Barta24

সোমবার, ২৬ আগস্ট ২০১৯, ১১ ভাদ্র ১৪২৬

English

মেষের প্রেম শুভ, মীনের আর্থিক ক্ষতি

মেষের প্রেম শুভ, মীনের আর্থিক ক্ষতি
ছবি: বার্তা২৪.কম
জ্যোতিষী রুবাই


  • Font increase
  • Font Decrease

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

কর্মক্ষেত্রে গোপন শত্রুতা। ব্যবসায়ে প্রতিযোগিতা বাড়বে। পরিবারে বিষয়গুলিতে ধর্মীয় সফলতা। প্রেম শুভ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে প্রেম সম্পর্ক পেরোতে পারে। শিক্ষাযোগে শুভ ফল লাভ। পরিবারে ধর্মীয় বাতাবরন।

মিথুন: (২২মে – ২১ জুন)

অবসাদ সফলতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। শিক্ষায় আলস্য জনিত বাধা। কর্মে উন্নতি। ব্যবসায়ে মনোযোগের অভাব।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

প্রেম নিয়ে সমস্যা। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখা দেবে। ব্যবসায় সময়টা কঠিন হতে পারে। শারীরিক সমস্যা।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)

পরিচিত গণ্ডির বাইরে ব্যবসায় সফল হবেন। প্রেম নিয়ে সমস্যা। কর্মে উন্নতির যোগ বর্তমান। আর্থিক দিক শুভ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

প্রেমে বাধা। শারীরিক সমস্যা। কর্মে শুভ। শিক্ষায় উন্নতি। ব্যবসা ক্রমবর্ধমান। ধর্মীয় মানসিকতা।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

দাম্পত্যের মনমালিন্য মিটে যাবে। কর্মে বাধা। শিক্ষাযোগ শুভ। ব্যবসায়ে উন্নতির যোগ বর্তমান। আর্থিক যোগ শুভ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

বন্ধুদের সাথে মতের অমিল হবার সম্ভাবনা। প্রেমে সফলতা। কর্মে উন্নতির যোগ বর্তমান। প্রেমের জন্য দিনটি শুভ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

ব্যবসায়ে শুভ যোগ বর্তমান। নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা। পাওনা অর্থ নিয়ে সমস্যা। প্রেম শুভ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

কর্মক্ষেত্রে সমস্যা। ব্যবসায়ে আর্থিক উন্নতি। প্রেম শুভ। পারিবারিক যোগ শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

কর্মক্ষেত্রে জটিল পরিস্থিতির উদ্ভব হতে পারে। প্রেমে সমস্যা। ব্যবসায়ে আইনি জটিলতার সম্ভাবনা। আর্থিক যোগে বাধা।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

আর্থিক ক্ষতি। কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। প্রেমযোগ শুভ হলেও সমস্যা আসবে। বিদেশ যাত্রার সম্ভাবনা।

আপনার মতামত লিখুন :

কর্ম শুভ মিথুনের, শিক্ষা শুভ কর্কটের

কর্ম শুভ মিথুনের, শিক্ষা শুভ কর্কটের
ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

তারিখ- ২৬/০৮/২০১৯

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) সম্পত্তি সংক্রান্ত বিরোধ প্রবল হতে পারে। আইনি হস্তক্ষেপ লাভজনক নাও হতে পারে। প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) ব্যবসায় বাড়তি বিনিয়োগ। তবে লাভের মুখ নাও দেখতে পারেন। পরিবারের সদস্যরা আপনার প্রচেষ্টা এবং নিষ্ঠার প্রশংসা করবে।

মিথুন: (২২ মে – ২১ জুন) কর্ম শুভ। প্রেম যোগ মধুর। ব্যবসায়িক কারণে আইনি পরামর্শ নিতে হতে পারে। যাত্রা যোগ শুভ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) খাদ্যনালী বা পেটের সমস্যা হতে পারে। শিক্ষা শুভ। কর্মে উন্নতি। প্রেমে বন্ধুর বাধা। পরিবারে মতবিরোধ। আর্থিক বাধা।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) যে বিষয়ে নিশ্চয়তা আছে সেই দিকে আপনার চিন্তা এবং উদ্যম চালনা করুন। প্রেম যোগ শুভ। যাত্রা যোগ শুভ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) অর্থে শুভ। সাহায্যকারী বন্ধু পাবেন। কর্মে সতর্কতা অবলম্বন করা আবশ্যক। পরিচিতদের এড়িয়ে যাওয়ায় অনুশোচনা ডেকে আনবে।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) ভ্রমণের পরিকল্পনা। কর্মসূচির শেষ মূহুর্তে পরিবর্তন ঘটতে পারে। ব্যবসায় বাড়তি প্রচেষ্টা। অর্থ যোগ শুভ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) পরিবারের অনুভূতি বুঝতে পারবেন। কর্ম যোগে মেজাজ নিয়ন্ত্রণহীন। আর্থিক উন্নতি ঘটতে পারে। প্রেম শুভ। পথে বাধা।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) কর্মে সঠিক পরিচয় এবং বোঝাপড়া গড়ে উঠবে। শক্তি পুনরুদ্ধার হবে। ব্যয় বিরামহীন। প্রেম যোগ মিশ্র।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) কর্ম যোগে বাকবিতন্ডা ঘটতে পারে। তবে সহকর্মীর সহযোগিতা প্রাপ্তি ঘটবে। অর্থ যোগ শুভ। প্রেম যোগ শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) ব্যবসায় বাড়তি বিনিয়োগ সুফল দেবে। কর্ম যোগে মতান্তর ঘটতে পারে। আর্থিক যোগ শুভ। অংশীদারী ব্যবসায় গোলোযোগ দেখা দিতে পারে।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) দিনটিতে আর্থিক কারবারে সুফল নাও মিলতে পারে। অপ্রত্যাশিত সুসংবাদ পরিবারে খুশি বয়ে আনতে পারে। প্রেম যোগ শুভ।

ঊর্ধ্বতনকে সন্তুষ্ট করতে পারে মিথুন, কন্যার সম্পর্কে ভাঙন

ঊর্ধ্বতনকে সন্তুষ্ট করতে পারে মিথুন, কন্যার সম্পর্কে ভাঙন
বার্তাটোয়েন্টিফোর.কম

তারিখ- ২৫/০৮/২০১৯ রোববারের রাশিফল:

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
কর্মে উচ্চ উদ্দীপনা। দিনটিতে কারো অভাব অনুভব করতে পারেন। বাড়তি ব্যয়। প্রেম যোগ শুভ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
খুশি বিঘ্নিত হতে পারে। কর্মযোগে সাফল্য। সৃষ্টিশীল কাজে নিজস্ব ভাবনা ও কল্পনার ফসল তুলতে পারেন। আর্থিক লেনদেন শুভ।

মিথুন: (২২মে – ২১ জুন)
কর্মযোগে ঊর্ধ্বতন ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য অনেক কিছু করতে পারেন। বিদেশ ভ্রমণের পরিকল্পনা। প্রেম শুভ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
আত্ম উন্নতির লক্ষ্যে পৌঁছাতে পারেন। পরিবারের সদস্যদের সহযোগিতা করতে পারেন। কর্মযোগে সতর্কতা।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)
দিনটি কর্মক্ষেত্রে সুন্দরের সঙ্গে অবাক করবে। শারীরিক সমস্যা থাকলেও কিছুটা কমবে। প্রেম যোগ শুভ। পথে শুভ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আর্থিক অবস্থা উন্নত হবে। অতিথিদের প্রতি রূঢ় হতে পারেন। পারিবারিক সম্পর্কে ভাঙন দেখা দিতে পারে।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো সঠিকভাবে করতে পারবেন। ভ্রমণরত অবস্থায় ব্যবসায়িক পরিকল্পনা মাথায় আসতে পারে।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আবেগগুলো নিয়ন্ত্রণহীন। আর্থিক দিকে উন্নতি ঘটতে পারে। জীবন ও কাজের প্রতি হঠাৎ নিখুঁত হতে পারেন। প্রেম শুভ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কথা নাও রাখতে পারেন। সাহিত্যচর্চায় যত্নশীল হতে পারেন। আর্থিক যোগ শুভ। প্রেমে সমস্যার যোগ আছে। পথে বাধা।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
যৌথ ব্যবসায় শুভ ফল পেতে পারেন। নতুনভাবে লগ্নি করতে পারেন। প্রেম যোগ মিশ্র। বিদেশযাত্রা বাধামুক্তি।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কর্মে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ নিতে পারেন। দিনটিতে হৃদয়ের থেকে মস্তিষ্কের দরকার বেশি পড়বে। আর্থিক উন্নতির যোগ আছে।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কোনো বিষয়ের সমাধান করতে গিয়ে মেজাজ নিয়ন্ত্রনহীণ হয়ে পড়তে পারে। কর্মযোগে আপনি বিভ্রান্ত হতে পারেন। প্রেম শুভ।

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র