Alexa

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা ফজলুল হক মিলন

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা ফজলুল হক মিলন

বিএনপি নেতা ফজলুল হক মিলন, ছবি: সংগৃহীত

ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে কাশিমপুর কারাগার থেকে তাকে জামিনে মুক্ত করা হয় বলে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর গাজিপুরের তার নিজ বাড়ি থেকে আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল। তিনি গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। তৎকালীন পুলিশ জানিয়েছিল ফজলুল হক মিলনের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ৭টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

আপনার মতামত লিখুন :