গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখা যাবে শাকিব-জয়া-শুভকে



বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
শাকিব খান, জয়া আহসান ও আরিফিন শুভ

শাকিব খান, জয়া আহসান ও আরিফিন শুভ

  • Font increase
  • Font Decrease

ভারতের শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯। আগামী ২১ আগস্ট থেকে শুরু হওয়া এই ফিল্ম ফেস্টিভ্যালে দেখা যাবে বাংলাদেশের ৩ তারকা শাকিব খান, জয়া আহসান ও আরিফিন শুভকে।

উৎসবে বিভিন্ন দেশের মোট ৩৬টি পূর্ণদৈর্ঘ্য এবং ২৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে। বাংলাদেশ থেকে তিনটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।

গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবে দেখানো হবে শাকিব খান ও পাওলি দাম অভিনীত ‘সত্তা’, ইমপ্রেস টেলিফিল্মের ‘ইতি, তোমারই ঢাকা’, পিপলু খানের ‘হাসিনা: অ্যা ডটারস টেল’। এর বাইরে থাকছে আরিফিন শুভ অভিনীত ভারতীয় সিনেমা ‘আহা রে’ এবং জয়া আহসান অভিনীত ভারতীয় সিনেমা ‘কণ্ঠ’।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/19/1566210476702.jpg

‘সত্তা’ দেখানো হবে উৎসবের ২য় দিন সন্ধ্যা ৬টায়, জয়ার ‘কণ্ঠ’ দেখানো হবে উৎসবের শেষ দিন বিকেল ৪টায় এবং শুভর ‘আহা রে’ দেখানো হবে উৎসবের দ্বিতীয় দিন দুপুর ১২টায়।

উৎসবটি শেষ হবে আগামী ২৫ আগস্ট। এর মধ্যে ২২ আগস্ট অনুষ্ঠিত হবে ফ্যাশন শো।

   

মালয়েশিয়ায় পুরস্কৃত ‘কাঠগোলাপ’



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
মালয়েশিয়ায় পুরস্কৃত ‘কাঠগোলাপ’

মালয়েশিয়ায় পুরস্কৃত ‘কাঠগোলাপ’

  • Font increase
  • Font Decrease

চলচ্চিত্র প্রযোজক মো. ফরমান আলীর বাংলাদেশী সিনেমা ‘কাঠগোলাপ’। মুক্তির আগেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি।

ইতোমধ্যে চেন্নাইয়ের ‘শান্তা দেব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বেশ কিছু উৎসবে পুরস্কার জিতেছে ‘কাঠগোলাপ’। এবার সিনেমাটি মালয়েশিয়া থেকে পুরস্কার প্রাপ্ত হলো।

‘কাঠগোলাপ’ সিনেমাটি সম্প্রতি মালয়েশিয়ার নেভি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছিল। পরে ‘বেস্ট ওমেন’স ফিচার ফিল্ম’ শাখায় পুরস্কৃত হয় সিনেমাটি।

সিনেমাটির প্রযোজক মো. ফরমান আলী তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘কাঠগোলাপ’ সিনেমার সকল কলাকুশলীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। সিনেমাটি বিভিন্ন দেশে দর্শক ও জুরিবোর্ডের প্রশংসা পাচ্ছে, যা আমাদের জন্য আনন্দের এবং প্রেরণার।’

বিদেশে ‘কাঠগোলাপ’ প্রদর্শিত হচ্ছে ‘দ্য সেন্টলেস’ নামে। নারীপ্রধান গল্পে এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন, চিত্রনায়িকা কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা, জামশেদ শামীম, দিলরুবা দোয়েল প্রমুখ।

অপূর্ণ রুবেলের কাহিনি ও চিত্রনাট্যে তৈরি এই সিনেমার পরিচালক সাজ্জাদ খান।

;

নারীর সৌন্দর্য শাড়িতে: অপু বিশ্বাস



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
চিত্রনায়িকা অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস

  • Font increase
  • Font Decrease

চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, নারীর সৌন্দর্য শাড়িতে। আর সে জায়গা থেকে নারী যদি এ ঐতিহ্যকে বহন করে তাহলে সৌন্দর্য আরও বেড়ে যায়।

রোববার (১ অক্টোবর) বিকেলে রংপুর শহরের চেকপোস্ট এলাকায় ফ্যাশন ব্রান্ড বিশ্বরঙ’র আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অপু বিশ্বাস বলেন, রংপুরে আজ রঙ লেগেছে। আর সেই রঙ হচ্ছে বিশ্বরঙ। আমরা বিশ্বরঙকে রংপুরে স্বাগত জানাই। বিশ্বরঙ যেন তার ঐতিহ্য ধরে রেখে আরও এগিয়ে যেতে পারে।

এসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, বিশ্বরঙের কর্নধার বিপ্লব সাহা ও ব্যবসায়ী তানভীর হোসেন আশরাফি প্রমুখ।

এ আউটলেটে শাড়ি, থ্রিপিস, আনস্টিচ ড্রেস, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট, মগ, বাচ্চাদের বাহারি সব পোশাকসহ বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে।

;

‘মুজিব: একটি জাতির রূপকার’র ট্রেলার প্রকাশ, মুক্তি ১৩ অক্টোবর



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম ঢাকা
‘মুজিব: একটি জাতির রূপকার’ ট্রেলার প্রকাশ

‘মুজিব: একটি জাতির রূপকার’ ট্রেলার প্রকাশ

  • Font increase
  • Font Decrease

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’র ট্রেলার প্রকাশিত হয়েছে। আগামী ১৩ অক্টোবর সারাদেশে সিনেমাটি মুক্তি পাবে।

রোববার (১ অক্টোবর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘বাস্তব ইতিহাসের উপর ভিত্তি করে এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। শেষ হয়েছে ১৫ আগস্টের ঘটনার বর্ণনা দিয়ে। জাতির জন্য এই সিনেমা ইতিহাসের একটি দলিল। বঙ্গবন্ধু কীভাবে জাতির রূপকার হলেন তা এই সিনেমার মাধ্যমে চিত্রায়িত হয়েছে।’

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। 

সিনেমাটিতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী এতে অভিনয় করেছেন।

গত ৩১ জুলাই বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি।

;

সায়ন্তিকাকে নিয়ে কঠোর সিদ্ধান্ত প্রযোজকের



বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধে ‘ছায়াবাজ’ সিনেমায় কাজ করতে বাংলাদেশে আসেন পশ্চিমবঙ্গের নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। কিন্তু নৃত্য পরিচালকের সঙ্গে দ্বন্দ্বের জেরে সিনেমার শুটিং পুরোপুরি শেষ না করেই কলকাতায় ফিরে যান তিনি।

এরপর থেকেই সায়ন্তিকার সঙ্গে সিনেমার প্রযোজক মনিরুল ইসলামের দ্বন্দ্ব চলছে। এবার জানা গেল, নায়িকার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক।

প্রযোজক মনিরুল বলেন, এত মিথ্যাচার নিতে আর নিতে পারছি না। এই সিনেমার কাজ আর করব না। যদি করিও তাহলে সায়ন্তিকাকে ছায়াবাজ সিনেমা থেকে বাদ দিয়ে দেশের কোনো শিল্পীকে নিয়ে নতুন করে কাজ শুরু করব সিনেমাটির।

সায়ন্তিকা অভিযোগ করেন, প্রযোজকের অপেশাদারি আচরণের জন্য সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা ভালো হয়নি তার। এ জন্য শুটিং শেষ না করেই কলকাতায় চলে গেছেন তিনি। 


প্রযোজক জানান, ‘ছায়াবাজ’ নামে একটি ওয়েব সিরিজ তৈরি করতে চেয়েছিলেন তিনি। কিন্তু জায়েদ খানের অনুরোধে সেই পরিকল্পনা বদল করেন।

মনিরুল ইসলাম আরও বলেন, গল্পটি নিয়ে একটি ওয়েব সিরিজ বানাতে চেয়েছিলাম। জায়েদ খানের অনুরোধে সিনেমা হিসেবে কাজ শুরু করি আমরা। কারণ এই সিনেমার কোনো প্ল্যানিং ছিল না। কিন্তু পরে জায়েদ খান ও সায়ন্তিকা ফাঁসিয়ে দিয়েছে আমাকে।

 

;