Barta24

বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯, ৩ শ্রাবণ ১৪২৬

English Version

বৃষে ব্যবসায়িক আর্থিক ক্ষতি, কর্কটে সংকট মুক্তি

বৃষে ব্যবসায়িক আর্থিক ক্ষতি, কর্কটে সংকট মুক্তি
ছবি: বার্তা২৪
জ্যোতিষী রুবাই


  • Font increase
  • Font Decrease

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
ধর্মীয় কাজের জন্য আর্থিক ব্যয়। বিদেশের মাটিতে ধর্মীয়স্থানে ভ্রমণ হতে পারে। অতিথির আগমন। প্রেম শুভ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে। কর্মে আশাপূরণ হতে পারে। বাড়তি ব্যয়ের জন্য পরিবারে বিবাদ। প্রেমে সমস্যা।

মিথুন: (২২মে – ২১ জুন)
রক্তচাপ বা শরীরিক কষ্ট বৃদ্ধির সম্ভাবনা। মাস শেষে পরিবারের সকলে মিলে বিদেশ ভ্রমণের সম্ভবনা। প্রেম শুভ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
ব্যবসায় সংকট থেকে মুক্তি লাভ। বিনিয়োগে আয় বাড়তে পারে। গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতি।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)
আশা ভঙ্গ হতে পারে। সংসারে ধর্মীয় শান্তির বাতাবরন। রক্তচাপ। প্রেমযোগ মিশ্র।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
প্রিয়জনের কাছে শুভ খবর পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে ধর্মীয় আলাপ। কর্মে স্থান পরিবর্তন। প্রেম শুভ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
মিথ্যে অপবাদ থেকে সাবধান থাকুন। প্রেমে বিবাদ। আইনি কাজে চিন্তা বৃদ্ধি। শেয়ারে ব্যয় হতে পারে।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আর্থিক ব্যাপারে আলোচনা। ব্যবসার জন্য দিনটি শুভ। ধর্মীয় বাতাবরনে আবদ্ধ। প্রেম শুভ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কর্মে ক্ষতি। আর্থিক বিষয়ে সাবধান থাকা দরকার। শুভ যোগাযোগ আসতে পারে। ব্যবসায় আয় বৃদ্ধি। প্রেমে সফলতা।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
কর্মস্থানে শত্রু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় চাপ আসার সম্ভাবনা। আয় বৃদ্ধি হলেও সমস্যা থাকবে। প্রেম যোগ শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
সামাজিক কাজের জন্য সুনাম বাড়তে পারে। প্রেমের সমস্যা। ব্যবসায় চিন্তা বৃদ্ধি পাবে। প্রেমযোগ শুভ।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কর্মে সাফল্য। ধর্মীয় কারনে সামাজিক সৌজন্যতা। আর্থিকযোগ মিশ্র। প্রেম নিয়ে মন চঞ্চল থাকবে

আপনার মতামত লিখুন :

মিথুনের পারিবারিক জমায়েত, কন্যার সম্পর্কে জটিলতা

মিথুনের পারিবারিক জমায়েত, কন্যার সম্পর্কে জটিলতা
ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

কাঙ্ক্ষিত সফলতা লাভ। জীবনে শুভ সম্ভাবনার সৃষ্টি হতে পারে। উৎসাহজনক খবর আসতে পারে।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

দিনের শুরুতে কোনো ঘটনা আনন্দিত করে তুলতে পারে। পরিবারের সহায়তায় সাফল্যের রাস্তা খুঁজে পাবেন।

মিথুন: (২২মে – ২১ জুন)

সামাজিক কাজে জড়িয়ে পড়তে পারেন। বিশেষ কাজের জন্য সম্মান বৃদ্ধি। পারিবারিক জমায়েত।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

পরিবারে মনমালিন্য। বাড়িতে আত্মীয়দের উপস্থিতি। প্রেমযোগ শুভ। শিক্ষাযোগে ব্যস্তত।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) 

কর্মক্ষেত্রে মনোবল দ্বারা মোকাবিলা। প্রেমযোগ শুভ। অপরের পারিবারিক সমস্যায় জড়িয়ে পরবেন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

সাফল্যের ক্ষেত্রে পরিচিত মানুষই আপনার বাধা হয়ে দাঁড়াবে। নতুন বন্ধু লাভ। সম্পর্ক নিয়ে জটিলতা।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

বাধা এলেও লক্ষ্য স্থির থাকবেন। সাফল্যের সন্ধান পেতে সময় লাগবে। প্রাপ্য দাবী থেকে বঞ্চিত হতে পারেন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

প্রেমে জটিলতা। সন্তানের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। গুরুজনদের সাথে মতবিরোধ। কর্মে মিশ্রযোগ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

সাময়িক হতাশা। প্রেমযোগ শুভ। গুপ্ত শত্রুতা। যোগ দেখা যাচ্ছে। পারিবারিক সমস্যা নিয়ে বিব্রত।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

প্রেমে নতুন পদক্ষেপ। উপাহার লাভ হতে পারে। দাঁত নিয়ে সমস্যা দেখা দিতে পারে। প্রেমে সফলতা।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

পারিবারিক আনন্দ অনুষ্ঠানে ব্যস্ততা। আপনার সিদ্ধান্ত বন্ধুদের মধ্যে সমালোচিত হতে পারে। প্রেমে মনমালিন্য।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

পারিপার্শ্বিক পরিবেশ আনন্দময়। যোগাযোগের সঠিক ব্যবহারে সফলতা আসবে। যোগাযোগ কাজে লাগিয়ে উন্নতি।

মকরের প্রেমে সফলতা, সিংহের কর্মক্ষেত্রে সাফল্য

মকরের প্রেমে সফলতা, সিংহের কর্মক্ষেত্রে সাফল্য
ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
প্রেমে সাড়া মিলতে নাও পারে। পারিবারিক জীবনে আনন্দের পরিবেশ থাকবে। দিনের মধ্যভাগে জরুরি কাজগুলি সেরে ফেলুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কর্মযোগে ধৈর্য চেষ্টায় সফলতা আনবে। অযথা কোনো কাজ করতে হতে পারে। সন্তানকে নিয়ে ব্যস্ততা।

মিথুন: (২২মে – ২১ জুন)
কাজের পদ্ধতি নিয়ে সমালোচনা হতে পারে। কর্মক্ষেত্রে পরিবেশ মনমত নাও থাকতে পারে। উৎসাহ বজায় রাখতে পারলে উন্নতির আসবে।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
ব্যবসায় পাওনা আদায় নিয়ে সমস্যা বাড়তে পারে। অপ্রত্যাশিত শুভ ঘটনা ঘটতে পারে। আর্থিক বাধা।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)
কর্মক্ষেত্রে সাফল্যের ফলে গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা মুক্তি ঘটবে। সহকর্মীর কারনে কর্মে সফলতা।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা থেকে মুক্তি পাবেন। অগ্রজ কোনো মানুষের শরীর নিয়ে চিন্তা থাকবে। প্রাপ্ত সুযোগের ফলে আর্থিক লাভবান।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
প্রেমে সফলতা। অকর্মণ্য ব্যক্তির কথায় প্রভাবিত হলে সুযোগ হারাতে পারেন।ঘরে বাইরে সামঞ্জস্য বজায় থাকবে।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
প্রেমে মতের অমিল ঘটতে পারে। কর্মযোগে এলোমেলো ভাবে কাজ করা আপনার অপছন্দ হলেও মেনে নিতে হবে।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
দাম্পত্যে শুভ। কর্মক্ষেত্রে আর্থিক যোগ শুভ। খুতখুতে মনোভাব থাকায় মন কিছুটা অশান্ত থাকতে পারে।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
প্রেমে সাফলতা। ব্যবসায়ে পাওনা আদায় হতে পারে। প্রতিপক্ষের অযাচিত ভালবাসা থেকে সতর্ক থাকুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে শুভ খবর আসতে পারে। প্রেমযোগ শুভ। পরিবারের স্বার্থে বিশেষ গোপনীয়তা অবলম্বন করতে হতে পারে।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
পরিবারে গুরুত্ব বাড়বে। সন্ধ্যার পর কিছুটা অশুভ পরিবর্তন হতে পারে। সৃষ্টিশীল কাজে সফলতা লাভ।

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র