Alexa

বাবা হচ্ছেন কপিল শর্মা

বাবা হচ্ছেন কপিল শর্মা

কপিল শর্মা ও গিন্নি ছত্রাত

প্রেমিকা গিন্নি ছত্রাতের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পর একে পর এক সুখবর আসছে কপিল শর্মার জীবনে।

কিছুদিন আগে ভারতের জনপ্রিয় এই কমেডিয়ানের সঞ্চালিত অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’ শীর্ষ স্থান দখল করে নেয়। এরপর স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসেবে ‘ওয়ার্ল্ড বুক অব রেকর্ড’ লন্ডন পুরস্কারে সম্মানিত করা হয় কপিলকে।

এবার শোনা যাচ্ছে- শিগগিরই প্রথম সন্তানের বাবা হতে যাচ্ছেন কপিল শর্মা। যদিও এ বিষয়ে এখনও পর‌্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

তবে বিষয়টি নিশ্চিত করে কপিল শর্মার এক ঘনিষ্ঠসূত্র জানান- অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি পরিবারের সদস্যদের কিছুদিন আগেই জানিয়েছেন গিন্নি। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর প্রথম সন্তানকে স্বাগত জানাবেন তারা। নতুন অতিথিকে স্বাগত জানানোর জন্য এরইমধ্যে সকল প্রস্তুতি শুরু করে দিয়েছেন দুই পরিবারের সদস্যরা।

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর গত ১২ ডিসেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হন গিন্নি ছত্রাত ও কপিল শর্মা।

আপনার মতামত লিখুন :