Alexa

ধামরাইয়ে স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ ১৭ এপ্রিল

ধামরাইয়ে স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ ১৭ এপ্রিল

ধামরাইয়ে স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ ১৭ এপ্রিল। ছবি: প্রতীকী

চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ধামরাইয়ে স্থগিত একটি কেন্দ্রের ভোটগ্রহণ আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার আবুল কালাম আজাদ।

তিনি জানান, নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তে আগামী ১৭ এপ্রিল (বুধবার) স্থগিত ওই কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রটিতে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ৩১ মার্চ উপজেলা পরিষদের নির্বাচনের সময় ধামরাইয়ের কান্দাপটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম ও জাল ভোট দেয়ার অভিযোগে ভোটগ্রহণ বন্ধ করা হয়। ওই সময় আবুল বাশার নামে এক প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়েছিল।

আপনার মতামত লিখুন :