Alexa

‘স্বপ্নে দেখেছি’ গেয়ে গানের ভুবনে প্রমা

‘স্বপ্নে দেখেছি’ গেয়ে গানের ভুবনে প্রমা

প্রমা ইসলাম, ছবি: সংগৃহীত

ছোটবেলা থেকেই গানের সঙ্গে সখ্য প্রমা ইসলামের। বুঝতে শেখার পর থেকেই সংগীত নিয়ে স্বপ্নের বীজ বুনতে শুরু করেন। এবারের ঈদে প্রকাশিত হলো তার প্রথম মৌলিক গানের ভিডিও ‘স্বপ্নে দেখেছি’। ঢাকার বিভিন্ন স্থানে এর চিত্রায়ন হয়েছে।

মনিকা দাসের কথায় গানটির সুর করেছেন পুজন দাস। সঙ্গীতায়োজনে এস আই খোকন। ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে গত ৩১ মে প্রকাশিত হয় ভিডিওটি। পাশাপাশি গানটি শোনা যাচ্ছে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব ও রবি স্প্ল্যাশে।

প্রমা বলেন, ‘স্বপ্নে দেখেছি আমার অনেক পছন্দের। এটি একটি প্রেমের গান।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/09/1560088531761.jpg

অনেকের কাছে গানের তালিম নিয়েছেন প্রমা। তাদের মধ্যে আছেন ওস্তাদ নওয়াব আলী, ক্ষিতিশ চন্দ্র মল্লিক, আরিফুল ইসলাম মিঠু, সৈয়দ আব্দুল হাদী, ফেরদৌস আরা, পুজন দাস।

২০০৪ সালে বিটিভির ‘নক্ষত্রের আলো’ অনুষ্ঠানের মাধ্যমে টিভিতে সংগীত পরিবেশনের প্রথম অভিজ্ঞতা হয় প্রমার। নিয়মিত নজরুল গীতির চর্চা করেন তিনি। গানের সঙ্গেই নিয়মিত থাকার ইচ্ছে তার।

আপনার মতামত লিখুন :