Alexa

আরও তিন এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ

আরও তিন এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ

ছবি: বার্তা২৪.কম

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সরকারি দলের আরও তিন জন সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৩০ মার্চ) ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে তাদের বিরুদ্ধে বিধি লঙ্ঘন করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের কথা বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্থানীয় নির্বাচনে এলাকায় অবস্থান ও প্রচারে অংশ নেওয়া আচরণবিধির লঙ্ঘন।

যে তিন এমপিকে এলাকা ছাড়তে বলা হয়েছে তারা হলেন- ময়মনসিংহ-৯ আসনের আনোয়ারুল আবেদীন খান, যশোর-৪ আসনের রনজিত কুমার রায় ও নোয়াখালী-৪ আসনের মোহাম্মদ একরামুল করিম চৌধুরী।

এর আগে, ২০ জন সংসদ সদস্যকে একই নির্দেশনা দিয়েছিল ইসি। এছাড়াও সংসদ সদস্যরা যাতে আচরণবিধি ভঙ্গ না করেন, সেই ব্যবস্থা নিতে স্পিকারকেও চিঠি দিয়েছিল সংস্থাটি।

উল্লেখ্য, আগামিকাল চতুর্থ ধাপে ১০৭ উপজেলায় ভোটগ্রহণ হবে।

 

আপনার মতামত লিখুন :