বিগ বসের ঘরে কী করছেন জিৎ?



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
টলিউড অভিনেতা জিৎ, ছবি: সংগৃহীত

টলিউড অভিনেতা জিৎ, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

অভিনয় জগতে এখন চূড়ান্ত সফলতার শীর্ষে রয়েছেন টলিউড অভিনেতা জিৎ। তৈরি করেছেন নিজস্ব প্রোডাকশন হাউজ, ছবি প্রযোজনার পাশাপাশি সম্পন্ন করেছেন নিজের ৫০ তম ছবিটিও। আর সেই উপলক্ষে ছোটখাটো সেলিব্রেশনও হয়ে গেছে।

তবে এবার পাড়ি জমাচ্ছেন আরব সাগরের তীরে থুরি মুম্বাই শহরে। খুব শীঘ্রই শুরু হতে চলেছে হিন্দি 'বিগ বস'। আর সেই রিয়ালিটি শোতে এবার যোগ দিতে চলেছেন জিৎ।

এর আগে তিনি বিগ বস বাংলায় রীতিমতো সঞ্চালনার কাজ করেছেন। তবে এবার প্রতিযোগী হিসেবে থাকবেন তিনি। এই নিয়েই টলিপাড়ায় চলছে জোর জল্পনা।

   

নারীর সৌন্দর্য শাড়িতে: অপু বিশ্বাস



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
চিত্রনায়িকা অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস

  • Font increase
  • Font Decrease

চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, নারীর সৌন্দর্য শাড়িতে। আর সে জায়গা থেকে নারী যদি এ ঐতিহ্যকে বহন করে তাহলে সৌন্দর্য আরও বেড়ে যায়।

রোববার (১ অক্টোবর) বিকেলে রংপুর শহরের চেকপোস্ট এলাকায় ফ্যাশন ব্রান্ড বিশ্বরঙ’র আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অপু বিশ্বাস বলেন, রংপুরে আজ রঙ লেগেছে। আর সেই রঙ হচ্ছে বিশ্বরঙ। আমরা বিশ্বরঙকে রংপুরে স্বাগত জানাই। বিশ্বরঙ যেন তার ঐতিহ্য ধরে রেখে আরও এগিয়ে যেতে পারে।

এসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, বিশ্বরঙের কর্নধার বিপ্লব সাহা ও ব্যবসায়ী তানভীর হোসেন আশরাফি প্রমুখ।

এ আউটলেটে শাড়ি, থ্রিপিস, আনস্টিচ ড্রেস, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট, মগ, বাচ্চাদের বাহারি সব পোশাকসহ বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে।

;

‘মুজিব: একটি জাতির রূপকার’র ট্রেলার প্রকাশ, মুক্তি ১৩ অক্টোবর



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম ঢাকা
‘মুজিব: একটি জাতির রূপকার’ ট্রেলার প্রকাশ

‘মুজিব: একটি জাতির রূপকার’ ট্রেলার প্রকাশ

  • Font increase
  • Font Decrease

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’র ট্রেলার প্রকাশিত হয়েছে। আগামী ১৩ অক্টোবর সারাদেশে সিনেমাটি মুক্তি পাবে।

রোববার (১ অক্টোবর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘বাস্তব ইতিহাসের উপর ভিত্তি করে এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। শেষ হয়েছে ১৫ আগস্টের ঘটনার বর্ণনা দিয়ে। জাতির জন্য এই সিনেমা ইতিহাসের একটি দলিল। বঙ্গবন্ধু কীভাবে জাতির রূপকার হলেন তা এই সিনেমার মাধ্যমে চিত্রায়িত হয়েছে।’

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। 

সিনেমাটিতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী এতে অভিনয় করেছেন।

গত ৩১ জুলাই বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি।

;

সায়ন্তিকাকে নিয়ে কঠোর সিদ্ধান্ত প্রযোজকের



বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধে ‘ছায়াবাজ’ সিনেমায় কাজ করতে বাংলাদেশে আসেন পশ্চিমবঙ্গের নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। কিন্তু নৃত্য পরিচালকের সঙ্গে দ্বন্দ্বের জেরে সিনেমার শুটিং পুরোপুরি শেষ না করেই কলকাতায় ফিরে যান তিনি।

এরপর থেকেই সায়ন্তিকার সঙ্গে সিনেমার প্রযোজক মনিরুল ইসলামের দ্বন্দ্ব চলছে। এবার জানা গেল, নায়িকার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক।

প্রযোজক মনিরুল বলেন, এত মিথ্যাচার নিতে আর নিতে পারছি না। এই সিনেমার কাজ আর করব না। যদি করিও তাহলে সায়ন্তিকাকে ছায়াবাজ সিনেমা থেকে বাদ দিয়ে দেশের কোনো শিল্পীকে নিয়ে নতুন করে কাজ শুরু করব সিনেমাটির।

সায়ন্তিকা অভিযোগ করেন, প্রযোজকের অপেশাদারি আচরণের জন্য সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা ভালো হয়নি তার। এ জন্য শুটিং শেষ না করেই কলকাতায় চলে গেছেন তিনি। 


প্রযোজক জানান, ‘ছায়াবাজ’ নামে একটি ওয়েব সিরিজ তৈরি করতে চেয়েছিলেন তিনি। কিন্তু জায়েদ খানের অনুরোধে সেই পরিকল্পনা বদল করেন।

মনিরুল ইসলাম আরও বলেন, গল্পটি নিয়ে একটি ওয়েব সিরিজ বানাতে চেয়েছিলাম। জায়েদ খানের অনুরোধে সিনেমা হিসেবে কাজ শুরু করি আমরা। কারণ এই সিনেমার কোনো প্ল্যানিং ছিল না। কিন্তু পরে জায়েদ খান ও সায়ন্তিকা ফাঁসিয়ে দিয়েছে আমাকে।

 

;

মারামারির ঘটনায় সাময়িক বন্ধ 'সিসিএল'



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পূর্বঘোষণা অনুযায়ী আজ (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেলিব্রেটি ক্রিকেট লীগ-এর (সিসিএল) সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের টিমের খেলা চলাকালীন সময়ে অপ্রীতিকর ঘটনার জন্য টুর্নামেন্টটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টটি স্থগিত হওয়ার কথা জানায় সিসিএল আয়োজক কমিটি।

তারা বলেন, গতকালের ঘটনায় অনেক খেলোয়াড় আহত হয়েছেন, যাদের সুস্থ হতে কিছুদিন সময় লাগবে। তা ছাড়া যে দলগুলো রয়েছে তাদের অনেকেই এখন খেলতে অসম্মতি জানাচ্ছেন। যে কারণে সাময়িকভাবে খেলা স্থগিত থাকবে।

সম্মেলনে আরও জানানো হয়, শৃঙ্খলা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। এই ঘটনার জন্য কর্তৃপক্ষ দু:খ প্রকাশ করেছেন।

আয়োজক কমিটি আরও বলেন, পুরো টুর্নামেন্ট আবার নতুন করে শুরু হবে কি না বা যেখানে খেলা শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে-এসব বিষয়ে বিস্তারিত খুব শিগগিরই জানানো হবে।

উল্লেখ্য, এ ঘটনায় ৬ জন তারকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

;