Alexa

খলনায়িকা ঐশ্বরিয়া

খলনায়িকা ঐশ্বরিয়া

ঐশ্বরিয়া রাই বচ্চন

মনিরত্নম পরিচালিত ‘গুরু’ ও ‘ইরুভার’-এ অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সবশেষ ২০১০ সালে মনিরত্নমের ‘রাবণ’-এ দেখা গেছে অ্যাশকে। এরপর আর একসঙ্গে কোনো ছবিতে কাজ করেননি এই জুটি।

৯ বছর পর আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন মনিরত্নম-ঐশ্বরিয়া। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/16/1558003385563.jpg

জানা গেছে- শিগগিরই একটি প্রিরিয়ড ড্রামা নির্মাণ করতে যাচ্ছেন মনিরত্নম। আর সেখানে নায়িকা নয়, খলনায়িকা হিসেবে পাওয়া যাবে সাবেক এই সুন্দরীকে।

নাম ঠিক না হওয়া ছবিটিতে নায়ক-নায়িকা কে হবেন তা এখনও জানানো হয়নি।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/16/1558003401882.jpg

সবশেষ ‘ফান্নে খান’ ছবিতে দেখা গেছে ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন অনিল কাপুর ও রাজকুমার রাও। কিন্তু বক্স অফিসে সফলতার মুখ দেখেনি ছবিটি।

আপনার মতামত লিখুন :