Barta24

বুধবার, ২১ আগস্ট ২০১৯, ৬ ভাদ্র ১৪২৬

English

নির্মাতা হাসিবুল ইসলাম মিজান আর নেই

নির্মাতা হাসিবুল ইসলাম মিজান আর নেই
হাসিবুল ইসলাম মিজান
বিনোদন ডেস্ক


  • Font increase
  • Font Decrease

না ফেরার দেশে পাড়ি জমালেন নির্মাতা হাসিবুল ইসলাম মিজান। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি বনশ্রী নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসিবুল ইসলাম মিজানের মেয়ে শর্মিলা ইসলাম সুমি বিষয়টি নিশ্চিত করে জানান, বাবা পুরোপুরি সুস্থ ছিলেন। তার কোনো অসুখ ছিলো না। হঠাৎ করে তিনি চলে গেলেন।

হাসিবুল ইসলাম মিজানের নির্মিত সিনেমাগুলোর মধ্যে ‘আমার স্বপ্ন তুমি’ ছিলো সবচেয়ে ব্যবসা সফল। এতে শাকিব খান ও শাবনূর জুটি বেঁধে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন।

এছাড়া ‘কপাল’, ‘জন্ম’ ও ‘হৃদয়ে আছো তুমি’র মতো জনপ্রিয় ছবিও নির্মাণ করেছেন তিনি।

আপনার মতামত লিখুন :

বাবার নকল

বাবার নকল
জেইন ও শহিদ কাপুর

সম্প্রতি ছেলে জেইনের ছবির সঙ্গে নিজের ছোটবেলার একটি ছবি জোড়া দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শহিদ কাপুর। যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

শহিদের ছোটবেলার ছবি এবং জেইনের ছবিটি দেখলে প্রথমে বোঝার উপায় নেই এটি আলাদা দু’জন মানুষ।

শেয়ার করা ছবিটির ক্যাপশনে শহিদ কাপুর লিখেছেন- ‘বাবার মতোই ছেলে।’
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/21/1566378889530.jpg

ছবিটির নীচে একজন মন্তব্য করে লিখেছেন, ‘একদম নকল।’ আরেকজন কারিনা কাপুর খান ও সাইফ আলি খানের ছেলে তৈমুর আলি খানের সঙ্গে তুলনা করে লিখেছেন- ‘প্রথম ছবিটি তৈমুর এবং দ্বিতীয়টি তুমি।’

পরিচালক সিদ্ধার্থ মালহোত্রা লিখেছেন, ‘রঙ ছাড়া আর কোন ভিন্নতা খুঁজ পাচ্ছি না আমি।’

সবশেষ ‘কবির সিং’ ছবিতে দেখা গেছে শহিদ কাপুরকে। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন কিয়ারা আদভানি। বক্স অফিসে সুপার হিট হয়েছে ছবিটি।

নতুন ব্যোমকেশ হয়ে আসছেন পরমব্রত

নতুন ব্যোমকেশ হয়ে আসছেন পরমব্রত
পরমব্রত চট্টোপাধ্যায়

কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে এবার দেখা যাবে ব্যোমকেশ চরিত্রে। সবকিছু ঠিক থাকলে আসছে পূজায় তিনি সত্যান্বেষী ব্যোমকেশ হয়ে হাজির হবেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

এবারের ব্যোমকেশ পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে তাকে গাইড করছেন অঞ্জন দত্ত। ‘মগ্নমৈনাক’ অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন অঞ্জন। এর নাম রাখা হচ্ছে ‘সত্যান্বেষী ব্যোমকেশ’।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/21/1566377301329.jpg

এর আগে শরদিন্দুর একই গল্প অবলম্বনে ২০০৯ সালে স্বপন ঘোষাল ব্যোমকেশকে নিয়ে সিনেমা তৈরি করেন। সেই সিনেমার নাম ছিলো ‘মগ্নমৈনাক’।

জানা গেছে, পরমের সঙ্গে ডা. অজিত চরিত্রে দেখা যাবে অভিনেতা রুদ্রনীল ঘোষকে। আরও আছেন নবাগতা আয়োশী তালুকদার ও সুপ্রভাত।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/21/1566377313741.jpg

ব্যোমকেশের চরিত্রে সুযোগ পেয়ে পরমব্রত চট্টোপাধ্যায় গণমাধ্যমে জানিয়েছে, ‘প্রস্তুতি বলতে প্রথমে গল্পটা পড়া। দ্বিতীয়ত, অঞ্জনদার লেখা চিত্রনাট্য পড়ে চরিত্রটার দৃষ্টিভঙ্গি বোঝা। আর শেষ কয়েক বছরে দর্শক যেভাবে ব্যোমকেশকে দেখেছেন, সেই ভাবটার কাছাকাছি থেকেও নতুনত্ব বের করে আনা।’

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র