Barta24

সোমবার, ২৬ আগস্ট ২০১৯, ১১ ভাদ্র ১৪২৬

English

সালিশে উত্তেজিত হ‌য়ে মৃত্যু

সালিশে উত্তেজিত হ‌য়ে মৃত্যু
ছবি: সংগৃহীত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
বার্তাটোয়েন্টিফোর.কম
টাঙ্গাইল


  • Font increase
  • Font Decrease

‌টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে গ্রাম্য সমাজ নি‌য়ে সালিশি বৈঠ‌কে তর্কাতর্কির এক পর্যায়ে উত্তেজিত হ‌য়ে হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে একজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। নিহত মান্নান মন্ডল (৬৫) উপ‌জেলার গাবসারা ইউনিয়নের ডিগ্রীর চর গ্রা‌মের বা‌সিন্দা।

একই ঘটনায় ইউপি সদস্য সুরুজ্জামান দুল্লু ও শিক্ষক স্বপন মোল্ল্যা অসুস্থ হ‌লে তা‌দের উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হয়।

মঙ্গলবার (১৪ আগস্ট) বিকা‌লে উপ‌জেলার ডিগ্রির চর এলাকায় এই ঘটনা ঘ‌টে।

গাবসারা ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান ম‌নিরুজ্জামান ম‌নির জানান, গ্রা‌মের সমাজ নি‌য়ে এলাকার গণ্যমান্যরা সালিশে ব‌সেন। এ সময় সালিশে তর্কাতর্কির এক পর্যায়ে মান্নান উত্তেজিত হ‌লে হৃদ‌রো‌গে আক্রান্ত হয়। প‌রে তা‌কে উদ্ধার ক‌রে ভুঞাপুর স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নেয়ার প‌থে তার মৃত্যু হয়।

এছাড়া ওই সালিশে ইউপি সদস্য দুল্লু ও শিক্ষক স্বপন একই রো‌গে আক্রান্ত হন। তা‌দের হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

আপনার মতামত লিখুন :

ম্যাবের নতুন সভাপতি নীলফামারী পৌরসভার মেয়র কামাল আহমেদ 

ম্যাবের নতুন সভাপতি নীলফামারী পৌরসভার মেয়র কামাল আহমেদ 
নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, ছবি: সংগৃহীত

মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব’র সভাপতি নির্বাচিত হয়েছেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ।

ম্যাবের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্বাহী সভাপতি দেওয়ান কামাল আহমেদকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় এবং নতুন সভাপতি হিসেবে মেয়র কামাল রোববার (২৫ আগস্ট) থেকে তার দায়িত্বভার গ্রহণ করেন।

সারাদেশের সকল পৌরসভার মান উন্নয়নে সার্বিকভাবে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নব নির্বাচিত ম্যাব সভাপতি দেওয়ান কামাল আহমেদ।

উল্লেখ্য যে, বাংলাদেশের ৩২৯টি পৌরসভার মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব গঠিত। ২০০৩ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে পৌরসভার উন্নয়ন প্রকল্পে ১১টি রিজিওনে কাজ করে আসছে ম্যাব।

পাবনায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

পাবনায় অস্ত্রসহ যুবক গ্রেফতার
অস্ত্রসহ গ্রেফতারকৃত যুবক, ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলার মুনসিকপুর গ্রামে অবৈধ অস্ত্র বেচা-কেনার সময় সজিবুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় রিভলবার উদ্ধার করা হয়।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

র‌্যাব জানায়, র‌্যাবের পাবনা ক্যাম্পের বিশেষ অভিযানিক টিম গোপন সূত্রে জানতে পারে ঈশ্বরদী উপজেলার মুনসিকপুর গ্রামে দুইজন ব্যক্তি অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে বেচা-কেনা করার লক্ষ্যে অবস্থান করছে। এ সময় র‌্যাব ওই স্থানে অভিযানে গেলে দু’জনেই পালানোর চেষ্টা করে। তবে সজিবু ইসলাম নামে একজনকে আটক করা হয়। পলাতক অপর ব্যক্তি একই উপজেলার চাঁদপুর গ্রামের ফিরোজ মোল্লার ছেলে বিপুল মোল্লা।

র‌্যাবের দাবি, দু’জনেই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র বেচা-কেনার সঙ্গে জড়িত এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ ঘটনায় আটককৃতকে ঈশ্বরদী থানায় সোর্পদ করা হয়। সোমবার দুপুরে ঈশ্বরদী থানা পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র