Barta24

বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬

English

কোন সিনেমা হলে বসছে শাকিবের মেশিন?

কোন সিনেমা হলে বসছে শাকিবের মেশিন?
শাকিব খান, ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
বার্তাটোয়েন্টিফোর.কম


  • Font increase
  • Font Decrease

দেশের শীর্ষ নায়ক শাকিব খান প্রযোজনা প্রতিষ্ঠানের পর সম্প্রতি খুলেছেন নতুন প্রতিষ্ঠান 'এসকে বিগ স্ক্রিন'। নতুন প্রতিষ্ঠান খুলেই গণমাধ্যমে ঘোষণা দিয়েছেন আসছে ঈদেই ২০০ সিনেমা হলে উন্নতমানের প্রজেকশন মেশিন বসাবেন তিনি। সে খবর বেশ ফলাও করে প্রচারিত হয়েছে গণমাধ্যমে। তবে কোন সিনেমা হলে বসছে শাকিবের এসব মেশিন? এমন প্রশ্নের উত্তর পাওয়া যায়নি এখনো।

জানা গেছে, দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া শুরু থেকেই সিনেমা হলে বিভিন্ন যন্ত্রপাতির ব্যবসা করে আসছে। সেই ব্যবসায় দেশের ৩১২টি সিনেমা হলের সঙ্গে প্রজেকশন মেশিন বসানো বিষয়ক চুক্তি আছে প্রতিষ্ঠানটির। তাহলে হল সংকটের এই সময়ে নতুন করে কোন ২০০ হলে মেশিন বসাচ্ছেন শাকিব খানের প্রতিষ্ঠান।

এই প্রশ্নের উত্তর খুঁজতে শাকিব খানের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক মোঃ ইকবাল সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এখনই কোন মন্তব্য করতে রাজি হয়নি। তবে সিনেমা হল সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, শাকিব খানের এই নতুন প্রতিষ্ঠানের খবর তারা শুধু গণমাধ্যমে দেখেছেন। বাস্তবে ওই প্রতিষ্ঠান থেকে তাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি।

ঈদের আগে ২০০ সিনেমা হলে উন্নতমানের প্রজেকশন মেশিন বসানো অসম্ভব উল্লেখ্য করে নাম প্রকাশে অনিচ্ছুক সিনেমা সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেছেন, মাত্র এই কয়দিনের মধ্যে শাকিব যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়ন করা অসম্ভব। এটা একটি দীর্ঘমেয়াদি আলোচনা আর ব্যবসার বিষয়। আগে হল মালিকদের সঙ্গে বসতে হবে এছাড়া অন্য একটি প্রতিষ্ঠান একই কাজ অনেক দিন ধরে করে আসছে। তাদের হাতে প্রচুর হল রয়েছে এক্ষেত্রে শাকিব খান যেটা বলছেন সেটা করতে অনেকটা সময় লাগবে। তবে সিনেমার জন্য শাকিব খানেই এই উদ্যোগ অত্যন্ত প্রশংসা পাওয়ার যোগ্য।'

এদিকে শাকিবের এমন ঘোষণা প্রসঙ্গে শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেছেন, 'সিনেমার মান উন্নয়নের জন্য শাকিব 'এসকে বিগ স্ক্রিন' তৈরি করেছেন। তার প্রথম উদ্যোগ ২০০ সিনেমা হলে উন্নতমানের প্রজেকশন মেশিন বসানো। তবে সেটা ঈদের আগেই ২০০ সিনেমা হলে বসাতেই হবে এমনটা নয়। শাকিব উদ্যোগ নিয়েছেন বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে। তবে পরিকল্পনা আছে ঈদের আগে কয়েকটি হলে উন্নতমানের প্রজেকশন মেশিন বসানোর।'

আপনার মতামত লিখুন :

বাংলাদেশে মুক্তি পাচ্ছে জিতের ‘প্যান্থার’ ও জয়ার ‘বিনিসুতোয়’

বাংলাদেশে মুক্তি পাচ্ছে জিতের ‘প্যান্থার’ ও জয়ার ‘বিনিসুতোয়’
‘প্যান্থার’ ও ‘বিনিসুতোয়’ ছবির পোস্টার

সাফটা চুক্তির আওতায় কলকাতার আরও দুটি সিনেমা বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে।

গত ১৫ আগস্ট কলকাতায় মুক্তি পাওয়া জিতের ‘প্যান্থার’ ও মুক্তির অপেক্ষায় থাকা জয়া আহসানের ‘বিনিসুতোয়’ সিনেমা দুটি বাংলাদেশে আমদানি করতে যাচ্ছে প্রযোজনা সংস্থা তিতাস কথা চিত্র। প্রযোজনা সংস্থাটির একটি বিশ্বস্ত সূত্র বার্তাটোয়েন্টিফোর.কমকে এমন তথ্য নিশ্চিত করেছে।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/21/1566381220725.jpg

খোঁজ নিয়ে জানা গেছে, শিগগিরই সিনেমা দুটি বাংলাদেশে মুক্তির জন্য সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। প্রথমে মুক্তি পাবে জিতের ‘প্যান্থার’। আর কলকাতার সঙ্গে একইদিনে জয়া আহসানের ‘বিনিসুতোয়’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তিতাস কথা চিত্রের। যদিও এখনো সিনেমা দুইটির একটিও সেন্সর বোর্ডে জমা পড়েনি বলে বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছে সেন্সর বোর্ডের এক সদস্য।

নতুন সিনেমা আমদানি করা প্রসঙ্গে তিতাস কথা চিত্রের কর্ণধার আবুল কালাম আজাদ বার্তাটোয়েন্টিফোর.কম বলেন, ‘আমরা চেষ্টা করছি সিনেমা দুইটি নিয়ে আসার ব্যাপারে। তবে এখনো আমরা নিশ্চিত নই। রোববার নিশ্চিত করে বলতে পারবো।’

‘প্যান্থার’ জিতের ক্যারিয়ারের ৫০তম সিনেমা। এটি প্রযোজনা করেছে জিৎ ফিল্ম ওয়ার্ক। পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ। এতে জিতের বিপরীতে অভিনয় করবেন শ্রদ্ধা দাস।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/21/1566381236239.jpg

এদিকে জয়া আহসানের ‘বিনিসুতোয়’ পরিচালনা করেছেন অতনু ঘোষ। এতে জয়ার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী। এর গল্প লিখেছেন অতনু ঘোষ নিজেই। এতে জয়া আহসানের গানও শুনতে পারবেন দর্শকরা।

বাবার নকল

বাবার নকল
জেইন ও শহিদ কাপুর

সম্প্রতি ছেলে জেইনের ছবির সঙ্গে নিজের ছোটবেলার একটি ছবি জোড়া দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শহিদ কাপুর। যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

শহিদের ছোটবেলার ছবি এবং জেইনের ছবিটি দেখলে প্রথমে বোঝার উপায় নেই এটি আলাদা দু’জন মানুষ।

শেয়ার করা ছবিটির ক্যাপশনে শহিদ কাপুর লিখেছেন- ‘বাবার মতোই ছেলে।’
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/21/1566378889530.jpg

ছবিটির নীচে একজন মন্তব্য করে লিখেছেন, ‘একদম নকল।’ আরেকজন কারিনা কাপুর খান ও সাইফ আলি খানের ছেলে তৈমুর আলি খানের সঙ্গে তুলনা করে লিখেছেন- ‘প্রথম ছবিটি তৈমুর এবং দ্বিতীয়টি তুমি।’

পরিচালক সিদ্ধার্থ মালহোত্রা লিখেছেন, ‘রঙ ছাড়া আর কোন ভিন্নতা খুঁজ পাচ্ছি না আমি।’

সবশেষ ‘কবির সিং’ ছবিতে দেখা গেছে শহিদ কাপুরকে। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন কিয়ারা আদভানি। বক্স অফিসে সুপার হিট হয়েছে ছবিটি।

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র