Alexa

কন্যায় ভালো খবর আসতে পারে

কন্যায় ভালো খবর আসতে পারে

ছবি: বার্তা২৪.কম

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

ব্যবসায় সাবধানতা। প্রেমে আবেগ বাড়তে পারে। কর্মে শুভ যোগাযোগ আসতে পারে। শারীরিক যন্ত্রণা বাড়তে পারে।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
শত্রুর কারণে ভয় বাড়তে পারে। পরিবারে অশান্তি বাড়তে পারে। পথে আঘাত।

মিথুন: (২২ মে – ২১ জুন)
ব্যবসায় ভালো সময়। কর্মস্থানে চাপ বাড়তে পারে। সম্পত্তি রক্ষায় খরচ বাড়তে পারে। পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
প্রেম নিয়ে সমস্যা। বিদেশ ভ্রমণ হতে পারে। কর্মস্থানে গোলযোগ বাড়তে পারে। ব্যবসায়ে শুভ।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)
কোনো ভালো খবর আসতে পারে। বিলাসিতার জন্য ব্যয় বাড়তে পারে। রক্তচাপের হেরফের হতে পারে। প্রেমে সমস্যা।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
ব্যবসায় আয় বাড়তে পারে। সঞ্চয়ের ব্যাপারে আলাপ আলোচনা। সম্মানহানি হতে পারে। প্রেমযোগ শুভ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
দাম্পত্যে মনোমালিন্য মিটে যাবার সম্ভাবনা। ব্যবসায় শুভ। ধর্মীয় কারণে মনের অশান্তি মিটতে পারে। আর্থিক যোগ শুভ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
ধর্মীয় কাজে অধিক ব্যয় করেও মনে শান্তি। কর্মে উচ্চব্যক্তির সঙ্গে সমস্যা হতে পারে। প্রেমে বাধা।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
খেলাধুলায় জয় লাভ। ব্যবসায় বিপদ। সম্পদ কেনাবেচার দিনটি শুভ। প্রেমের ব্যাপারে অর্থ চাপ আসতে পারে।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
বিবাদের কারণে ক্ষতি হতে পারে। প্রেম নিয়ে মনে উদাসীন ভাব। কর্মে সাফল্য। পথে আঘাত।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
বিবাদে সাহসের পরিচয় দিতে পারেন। ব্যবসায় অশান্তি মিটে যেতে পারে। আত্মীয়ের সঙ্গে অশান্তি বহাল থাকবে।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
অতিরিক্ত কর্মে শরীরে ক্লান্তি বাড়তে পারে। ভোজনে ব্যয় বাড়তে পারে। প্রেম নিয়ে মানসিক সংঘাত।

আপনার মতামত লিখুন :