Alexa

ক্লাস ওয়ান থেকে আমার শোবিজ যাত্রা শুরু: পূজা

ক্লাস ওয়ান থেকে আমার শোবিজ যাত্রা শুরু: পূজা

পূজা চেরি, ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পূজা চেরি। খুব অল্প সময়ের মধ্যে ঢালিউডে নিজের ভালো একটা অবস্থান তৈরি করেছেন। ক্যারিয়ারের ঝুলিতে এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমা জমা পড়লেও, নায়িকা হিসেবে চারটি সিনেমা মুক্তি পায় তার।

যার মধ্যে দেশের একক প্রযোজনার পাশাপাশি যৌথ প্রযোজনার সিনেমাতেও দেখা গেছে তাকে। চলতি বছর ‘প্রেম আমার টু’ সিনেমাটি মুক্তি পায় পূজার।

যৌথ প্রযোজনার এই সিনেমাটি দেশের পাশাপাশি কলকাতাতেও বেশ প্রশংসিত হয়েছে।

এখন পর্যন্ত পূজার সবগুলো সিনেমা জাজ মাল্টিমিডিয়া থেকে মুক্তি পেলেও তার পরবর্তী সিনেমাটি জাজ-এর বাইরে।

প্রথমবারের মতো জাজ-এর বাইরে সিনেমায় অভিনয় প্রসঙ্গে এই নায়িকা বলেন, ‘একজন শিল্পী হিসেবে আমি স্বাধীনভাবে কাজ করতে চাই। এটি খুবই স্বাভাবিক বিষয়। নতুন এই সিনেমাটি প্রসঙ্গে শিগগিরই আমি সবাইকে জানাবো। এ বছরে দর্শকদের জন্য এটি আমার চমক।’

সাধারণত জাজ-এর সাথে যাদের কাজ করতে দেখা যায় তারা এর বাইরে সিনেমায় অভিনয় করলে উল্লেখিত প্রতিষ্ঠান থেকে বের হয়ে নতুন প্রযোজনায় কাজ শুরু করেন।

পূজার ক্ষেত্রেও কী এমনটা হয়েছে কি-না, সেই প্রসঙ্গে পূজা বলেন, ‘এমন কোনো কিছু নয়। জাজ আমাকে সবসময় স্বাধীনতা দিয়েছে। আজকে আমাকে সবাই চেনে জাজ-এর মধ্য দিয়ে। এখানে আমি অবশ্যই কাজ করব। কারণ এমন কোনো চুক্তি আমার সাথে হয়নি। ভালো কাজের জন্য জাজ আমাকে উৎসাহিত করেছে।’

খুব অল্প বয়সে শোবিজে ক্যারিয়ার শুরু করেন পূজা। ক্যারিয়ারে নিজের সফলতার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘এটি বেশ আনন্দেও বিষয়। এত অল্প বয়সে আমি দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি। ক্লাস ওয়ান থেকে আমার শোবিজ যাত্রা শুরু। তখন থেকে আজ নায়িকা হিসেবে অভিনয় আমার জন্য অনেক বড় একটি পাওয়া। আমি কৃতজ্ঞ সবার প্রতি, যারা আমার এই পথচলায় সাথে রয়েছেন।’

আপনার মতামত লিখুন :