কলকাতার নতুন ৩ সিনেমায় জয়া



বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
জয়া আহসান

জয়া আহসান

  • Font increase
  • Font Decrease

লন্ডন ঘোরাঘুরি শেষে কলকাতা হয়ে সোমবার (২২ জুলাই) দেশে ফিরেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

কলকাতা হয়ে জয়ার দেশে ফেরার কারণ সেখানকার নতুন ৩ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/23/1563867446009.jpgনতুন সিনেমা নিয়ে মুখ খুলতে না চাইলেও গণমাধ্যমে কলকাতার নতুন ৩ সিনেমার কাজ করার খবর স্বীকার করে জয়া বলেন, ‘কৌশলগত কারণে অভিনয়শিল্পী ও পরিচালকদের নাম প্রকাশ করতে পারছি না। পরপর ৩টি কাজ হবে কলকাতায়। তিনজনই স্বনামধন্য পরিচালক। দুইজন পরিচালকের সঙ্গে আগেও কাজ করেছি। আগস্ট থেকে সিনেমার শুটিং শুরু হবে।’
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/23/1563867745088.jpgজয়া আহসানের সবশেষ বাংলাদেশে অভিনীত সিনেমা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে আহমদ ছফার আত্মজীবনীমূলক উপন্যাস অবলম্বনে নির্মিত ‘অলাতচক্র’। সিনেমাটির শুটিংয়ের কাজ শেষ। শিগগিরই শুরু হবে ডাবিংয়ের কাজ।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/23/1563867483893.jpgএছাড়া কলকাতায় জয়ার সবশেষ অভিনয় ‘কণ্ঠ’ সিনেমায় অভিনয় করে বেশ সাড়া ফেলেছে।

   

৫৯ বছরে পা রাখলেন নগর বাউল জেমস



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রকস্টার জেমস মানেই তারুণ্যের উন্মাদনা। তার পুরো নাম ফারুক মাহফুজ আনাম। আজ এই খ্যাতিমান কণ্ঠশিল্পীর জন্মদিন। ভক্তদের কাছে ‘গুরু’ হিসেবে পরিচিত তিনি।

সোমবার (২ অক্টোবর) ৫৮ বছর পূর্ণ করে ৫৯-তে পা রাখতে চলেছেন দেশের কালজয়ী এই রকস্টার।

১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্মগ্রহণ করেন জেমস। তার বেড়ে ওঠা চট্টগ্রামে। জেমসের জীবন বেশ বাঁক বদলের, অনেক গল্পের। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী, যিনি পরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবারের অমতেই সংগীতচর্চা শুরু করেন জেমস। বাবার সঙ্গে গান নিয়ে অভিমান করে বাড়ি ছেড়ে চলে আসেন। সংগীতের নেশায় ঘর ছেড়ে পালিয়ে যান। চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামক একটি বোর্ডিং-এ তিনি থাকতে শুরু করেন। সেখানে থেকেই তার সংগীতের ক্যারিয়ার শুরু হয়।

১৯৮০ সালে প্রতিষ্ঠা করেন ‘ফিলিংস’ নামক একটি ব্যান্ড। জেমস নিজেই ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও ভোকালিস্ট ছিলেন। ১৯৮৭ সালে তার প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ প্রকাশ পায়। যদিও অ্যালবামটি সে সময়ের শ্রোতাদের গান শোনার রুচির সঙ্গে একটু ভিন্ন মেজাজের হওয়ায় জনপ্রিয়তা পায়নি। পরে ১৯৮৮ সালে ‘অনন্যা’ নামের অ্যালবাম রিলিজ করে সুপারহিট হয়ে যান জেমস।

এরপর ১৯৯০ সালে ‘জেল থেকে বলছি’, ১৯৯৬ সালে ‘নগর বাউল’, ১৯৯৮ সালে ‘লেইস ফিতা লেইস’, ১৯৯৯ সালে ‘কালেকশন অফ ফিলিংস’ অ্যালবামগুলো ফিলিংস ব্যান্ড থেকে বের হয়।


এ ছাড়াও জেমসের অন্যান্য অ্যালবামগুলো হলো নগর বাউল থেকে ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলি’। একক অ্যালবাম ‘অনন্যা’, ‘পালাবি কোথায়’, ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘ঠিক আছে বন্ধু’, ‘আমি তোমাদেরই লোক’, ‘জনতা এক্সপ্রেস’, ‘তুফান’, ‘কাল যমুনা’।

জেমস চলচ্চিত্রে প্লেব্যাক করেও সফল হয়েছেন। তার বেশকিছু গান চলচ্চিত্রে সুপারহিট হয়ে আছে। ‘দেশা দ্য লিডার’, ‘সত্তা’ ছবির জন্য গান করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।

বাংলা গানের পাশাপাশি হিন্দি গানে কণ্ঠ দিয়েও জয় করেছেন লাখো ভক্ত-শ্রোতার হৃদয়। বলিউডে তার গাওয়া ‘ভিগি ভিগি’ (গ্যাংস্টার), ‘চল চলে’ (ও লামহে) এবং ‘আলবিদা’, ‘রিস্তে’ (লাইফ ইন অ্যা মেট্টো), ‘বেবাসি’ (ওয়ার্নিং) গানগুলো উল্লেখযোগ্য।

ব্যক্তিজীবনে জেমস দুই বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী ছিলেন রথি। তিনি ছিলেন একজন চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৯১ সালে বিয়ের পর ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। রথির সঙ্গে বিচ্ছেদের আগেই ২০০২ সালে জেমস বিয়ে করেন বেনজির সাজ্জাদকে। জেমসের দুইটি কন্যা সন্তান (জান্নাত এবং জাহান) ও একটি পুত্র সন্তান (দানেশ) রয়েছে।

;

মালয়েশিয়ায় পুরস্কৃত ‘কাঠগোলাপ’



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
মালয়েশিয়ায় পুরস্কৃত ‘কাঠগোলাপ’

মালয়েশিয়ায় পুরস্কৃত ‘কাঠগোলাপ’

  • Font increase
  • Font Decrease

চলচ্চিত্র প্রযোজক মো. ফরমান আলীর বাংলাদেশী সিনেমা ‘কাঠগোলাপ’। মুক্তির আগেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি।

ইতোমধ্যে চেন্নাইয়ের ‘শান্তা দেব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বেশ কিছু উৎসবে পুরস্কার জিতেছে ‘কাঠগোলাপ’। এবার সিনেমাটি মালয়েশিয়া থেকে পুরস্কার প্রাপ্ত হলো।

‘কাঠগোলাপ’ সিনেমাটি সম্প্রতি মালয়েশিয়ার নেভি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছিল। পরে ‘বেস্ট ওমেন’স ফিচার ফিল্ম’ শাখায় পুরস্কৃত হয় সিনেমাটি।

সিনেমাটির প্রযোজক মো. ফরমান আলী তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘কাঠগোলাপ’ সিনেমার সকল কলাকুশলীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। সিনেমাটি বিভিন্ন দেশে দর্শক ও জুরিবোর্ডের প্রশংসা পাচ্ছে, যা আমাদের জন্য আনন্দের এবং প্রেরণার।’

বিদেশে ‘কাঠগোলাপ’ প্রদর্শিত হচ্ছে ‘দ্য সেন্টলেস’ নামে। নারীপ্রধান গল্পে এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন, চিত্রনায়িকা কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা, জামশেদ শামীম, দিলরুবা দোয়েল প্রমুখ।

অপূর্ণ রুবেলের কাহিনি ও চিত্রনাট্যে তৈরি এই সিনেমার পরিচালক সাজ্জাদ খান।

;

নারীর সৌন্দর্য শাড়িতে: অপু বিশ্বাস



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
চিত্রনায়িকা অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস

  • Font increase
  • Font Decrease

চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, নারীর সৌন্দর্য শাড়িতে। আর সে জায়গা থেকে নারী যদি এ ঐতিহ্যকে বহন করে তাহলে সৌন্দর্য আরও বেড়ে যায়।

রোববার (১ অক্টোবর) বিকেলে রংপুর শহরের চেকপোস্ট এলাকায় ফ্যাশন ব্রান্ড বিশ্বরঙ’র আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অপু বিশ্বাস বলেন, রংপুরে আজ রঙ লেগেছে। আর সেই রঙ হচ্ছে বিশ্বরঙ। আমরা বিশ্বরঙকে রংপুরে স্বাগত জানাই। বিশ্বরঙ যেন তার ঐতিহ্য ধরে রেখে আরও এগিয়ে যেতে পারে।

এসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, বিশ্বরঙের কর্নধার বিপ্লব সাহা ও ব্যবসায়ী তানভীর হোসেন আশরাফি প্রমুখ।

এ আউটলেটে শাড়ি, থ্রিপিস, আনস্টিচ ড্রেস, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট, মগ, বাচ্চাদের বাহারি সব পোশাকসহ বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে।

;

‘মুজিব: একটি জাতির রূপকার’র ট্রেলার প্রকাশ, মুক্তি ১৩ অক্টোবর



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম ঢাকা
‘মুজিব: একটি জাতির রূপকার’ ট্রেলার প্রকাশ

‘মুজিব: একটি জাতির রূপকার’ ট্রেলার প্রকাশ

  • Font increase
  • Font Decrease

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’র ট্রেলার প্রকাশিত হয়েছে। আগামী ১৩ অক্টোবর সারাদেশে সিনেমাটি মুক্তি পাবে।

রোববার (১ অক্টোবর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘বাস্তব ইতিহাসের উপর ভিত্তি করে এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। শেষ হয়েছে ১৫ আগস্টের ঘটনার বর্ণনা দিয়ে। জাতির জন্য এই সিনেমা ইতিহাসের একটি দলিল। বঙ্গবন্ধু কীভাবে জাতির রূপকার হলেন তা এই সিনেমার মাধ্যমে চিত্রায়িত হয়েছে।’

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। 

সিনেমাটিতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী এতে অভিনয় করেছেন।

গত ৩১ জুলাই বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি।

;