Alexa

ফখরুলের আসনে আ'লীগের মনোনয়ন ১৬-১৭ মে

ফখরুলের আসনে আ'লীগের মনোনয়ন ১৬-১৭ মে

ছবি: সংগৃহীত

বগুড়া-৬ সংসদীয় আসনের উপ-নির্বাচন ও পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের আগামী ১৬ ও ১৭ মে ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সোমবার (১৩ মে) দলীয় দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বগুড়া-৬ সংসদীয় আসনের উপ-নির্বাচন ও পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের আগামী ১৬ ও ১৭ মে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করতে বলা হয়েছে।

আর এই সংগৃহীত ফরম ১৮ মে বিকাল ৫টার মধ্যে জমা দেওয়ার অনুরোধও করা হয়েছে।

এই নিয়ে আগামী ১৯ মে বিকেলে দলের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হবে।

এ সভায় সভাপতিত্ব করবেন সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

বিজ্ঞপ্তিতে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ ও সংশ্লিষ্ট সকলকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানান হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল সংসদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেওয়ায় বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: ফখরুলের আসন শূন্য ঘোষণা

আপনার মতামত লিখুন :