বরিশালের মেলায় ৮ কোটি ৯০ লাখ টাকার রাজস্ব আদায়



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল
বরিশালে আয়কর মেলা

বরিশালে আয়কর মেলা

  • Font increase
  • Font Decrease

বরিশালে আয়কর মেলা থেকে ৮ কোটি ৯০ লাখ ৫৪ হাজার টাকার রাজস্ব আদায় করা হয়েছে। সপ্তাহব্যাপী এ মেলায় রিটার্ন দাখিল করেছেন ২৪ হাজার ১০ জন কর দাতা। আর সেবা নিয়েছেন ৯৩ হাজার ৩১৬ জন এবং নতুন ইটিআইএন নিয়েছেন ৯৫৯ জন।

গত ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে বরিশাল কর অঞ্চলের আওতায় বিভাগের ৬টি জেলা সদর ও ৫টি উপজেলা সদরে আয়কর মেলা শুরু হয়। এর মধ্যে ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী জেলায় চার দিন করে এবং কলাপাড়া, নলছিটি, স্বরুপকাঠী, লালমোহন উপজেলায় দুই দিন করে মেলা অনুষ্ঠিত হয়। শেষ হয় বৃহস্পতিবার ( ২০ নভেম্বর ) রাত আটটায়।

এবারের মেলায় সবচেয়ে বেশি আয়কর আদায় করা হয়েছে বরিশাল জেলায়। সবচেয়ে কম হয়েছে গলাচিপা উপজেলায়। গতবছরের হিসেবে এ বছর সেবাগ্রহণকারী ও নতুন ই-টিআইএন গ্রহণকারীর সংখ্যা কমলেও, বেড়েছে রিটার্ন দাখিল ও কর আদায়ের পরিমাণ।

বৃহস্পতিবার ( ২১ নভেম্বর) বিকেলে বরিশাল কর অঞ্চলের উপ-কর কমিশনার (প্রশাসন) মো. আবুল কালাম আজাদ বার্তাটোয়েন্টিফোর.কমকে এসব তথ্য জানান।

জানা গেছে, বরিশাল জেলায় সাত দিনব্যাপী আয়কর মেলায় ১৩ হাজার ৩৬০ জন করদাতা তাদের রির্টান দাখিল করায় ৫ কোটি ৭৭ লাখ ৫২ হাজার ১২১ টাকার কর আদায় করা হয়। নতুন ই-টিআইএন নিয়েছেন ৪৮১ জন। আর মেলায় সেবা নিয়েছেন ৫৪ হাজার ৮১৮ জন।

ঝালকাঠী জেলায় চার দিনব্যাপী মেলায় ৯৭৯ করদাতা তাদের রির্টান দাখিল করায় ২৫ লাখ ২৭ হাজার ৭৬৯ টাকার কর আদায় করা হয়। নতুন ই-টিআইএন নিয়েছেন ৪৪ জন আর মেলায় সেবা নিয়েছেন ৩ হাজার ২১৪ জন।

নলছিটি উপজেলায় (ঝালকাঠী জেলা) দুই দিনব্যাপী মেলায় ৪০৭ জন করদাতা তাদের রির্টান দাখিল করায় ৮ লাখ ৭১ হাজার ৫৩৫ টাকার কর আদায় করা হয়। নতুন ই-টিআইএন নিয়েছেন ১৮ জন আর মেলায় সেবা নিয়েছেন ৩ হাজার ৩৮২ জন।

পিরোজপুর জেলায় চার দিনের মেলায় ২ হাজার ৩৪১ জন করদাতা তাদের রির্টান দাখিল করায় ৫৩ লাখ ৭৯ হাজার ২৪৪ টাকার কর আদায় করা হয়। নতুন ই-টিআইএন নিয়েছেন ৯৯ জন আর মেলায় সেবা নিয়েছেন ৮ হাজার ৮০১ জন।

স্বরুপকাঠী উপজেলা ( পিরোজপুর জেলা) দুই দিনব্যাপী মেলা শেষে ৭২৪ জন করদাতা তাদের রির্টান দাখিল করায় ১১ লাখ ৬২ হাজার ৭৪৫ টাকার কর আদায় করা হয়। নতুন ই-টিআইএন নিয়েছেন ৩৮ জন। আর সেবা নিয়েছেন ৮৪০ জন।

ভোলা জেলায় চার দিনব্যাপী মেলা শেষে ১ হাজার ৯০২ জন করদাতা তাদের রির্টান দাখিল করায় ৫৯ লাখ ৪৭ হাজার ৮০২ টাকার কর আদায় করা হয়। নতুন ই-টিআইএন নিয়েছেন ৮৬ জন আর মেলায় সেবা নিয়েছেন ১০ হাজার ৩৯০ জন।

লালমোহন উপজেলায় (ভোলা জেলা) দুই দিনের মেলায় ৩৯৬ জন করদাতা তাদের রির্টান দাখিল করায় ১৮ লাখ ৮৬ হাজার ২০৫ টাকার কর আদায় করা হয়। নতুন ই-টিআইএন নিয়েছেন ৪ জন আর মেলায় সেবা নিয়েছেন ৭৯৩ জন।

পটুয়াখালী জেলায় চার দিনব্যাপী মেলা শেষে ১ হাজার ৬৮৪ জন করদাতা তাদের রির্টান দাখিল করায় ৩১ লাখ ৬৫ হাজার ৯৮৯ টাকার কর আদায় করা হয়। নতুন ই-টিআইএন নিয়েছেন ৫৭ জন আর মেলায় সেবা নিয়েছেন ২ হাজার ৪০২ জন।

গলাচিপা উপজেলায় (পটুয়াখালী জেলা) দুই দিনব্যাপী মেলা শেষে ২৯৮ জন করদাতা তাদের রির্টান দাখিল করায় ৭ লাখ ২৪ হাজার ৬৮৬ টাকার কর আদায় করা হয়। নতুন ই-টিআইএন নিয়েছেন ১৮ জন আর মেলায় সেবা নিয়েছেন ২ হাজার ১৩৯ জন।

কলাপাড়া উপজেলায় (পটুয়াখালী) দুই দিনের মেলায় জন ২৪৫ জন করদাতা তাদের রির্টান দাখিল করায় ১৮ লাখ ৫০ হাজার ২২০ টাকার কর আদায় করা হয়। নতুন ই-টিআইএন নিয়েছেন ২০ জন আর মেলায় সেবা নিয়েছেন ১ হাজার ৭৯০ জন।

বরগুনা জেলায় চার দিনব্যাপী মেলায় ১ হাজার ৬৭৪ জন করদাতা তাদের রির্টান দাখিল করায় ৭৮ লাখ ২৮ হাজার ৭৩৮ টাকার কর আদায় করা হয়। নতুন ই-টিআইএন নিয়েছেন ৯৪ জন আর সেবা নিয়েছেন ৬ হাজার ৭৪৭ জন।

উল্লেখ্য, বরিশালে ২০১৮ সালে আয়কর মেলায় ১৮ হাজার ৩৬১ জন করদাতা তাদের রির্টান দাখিল করায় ৮ কোটি ৩২ লাখ ৯৮ হাজার ৮৮৭ টাকার কর আদায় করা হয়েছিল। নতুন ই-টিআইএন নিয়ে ছিলেন ১ হাজার ১৬৬ জন। আর মেলায় সেবা নিয়েছিলেন ১ লাখ ৩৫ হাজার ৮২৮ জন।

   

গড়াই নদীতে ডুবে যুবকের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ছবি প্রতীকী

ছবি প্রতীকী

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে ডুবে সুমন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে খোকসা উপজেলার গনেশপুর অংশে গড়াই নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সুমন কুমারখালী উপজেলার রাজাপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান হাবিবুর রহমান জানান, সকালের দিকে গড়াই নদীতে মাছ ধরতে যান সুমন। মাছ ধরার এক পর্যায়ে নদীতে ডুবে যান তিনি। বিকেলের দিকে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

;

কুমিল্লার নাঙ্গলকোটে বজ্রপাতে কিশোরের মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • Font increase
  • Font Decrease

কুমিল্লার নাঙ্গলকোটে ফুটবল খেলার সময় বজ্রপাতে সাফায়েত হোসেন (১৯) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় সালাউদ্দিন (২২) নামের আরেক যুবক গুরুতর আহত হন।

রোববার (৫ এপ্রিল) এই বিকেলে এই ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাকসামের একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি দক্ষিণপাড়া স্কুল বাড়ির আবদুল আউয়ালের ছেলে সাফায়াত হোসেন এদিন বিকেলে সহপাঠীদের সাথে পার্শ্ববর্তী ঘোড়াময়দান গ্রামের একটি মাঠে ফুটবল খেলতে যায়। বিকাল ৫টার দিকে খেলা চলা অবস্থায় আকস্মিক বজ্রপাতে সাফায়েতের পুরো শরীর ঝলসে যায়। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে লাকসামের একটি ক্লিনিকে নেয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া বজ্রপাতে ওই ঘোড়াময়দান গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (২২) গুরুতর আহত হয়ে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব ঘটনার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

;

লক্ষ্মী ভাইয়েরা বাসায় যান, নিজেসহ দেশকে বাঁচান



নাহিদ রেজা, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
ওসি তানভিরুল ইসলাম।

ওসি তানভিরুল ইসলাম।

  • Font increase
  • Font Decrease

আমার লক্ষ্মী ভাইয়েরা দয়া করে বাইরে ঘোরাঘুরি না করে বাসায় যান। নিজে বাঁচেন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। সচেতন হোন।

ঠিক এসব কথা বলে করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম। মাঠ পর্যায়ে গিয়ে এভাবে সচেতন করায় সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রেজাউল ইসলাম বলেন, ‘আমি ওষুধ কেনার জন্য স্থানীয় বাজারে এসেছিলাম। কিছুক্ষণ পর থানার একটি গাড়ি বাজারের সামনে এসে দাঁড়ায় এবং ওসি তানভিরুল সবাইকে বাসায় থাকার জন্য অনুরোধ করেন। এর আগে কখনো জনগণের সঙ্গে পুলিশের এমন ভালো আচরণ দেখি নাই।’

ঠাকুরগাঁও সদর উপজেলার চৌড়াস্তা মোড়ে কথা হয় জয়নাল নামে এক পথচারীর সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের জেলার পুলিশ সাধারণ জনগণের সঙ্গে ভালো ব্যবহার করছে। তাদের ভাই বলে বাসায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে। ওসিসহ পুলিশের সদস্যরা নিজেদের কথা চিন্তা না করে আমাদের জন্য এ কাজটি করে যাচ্ছেন। তাদের ধন্যবাদ জানাই।’

স্থানীয় সাহাদত হোসেন নামে একজন বলেন,‘তানভিরুল ভাই একজন মানবিক পুলিশ অফিসার। তার জন্য শুভকামনা ও দোয়া রইল।’

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সরকার যেসব দিক নির্দেশনা দিয়েছে সেগুলো মেনে চলতে হবে। জনগণের সঙ্গে খারাপ ব্যবহার না করে তাদের সচেতন করা হচ্ছে। এতে কাজও হচ্ছে।’

;

ডিবি পরিচয়ে মোবাইল ছিনতাই, যুবক গ্রেফতার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
গ্রেফতার আবেদ আলী।

গ্রেফতার আবেদ আলী।

  • Font increase
  • Font Decrease

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক পরিচয়ে মোবাইল ছিনতাই করার অপরাধে আবেদ আলী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) বিকেলে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদ আলী সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া গ্রামের খয়রাত হোসেনের ছেলে।

জানা গেছে, শনিবার (৪ এপ্রিল) দুপুরে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে মোকছেদুল ইসলামসহ কয়েক যুবক মোবাইলে ভিডিও গেম খেলছিলেন। এ সময় আবেদ আলী নিজেকে সৈয়দপুর থানার ডিবি পুলিশের উপপরিদর্শক পরিচয় দিয়ে ওই যুবকদের কাছ থেকে মোবাইলটি নিয়ে যান। পরে এ বিষয়ে মোবাইলের মালিক মোকছেদুল ইসলাম সদর থানায় অভিযোগ করেন।

এরপর রোববার ভোরে আবেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল ও ওয়্যারলেস সেট, একাধিক মোবাইল সিম এবং দুটি পরিচয়পত্র জব্দ করে পুলিশ।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে মোবাইল ছিনতাই করার সত্যতা স্বীকার করেছেন আবেদ আলী। এ ঘটনায় মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

;