Barta24

শুক্রবার, ১৯ জুলাই ২০১৯, ৪ শ্রাবণ ১৪২৬

English Version

বৃষের মেজাজ ফুরফুরে, তুলার কর্মক্ষেত্রে সফলতা

বৃষের মেজাজ ফুরফুরে, তুলার কর্মক্ষেত্রে সফলতা
ছবি: বার্তা২৪.কম
জ্যোতিষী রুবাই


  • Font increase
  • Font Decrease

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

হতাশা ও একঘেয়েমি কাটবে। মানসিক আনন্দবোধ করবেন। প্রেম নিয়ে মানসিক চঞ্চলতা। যাত্রাযোগ শুভ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

আনন্দমুখর পরিবেশ। মেজাজ ফুরফুরে। আর্থিক ব্যয় করে মনে আনন্দ। প্রেমযোগ মিশ্র।

মিথুন: (২২মে – ২১ জুন)

হাতে অতিরিক্ত অর্থ থাকবে। বাড়তি ব্যয়। বেহিসাবি খরচ করেও মনে উৎফুল্লতা। প্রেম যোগ মিশ্র।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

কর্কট রাশির জাতকরা সমস্যা থেকে সাময়িক মুক্তি পাবেন। প্রেম শুভ। অন্যান্য সম্পর্কগুলি দৃঢ় হবে।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)

জীবনের মূলে থাকবে ধার্মিক ভাব। সাংস্কৃতিক আলোচনা আনন্দ দেবে। নতুন প্রেমের সম্ভাবনা আছে।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

প্রেম শুভ। দিনটি শান্তিপূর্ণভাবে কাটবে। ব্যয় বাড়লেও সময়টায় অর্থসংকট তৈরি হবে না। যাত্রাযোগ ভোগান্তি।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

কর্মক্ষেত্রে সফলতা। ধর্মীয় কারণে মানসিক শান্তি লাভ। ভ্রমণের সম্ভাবনা। আর্থিকযোগ শুভ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

বৃশ্চিক রাশির জাতকরা কর্মক্ষেত্র এবং ব্যবসায়ে সাফল্য পাবেন। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

প্রেমের সম্পর্কটিকে উপভোগ করবেন। ব্যবসা এবং আর্থিক লাভের যোগ বিদ্যমান। যাত্রা যোগ শুভ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি সময়টায় স্থগিত রাখুন। প্রেম শুভ। যাত্রাযোগে ভোগান্তি। মানসিক আনন্দ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

আর্থিক বিষয় শুভ। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময়টি আনন্দময় করে তুলবে। প্রেম যোগ শুভ।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

মানসিক অস্থিরতা। সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটবে। প্রেমযোগ শুভ। পরিবারে আনন্দের বাতাবরণ।

আপনার মতামত লিখুন :

মেষের পারিবারিক সমস্যা, বৃশ্চিকের দাম্পত্যে মনোমালিন্য

মেষের পারিবারিক সমস্যা, বৃশ্চিকের দাম্পত্যে মনোমালিন্য
রাশিফল, ছবি: বার্তা২৪.কম

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
পারিবারিক সমস্যা। কর্মে সফলতা। প্রেমযোগে বাধা। বাস্তব অবস্থা মেনে নিতে নাও চাইতে পারেন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
হাতের কাজ আজ শেষ নাও হতে পারে। জমিবাড়ি কাজে সমস্যা। কর্মক্ষেত্রে নতুন বার্তা বয়ে আসতে পারে।

মিথুন: (২২ মে – ২১ জুন)
কর্মযোগে নতুন কাজের দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় শুভ। প্রেম শুভ। সামাজিক যোগাযোগ বৃদ্ধি।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
যেচে নেওয়া সমস্যা থেকে বের হওয়ার পথ নাও পেতে পারেন। কর্মে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)
কর্মযোগে বাধা থাকলেও ভাগ্যে সফলতা দেবে। আত্মীয়র উপস্থিতি পারিবারিক সমস্যা জটিল হয়ে উঠতে পারে।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আলোচনার মাধ্যমেই সমাধানের সূত্র বের হবে। নিকট আত্মীয় দ্বারা চক্রান্তের শিকার হতে পারেন। কর্মে শুভ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
কর্মযোগে অর্থনৈতিক লাভের সম্ভাবনা। হাঁপানির সমস্যা কষ্ট দিতে পারে। প্রেমযোগ শুভ নয়। ব্যবসায়ে মিশ্রযোগ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কর্মযোগে সমস্যার মুখোমুখি হতে পারেন। দাম্পত্যে মনোমালিন্য। শিক্ষাযোগে শুভ সূচনা। ব্যবসায়ে শুভ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ব্যবসায়ে মতবিরোধ। ক্রোধ নিয়ন্ত্রহীন। দিনটিতে চাওয়া-পাওয়ায় সামঞ্জস্যতা নাও থাকতে পারে। প্রেম শুভ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
সামাজিক পরিচিতির মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। নিকট আত্মীয় দ্বারা অসম্মানিত হতে পারেন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
পুরনো বন্ধুর সাথে সাক্ষাত। ব্যবসায়ে আর্থিক লাভের যোগ। অবসাদ বা একাকিত্ব সমস্যায় ফেলতে পারে।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
তোষামোদ করে আপনাকে খুশি করতে পারে। ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন। উপহার লাভ।

মিথুনের পারিবারিক জমায়েত, কন্যার সম্পর্কে জটিলতা

মিথুনের পারিবারিক জমায়েত, কন্যার সম্পর্কে জটিলতা
ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

কাঙ্ক্ষিত সফলতা লাভ। জীবনে শুভ সম্ভাবনার সৃষ্টি হতে পারে। উৎসাহজনক খবর আসতে পারে।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

দিনের শুরুতে কোনো ঘটনা আনন্দিত করে তুলতে পারে। পরিবারের সহায়তায় সাফল্যের রাস্তা খুঁজে পাবেন।

মিথুন: (২২মে – ২১ জুন)

সামাজিক কাজে জড়িয়ে পড়তে পারেন। বিশেষ কাজের জন্য সম্মান বৃদ্ধি। পারিবারিক জমায়েত।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

পরিবারে মনমালিন্য। বাড়িতে আত্মীয়দের উপস্থিতি। প্রেমযোগ শুভ। শিক্ষাযোগে ব্যস্তত।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) 

কর্মক্ষেত্রে মনোবল দ্বারা মোকাবিলা। প্রেমযোগ শুভ। অপরের পারিবারিক সমস্যায় জড়িয়ে পরবেন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

সাফল্যের ক্ষেত্রে পরিচিত মানুষই আপনার বাধা হয়ে দাঁড়াবে। নতুন বন্ধু লাভ। সম্পর্ক নিয়ে জটিলতা।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

বাধা এলেও লক্ষ্য স্থির থাকবেন। সাফল্যের সন্ধান পেতে সময় লাগবে। প্রাপ্য দাবী থেকে বঞ্চিত হতে পারেন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

প্রেমে জটিলতা। সন্তানের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। গুরুজনদের সাথে মতবিরোধ। কর্মে মিশ্রযোগ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

সাময়িক হতাশা। প্রেমযোগ শুভ। গুপ্ত শত্রুতা। যোগ দেখা যাচ্ছে। পারিবারিক সমস্যা নিয়ে বিব্রত।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

প্রেমে নতুন পদক্ষেপ। উপাহার লাভ হতে পারে। দাঁত নিয়ে সমস্যা দেখা দিতে পারে। প্রেমে সফলতা।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

পারিবারিক আনন্দ অনুষ্ঠানে ব্যস্ততা। আপনার সিদ্ধান্ত বন্ধুদের মধ্যে সমালোচিত হতে পারে। প্রেমে মনমালিন্য।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

পারিপার্শ্বিক পরিবেশ আনন্দময়। যোগাযোগের সঠিক ব্যবহারে সফলতা আসবে। যোগাযোগ কাজে লাগিয়ে উন্নতি।

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র