Alexa

'মোবাইলে প্রতিদিন ১০২৪ কোটি টাকা লেনদেন হয়'

'মোবাইলে প্রতিদিন ১০২৪ কোটি টাকা লেনদেন হয়'

ছবি: বার্তা২৪.কম

মোবাইলে প্রতিদিন ১০২৪ কোটি টাকা লেনদেন হয় এর ফলে সামনের যুগ ডিজিটাল এবং আইসিটির যুগ বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীতে অবস্থিত সের্টি়ং সেন্টার উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, 'আগে মানুষ হাতে দেখে সুতো ধরে পণ্য কিনতো, কিন্তু এখন অনলাইন থেকে সব পণ্যের অর্ডার দিতে পারছেন। আমাদের হাতে যে মোবাইল রয়েছে সে মোবাইল থেকে প্রতিদিন ১০২৪ কোটি টাকা লেনদেন হয়। এর ফলে বোঝা যাচ্ছে সামনের যুগ ডিজিটাল এবং আইসিটি এর যুগ।' 

অনুষ্ঠানে দারাজ বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক জানান, আমরা দেশের বৃহত্তম শপিং সেন্টারে সফলভাবে উদ্বোধন করতে পেরে আনন্দিত আর এটা অনেকটা সম্ভব হয়েছে কাস্টমারদের দ্বারা যে প্রতি অগাধ ভালবাসা ও বিশ্বাস রাখার কারণে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারাজের গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার বিয়ারকে মিক্কেলসেন এবং জনাথন ডোয়ার। এছাড়া উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হকসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা

আপনার মতামত লিখুন :