Alexa

কালুরঘাট সেতুর প্রতিশ্রুতি ছুফিয়ানের

কালুরঘাট সেতুর প্রতিশ্রুতি ছুফিয়ানের

জনসংযোগ করছেন বিএনপি প্রার্থী আবু ছুফিয়ান, ছবি: বার্তা২৪

নির্বাচিত হলে কালুরঘাট সেতুর বাস্তবায়নসহ যাতায়াত ব্যবস্থার আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের বিএনপি প্রার্থী আবু ছুফিয়ান।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বোয়ালখালী উপজেলার আমুমিয়া, আহলা, করলডাঙ্গা ইউনিয়নে গণসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, 'এই এলাকার মানুষের মানুষের দীর্ঘদিনের কষ্ট কালুরঘাট সেতু। নির্বাচনে জয়ী হলে প্রথমেই এটির কাজ শুরু করব। জনগণের মাঝে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সারাদেশে বিএনপি প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে।'

ক্রমেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশক অস্থিতিশীল করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় গায়েবি মামলায় নেতা-কর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দাও জানান তিনি।

গণসংযোগকালে নগর বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, জ্যেষ্ঠ সহ-সভাপতি জানে আলম, সহদপ্তর সম্পাদক ইদ্রিস আলী, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শওকত আলম, বোয়ালখালী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ইসহাক চৌধুরী প্রমুখ।

আপনার মতামত লিখুন :

রাজনীতি এর আরও খবর