুষ পায় সেজন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে আ'লীগ নেতাদের সমন্বয় করে দিয়েছি।

করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও অসহায় মানুষদের সহায়তার উদ্যোগ জানতে চাইলে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মনেয়ার হোসেন মোবাইলফোনে জানান, সরকার নির্দেশ দিয়েছে বাসায় থাকতে। এলাকার লোকজনের সঙ্গে কথা হচ্ছে। তাছাড়াও সরকার যথেষ্ট খাদ্য সহায়তা দিচ্ছে। এতে কোনো সমস্যা হবে না।

এদিকে করোনা দুর্যোগে সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নীলফামারীতে খাবারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ইতোমধ্যে ছাত্রলীগ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ে জীবানুনাশক ঔষধ স্প্রে, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান বিতরণ করেছে। এরই মধ্যে নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য রানা মোহম্মদ সোহেল খাদ্য সামগ্রী বিতরণ করলেও নিরাপদ সামাজিক দূরত্ব না মেনে বিতরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এছাড়াও নীলসাগর গ্রুপ, কেয়া বেকারি এন্ড কনশট্রাকশন, ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন, সুভা সৈয়দপুর, করোনা ব্রিগেড নীলফামারী, শাখামাছা হাট ফেসবুক গ্রুপসহ অনেকে ব্যক্তি উদ্যোগে ও সংগঠনের পক্ষ থেকে সাধারণ মানুষের সেবায় কাজ করছেন।

   

গড়াই নদীতে ডুবে যুবকের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ছবি প্রতীকী

ছবি প্রতীকী

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে ডুবে সুমন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে খোকসা উপজেলার গনেশপুর অংশে গড়াই নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সুমন কুমারখালী উপজেলার রাজাপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান হাবিবুর রহমান জানান, সকালের দিকে গড়াই নদীতে মাছ ধরতে যান সুমন। মাছ ধরার এক পর্যায়ে নদীতে ডুবে যান তিনি। বিকেলের দিকে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

;

কুমিল্লার নাঙ্গলকোটে বজ্রপাতে কিশোরের মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • Font increase
  • Font Decrease

কুমিল্লার নাঙ্গলকোটে ফুটবল খেলার সময় বজ্রপাতে সাফায়েত হোসেন (১৯) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় সালাউদ্দিন (২২) নামের আরেক যুবক গুরুতর আহত হন।

রোববার (৫ এপ্রিল) এই বিকেলে এই ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাকসামের একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি দক্ষিণপাড়া স্কুল বাড়ির আবদুল আউয়ালের ছেলে সাফায়াত হোসেন এদিন বিকেলে সহপাঠীদের সাথে পার্শ্ববর্তী ঘোড়াময়দান গ্রামের একটি মাঠে ফুটবল খেলতে যায়। বিকাল ৫টার দিকে খেলা চলা অবস্থায় আকস্মিক বজ্রপাতে সাফায়েতের পুরো শরীর ঝলসে যায়। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে লাকসামের একটি ক্লিনিকে নেয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া বজ্রপাতে ওই ঘোড়াময়দান গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (২২) গুরুতর আহত হয়ে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব ঘটনার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

;

লক্ষ্মী ভাইয়েরা বাসায় যান, নিজেসহ দেশকে বাঁচান



নাহিদ রেজা, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
ওসি তানভিরুল ইসলাম।

ওসি তানভিরুল ইসলাম।

  • Font increase
  • Font Decrease

আমার লক্ষ্মী ভাইয়েরা দয়া করে বাইরে ঘোরাঘুরি না করে বাসায় যান। নিজে বাঁচেন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। সচেতন হোন।

ঠিক এসব কথা বলে করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম। মাঠ পর্যায়ে গিয়ে এভাবে সচেতন করায় সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রেজাউল ইসলাম বলেন, ‘আমি ওষুধ কেনার জন্য স্থানীয় বাজারে এসেছিলাম। কিছুক্ষণ পর থানার একটি গাড়ি বাজারের সামনে এসে দাঁড়ায় এবং ওসি তানভিরুল সবাইকে বাসায় থাকার জন্য অনুরোধ করেন। এর আগে কখনো জনগণের সঙ্গে পুলিশের এমন ভালো আচরণ দেখি নাই।’

ঠাকুরগাঁও সদর উপজেলার চৌড়াস্তা মোড়ে কথা হয় জয়নাল নামে এক পথচারীর সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের জেলার পুলিশ সাধারণ জনগণের সঙ্গে ভালো ব্যবহার করছে। তাদের ভাই বলে বাসায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে। ওসিসহ পুলিশের সদস্যরা নিজেদের কথা চিন্তা না করে আমাদের জন্য এ কাজটি করে যাচ্ছেন। তাদের ধন্যবাদ জানাই।’

স্থানীয় সাহাদত হোসেন নামে একজন বলেন,‘তানভিরুল ভাই একজন মানবিক পুলিশ অফিসার। তার জন্য শুভকামনা ও দোয়া রইল।’

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সরকার যেসব দিক নির্দেশনা দিয়েছে সেগুলো মেনে চলতে হবে। জনগণের সঙ্গে খারাপ ব্যবহার না করে তাদের সচেতন করা হচ্ছে। এতে কাজও হচ্ছে।’

;

ডিবি পরিচয়ে মোবাইল ছিনতাই, যুবক গ্রেফতার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
গ্রেফতার আবেদ আলী।

গ্রেফতার আবেদ আলী।

  • Font increase
  • Font Decrease

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক পরিচয়ে মোবাইল ছিনতাই করার অপরাধে আবেদ আলী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) বিকেলে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদ আলী সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া গ্রামের খয়রাত হোসেনের ছেলে।

জানা গেছে, শনিবার (৪ এপ্রিল) দুপুরে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে মোকছেদুল ইসলামসহ কয়েক যুবক মোবাইলে ভিডিও গেম খেলছিলেন। এ সময় আবেদ আলী নিজেকে সৈয়দপুর থানার ডিবি পুলিশের উপপরিদর্শক পরিচয় দিয়ে ওই যুবকদের কাছ থেকে মোবাইলটি নিয়ে যান। পরে এ বিষয়ে মোবাইলের মালিক মোকছেদুল ইসলাম সদর থানায় অভিযোগ করেন।

এরপর রোববার ভোরে আবেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল ও ওয়্যারলেস সেট, একাধিক মোবাইল সিম এবং দুটি পরিচয়পত্র জব্দ করে পুলিশ।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে মোবাইল ছিনতাই করার সত্যতা স্বীকার করেছেন আবেদ আলী। এ ঘটনায় মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

;