ভারতের উদয়পুরের লীলা প্যালেসে রূপকথার বিয়ে সারলেন রাঘব-পরিণীতি! রোববার বিকালে আপ এমপির গলায় মালা দিলেন বলিউডের ‘ইশকজাদে’ নায়িকা। পিচোলা হ্রদের ধারে অবস্থিত তাজ লীলা প্যালেসকে বিয়ের মূল ভেন্যু হিসাবে বেছে নিয়েছিলেন জুটি। এদিন পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হলো দুজনের।
এখন বিয়ের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ‘রাঘণীতি’র ভক্তরা। হ্যাঁ, এই জুটিকে এই নাম দিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।
ভারতের গণমাধ্যম জানায়, ইতিমধ্যেই শুভ বিবাহ সুসম্পন্ন হয়েছে। বিয়েতে মণীশ মালহোত্রার ডিজাইনার লেহেঙ্গায় সেজেছেন পরিণীতি। অন্যদিকে রাঘবের পরনে তাঁর আঙ্কেল পবন সচদেবের নকশা কাটা শেরওয়ানি। বর-কনে দুজনেই সাদা পোশাকে ঝলমল করছিল। এখন অপেক্ষা তাদের প্রথম ছবির। এদিকে এই হাই প্রোফাইল এই বিয়েকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা। পাপারাৎজিদের ক্যামেরা এড়াতে সুবিশাল চাদর ঢেকে নৌকায় উঠলেন বর-কনে। কোনওভাবেই বিয়ের ছবি ফাঁস হতে দিলেন না তারকা দম্পতি। নৌকা করে পরিণীতিকে বিয়ে করতে আসেন রাঘব। তাজ লেক প্যালেস থেকে নৌকায় রওনা দেয় পরিণীতির ‘বারাত’।
রাঘব-পরিণীতির এই বিশেষ দিনে উপস্থিছিলেন ভাগ্যশ্রী, সানিয়া মির্জা, মণীশ মালহোত্রা, হরভজন সিং, গীতা বসরারা। অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান, যুবনেতা আদিত্য ঠাকরে-সহ রাজনীতির জগতের একাধিক ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন। যদিও রাঘব-পরিণীতির বিয়েতে হাজির হননি দিদি প্রিয়াঙ্কা চোপড়া, দূর থেকেই আর্শীবাদ দিয়েছেন নবদম্পতিকে। মেয়ে ও স্বামীর সঙ্গে এই মুহূর্তে মার্কিন মুলুকে রয়েছেন অভিনেত্রী।
রাঘব-পরিণীতির প্রাক-বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল দিল্লিতে। গত শুক্রবার উদয়পুর পৌঁছান বর-কনে। বর-কনে দুই পরিবারই পাঞ্জাবি। তাই পাঞ্জাবি রীতি-নীতি মেনেই হয় অনুষ্ঠান। সঙ্গীত, মেহেন্দি, হলদি থেকে ‘চূড়া সেরিমনি’, সেহরাবন্দি-সব হয়েছে নিয়মমাফিক। বিয়ের মেনুতে থাকছে পাঞ্জাবিয়ানা, সঙ্গে স্থানীয় রাজস্থানি কুসিনের স্বাদও পাবেন অতিথিরা।