ছবিতে 'জলাবদ্ধতায় ভেসে গেল ঈদের আনন্দ'



সুমন শেখ,স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি : সুমন শেখ

ছবি : সুমন শেখ

  • Font increase
  • Font Decrease

ঈদের দিন নামাজের আগেই রাজধানীতে শুরু হয় মুষলধারে বৃষ্টি। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই বৃষ্টিতে বিভিন্ন সড়কে সৃষ্ট হয় জলাবদ্ধতা। যার ফলে রাজধানীর অনেক সড়কে পানি জমে যায়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/05/1559738041344.jpg

তীব্র গরমে বৃষ্টি কিছুটা শান্তি আনলেও অস্বস্তিতে ফেলেছে জলাবদ্ধতা। বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর অধিকাংশ সড়ক।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/05/1559738214220.jpg

ফাঁকা ঢাকায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পরিবহনে সময় কম লাগলেও বৃষ্টির বাধার মুখে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীর।

 https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/05/1559738490052.jpg

ঈদের দিন আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বাসা থেকে বের হলেও বৃষ্টির কারণে বেশ দুর্ভোগে পোহাতে হয় নগরবাসীকে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/05/1559738551112.jpg

রাস্তায় পানি জমে থাকার কারণে গাড়ি আসলেই গায়ে ছিটে আসছে ময়লা পানি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/05/1559738631318.jpg

রাস্তায় জমে থাকা পানির কারণে কিছু জায়গায় যানবাহন বিকল হয়ে পড়ে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/05/1559738698993.jpg

দুই ঘণ্টাব্যাপী মুষলধারে বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ সড়কে সৃষ্ট হয় জলাবদ্ধতা। 

   

অবিরাম বৃষ্টিতে ঘরবন্দী কুড়িগ্রামের জনজীবন



কল্লোল রায়, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
বৃষ্টিতে ঘরবন্দী মানুষ। আশা নিয়ে বের হলেও আয়ের মুখ দেখছেন না দিনমজুররা

বৃষ্টিতে ঘরবন্দী মানুষ। আশা নিয়ে বের হলেও আয়ের মুখ দেখছেন না দিনমজুররা

  • Font increase
  • Font Decrease
বৃষ্টিতে থেমে নেয় ভিক্ষুক দুলালের জীবন। ছাতা মাথায় বেরিয়ে পড়েছেন নিজের ভাঙ্গা ভ্যান নিয়ে। চিলমারি বাজার: ২৪ সেপ্টেম্বর
ছবি: বার্তা২৪.কম

 

রাস্তাঘাটে জমেছে পানি, সবাই ঘর বন্দী হলেও ঘরে বসে থাকতে পারছেন না দিনমজুররা। কলেজ মোড়, কুড়িগ্রাম: ২৪ সেপ্টেম্বর
ছবি: বার্তা২৪.কম

 

কুড়িগ্রামে প্রচলিত দুই চাকার ঘোড়ার গাড়ি। বৃষ্টিস্নাত চিলমারীর জোড়গাছ সড়ক: ২৪ সেপ্টেম্বর
ছবি: বার্তা২৪.কম