Alexa

যার কারণে নাম পাল্টেছেন কিয়ারা

যার কারণে নাম পাল্টেছেন কিয়ারা

সালমান খান ও কিয়ারা আদভানি

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ২০১৪ সালে আব্বাস-মস্তান জুটি পরিচালিত ‘মেশিন’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন। এরপর ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে অভিনয়ের সুবাদে সকলের নজর কাড়েন তিনি।

ছবিতে অভিনয়ের পাশাপাশি, ‘লাস্ট স্টোরিজ’ নামে একটি ওয়েব সিরিজেও কাজ করেছেন কিয়ারা আদভানি। এতে অভিনয়ের সুবাদে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিলেন কিয়ারা। ওয়েব সিরিজে তার একটি দৃশ্য নেটদুনিয়ায় তোলপাড় শুরু করে দিয়েছিলো।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/13/1557731622479.jpgতবে কিয়ারার নাম বদলের ইতিহাস জড়িয়ে রয়েছে ‘ফাগলি’ ছবির সঙ্গে। ছবির একটি গানে দেখা গিয়েছিল সালমান খানকে। ছবির অভিনেত্রীর নাম ছিল আলিয়া আদভানি। কিন্তু ততদিনে আলিয়া ভাট বলিউডে ডেবিউ করে ফেলেছিলেন। তাই একই নামে দু’জন অভিনেত্রী থাকলে হতেই পারে ভ্রান্তিবিলাস। তাই সালমানের নির্দেশেই আলিয়া আদভানি হয়ে যান কিয়ারা আদভানি। তারপর থেকে এই নামটি ব্যবহার করে আসছেন ২৬ বছর বয়সী এই অভিনেত্রী।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/13/1557732009202.jpgসম্প্রতি ‘ফিট আপ উইথ দ্য স্টারস’-এর দ্বিতীয় মৌসুমে হাজির হয়েছিলেন কিয়ারা আদভানি। আর সেখানেই এসব কথা জানান বলিউডের এই অভিনেত্রী।

আপনার মতামত লিখুন :