Alexa

করণের জন্য বানসালিকে হারালেন আলিয়া?

করণের জন্য বানসালিকে হারালেন আলিয়া?

সঞ্জয়লীলা বানসালি, আলিয়া ভাট ও করণ জোহর

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

করণের হাত ধরেই হয়েছে তার বলিউড অভিষেক।

আলিয়ার অভিনীত প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’।

মুক্তি পায় ২০১২ সালে।

এতে আলিয়ার সহশিল্পী ছিলেন বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/14/1536917378478.jpg

এখন অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবির কাজ করছেন তিনি।

এতে তার সহশিল্পী প্রেমিক রণবীর কাপুর।

‘ব্রক্ষ্মাস্ত্র’ শেষে করণের ‘কলঙ্ক’ ছবির কাজে হাত দেবেন আলিয়া।

অনেক আগেই দেওয়া হয়েছিলো সে ঘোষণা।

চমকপ্রদ তথ্য হলো-

‘কলঙ্ক’র আগে নাকি সঞ্জয়লীলা বানসালির একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন আলিয়া।

কিন্তু করণ জোহরের ‘কলঙ্ক’ ছবির প্রস্তাব পাওয়ার পর বানসালির ছবির প্রস্তাবটি ফিরিয়ে দেন মহেশকন্যা।

এদিকে, বানসালির বেশিরভাগ ছবির নায়িকা হিসেবে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে।

তবুও তাকে বাদ দিয়ে আলিয়াকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জনপ্রিয় এই পরিচালক।

কিন্তু আলিয়া করণের ছবিটির জন্য হ্যা করায় বানসালিকে হারাতে হলো তাকে।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/14/1536917397304.jpg

এখন ভবিষ্যতে বানসালি আলিয়ার সঙ্গে কাজ করবেন কিনা সেটাই দেখার অপেক্ষা।

করণ জোহরের ‘তাখত’ ছবিতেও কাজের প্রস্তাব পেয়েছেন আলিয়া।

এতে তিনি সহশিল্পী হিসেবে পাবেন অনিল কাপুর, কারিনা কাপুর খান, রণবীর সিং ও জানভী কাপুর।

আপনার মতামত লিখুন :