সৌমিত্র-অপর্ণার ‘বসু পরিবার’



বিনোদন ডেস্ক
সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্ণা সেন

সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্ণা সেন

  • Font increase
  • Font Decrease

ভালোবাসা, রাগ, অভিমান, আভিজাত্য, গোপনীয়তা, প্রতিহিংসা এরকম নানা অনুভূতি এক হয়ে বেঁচে থাকে একটি সংসার। আর এমন এক সংসারের গল্প নিয়ে পরিচালক সুমন ঘোষ নির্মাণ করেছেন ‘বসু পরিবার’। সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার।

ট্রেলারে দেখা গেছে, অপর্ণা-সৌমিত্র দম্পতির ৫০ বছরে বিবাহ বার্ষিকী উদযাপন। আর তাদেরই টুকরো হয়ে যাওয়া এক একটি নিউক্লিয়ার পরিবার। যারা মিলিত হবে বাবা-মায়ের বিবাহ বার্ষিকীতে। হাসি-ঠাট্টা আনন্দের মধ্য দিয়ে ফিরে আসে মান অভিমানের পালা। একদিনের জন্য পরিবারের গেট-টুগেদার আসা। তবে শুধুই কি একসঙ্গে হওয়া? নাকি ভেঙে যাওয়া নিউক্লিায়ার পরিবারের এক একজনের ভেতরে থাকা অভিমানের লুকানো আগুন বের হয়ে আসবে?

‘বসু পরিবার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর রূপালি পর্দায় ফিরছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্ণা সেন জুটি। তাদের পাশাপাাশি আরও অভিনয় করেছেন- শাশ্বত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী, শ্রীনন্দা শঙ্কর, কৌশিক সেন, লিলি চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

‘বসু পরিবার’ প্রসঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, রিনার (অপর্ণা) সঙ্গে কাজ করতে এখন আর নতুন করে কিছু মনে হয় না। রিনাকে অনেকদিন ধরে দেখছি ওর মতো একজন মানুষ, একজন অভিনেত্রী খুব একটা পাওয়া যায় না।

অপর্ণা জানান, দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয় করেছি আমি ও সৌমিত্র। এই ধরনের শিল্পীদের সঙ্গে কাজ করার জন্য সবসময় মুখিয়ে থাকি। প্রথম দিকে জুটি কথাটায় বেশ মজা পেতাম। তবে এখন আর জুটি, এসব কথাগুলোর মানে হয় না, কারণ অনেক বয়স হয়ে গেছে। সৌমিত্রর মত একজন গুণী অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। এটা ভেবেই আমি আনন্দিত।

   

বিয়ে করলেন পরিণীতি-রাঘব



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
বিয়ে করলেন পরিণীতি-রাঘব

বিয়ে করলেন পরিণীতি-রাঘব

  • Font increase
  • Font Decrease

ভারতের উদয়পুরের লীলা প্যালেসে রূপকথার বিয়ে সারলেন রাঘব-পরিণীতি! রোববার বিকালে আপ এমপির গলায় মালা দিলেন বলিউডের ‘ইশকজাদে’ নায়িকা। পিচোলা হ্রদের ধারে অবস্থিত তাজ লীলা প্যালেসকে বিয়ের মূল ভেন্যু হিসাবে বেছে নিয়েছিলেন জুটি। এদিন পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হলো দুজনের।

এখন বিয়ের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ‘রাঘণীতি’র ভক্তরা। হ্যাঁ, এই জুটিকে এই নাম দিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।

ভারতের গণমাধ্যম জানায়, ইতিমধ্যেই শুভ বিবাহ সুসম্পন্ন হয়েছে। বিয়েতে মণীশ মালহোত্রার ডিজাইনার লেহেঙ্গায় সেজেছেন পরিণীতি। অন্যদিকে রাঘবের পরনে তাঁর আঙ্কেল পবন সচদেবের নকশা কাটা শেরওয়ানি। বর-কনে দুজনেই সাদা পোশাকে ঝলমল করছিল। এখন অপেক্ষা তাদের প্রথম ছবির। এদিকে এই হাই প্রোফাইল এই বিয়েকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা। পাপারাৎজিদের ক্যামেরা এড়াতে সুবিশাল চাদর ঢেকে নৌকায় উঠলেন বর-কনে। কোনওভাবেই বিয়ের ছবি ফাঁস হতে দিলেন না তারকা দম্পতি। নৌকা করে পরিণীতিকে বিয়ে করতে আসেন রাঘব। তাজ লেক প্যালেস থেকে নৌকায় রওনা দেয় পরিণীতির ‘বারাত’।

রাঘব-পরিণীতির এই বিশেষ দিনে উপস্থিছিলেন ভাগ্যশ্রী, সানিয়া মির্জা, মণীশ মালহোত্রা, হরভজন সিং, গীতা বসরারা। অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান, যুবনেতা আদিত্য ঠাকরে-সহ রাজনীতির জগতের একাধিক ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন। যদিও রাঘব-পরিণীতির বিয়েতে হাজির হননি দিদি প্রিয়াঙ্কা চোপড়া, দূর থেকেই আর্শীবাদ দিয়েছেন নবদম্পতিকে। মেয়ে ও স্বামীর সঙ্গে এই মুহূর্তে মার্কিন মুলুকে রয়েছেন অভিনেত্রী।

রাঘব-পরিণীতির প্রাক-বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল দিল্লিতে। গত শুক্রবার উদয়পুর পৌঁছান বর-কনে। বর-কনে দুই পরিবারই পাঞ্জাবি। তাই পাঞ্জাবি রীতি-নীতি মেনেই হয় অনুষ্ঠান। সঙ্গীত, মেহেন্দি, হলদি থেকে ‘চূড়া সেরিমনি’, সেহরাবন্দি-সব হয়েছে নিয়মমাফিক। বিয়ের মেনুতে থাকছে পাঞ্জাবিয়ানা, সঙ্গে স্থানীয় রাজস্থানি কুসিনের স্বাদও পাবেন অতিথিরা।

;

‘পাঠান’কে ছাড়িয়ে গেল ‘জাওয়ান’



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
‘পাঠান’কে ছাড়িয়ে গেল ‘জাওয়ান’

‘পাঠান’কে ছাড়িয়ে গেল ‘জাওয়ান’

  • Font increase
  • Font Decrease

দীর্ঘ বিরতির পর চলতি বছরের শুরুতেই ‘পাঠান’ ছবির মাধ্যমে বড় পর্দায় প্রত্যাবর্তন করেন শাহরুখ খান। বছরের শুরুতে প্রায় ১১’শ কোটি আয় করেছিল ওই সিনেমা।

‘পাঠান’ মুক্তির ঠিক নয় মাস পর আবারও ‘জাওয়ান’র মাধ্যমে নিজের জাত চেনালেন বলিউড এই অভিনেতা।

মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে ‘জাওয়ান’। এবার বলিউড বাদশা নিজেই ভাঙলেন নিজের রেকর্ড। 

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন বলছে, বছরের শুরুতে শাহরুখ খান’র ‘পাঠান’ ভারতে আয় করেছিল ৫৪৩ কোটি রুপি। এই আয় করতে সময় লেগেছে ৫৮ দিন।

অন্যদিকে মাত্র ১৭ দিনেই সেই আয় ছাড়িয়ে গেল ‘জাওয়ান’। সিনেমাটির আয় ৫৪৬ কোটি রুপি।

বিশ্বব্যাপী হাজার কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষায় এখন সিনেমাটি। চলতি সপ্তাহে ‘পাঠান’ সিনেমার লাইফটাইম আয়কে ছাড়িয়ে যেতে পারে ‘জাওয়ান’।

এখন পর্যন্ত সারা বিশ্বে ‘জাওয়ান’ আয় করেছে ৯৫৩ কোটি রুপি। বাংলাদেশি টাকার হিসাবে যা প্রায় সাড়ে ১২০০ কোটির মতো।

;

পূজার আগেই আসছে জয়ার ‘দশম অবতার’



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

'বাইশে শ্রাবণ' এবং 'ভিঞ্চি দা'র মিশেলে তৈরি করা হয়েছে ‘দশম অবতার’ সিনেমাটি। ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমা নির্মাণে ক্যামেরার পিছনে ছিলেন সৃজিত মুখোপাধ্যায়। তার পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে মুক্তি পেয়েছে ছবিটির ট্রেইলার। আগামী মাসে ১৯ অক্টোবর অর্থাৎ পূজার আগেই এই ছবির রহস্যের পর্দা ফাঁস হবে। খবর আনন্দবাজার।  

'দশম অবতার' ছবিতে প্রথমবার কপ ইউনিভার্স নিয়ে আসছেন সৃজিত। অর্থাৎ 'বাইশে শ্রাবণ' ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত প্রবীর রায় চৌধুরী এবং 'ভিঞ্চি দা' ছবিতে অনির্বাণ ভট্টাচার্য অভিনীত বিজয় পোদ্দার এক হলেন সৃজিতের 'দশম অবতার'-এ।

পুরোদস্তুর থ্রিলার ঘরানার এই ছবিতে দুই চরিত্র মিলে জটিল রহস্যের সমাধান করবে। এর আগে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'রাজ কাহিনী' এবং 'এক যে ছিল রাজা' ছবিতে অভিনয় করেন জয়া আহসান। সেসব সাড়া জাগানো সিনেমার মতোই 'দশম অবতার'-এ চমক থাকবে।

অনবদ্য হয়ে ধরা দেবে যীশু সেনগুপ্তও। ছবির সঙ্গীতায়োজনে রয়েছেন অনুপম রায়।

 

;

৯৬তম অস্কারে যাচ্ছে ‘পায়ের তলায় মাটি নাই’



বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ৯৬তম আসরের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে লড়বে মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম চলচ্চিত্র ‘পায়ের তলায় মাটি নাই’ ।

অস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে ছবি মনোনয়নের বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হলে মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম চলচ্চিত্র ‘পায়ের তলায় মাটি নাই’ এবং মাশরুর পারভেজ পরিচালিত ‘গোয়িং হোম’ ছবি দুটি জমা পড়ে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ছবি দুটি দেখার পর মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম চলচ্চিত্র ‘পায়ের তলায় মাটি নাই’ ছবিকে চূড়ান্ত করে ৯৬তম অস্কার বাংলাদেশ কমিটি।

চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমনের প্রযোজনায় ‘পায়ের তলায় মাটি নাই’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনোয়ার, প্রিয়াম অর্চি প্রমুখ।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৪ সালের ১০ মার্চ অনুষ্ঠিত হবে ৯৬তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেগুলোরই একটি।

;