Barta24

মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯, ৫ ভাদ্র ১৪২৬

English

হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে ৮-১০ টাকা

হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে ৮-১০ টাকা
হিলি স্থলবন্দর, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
বার্তাটোয়েন্টিফোর.কম
হিলি (দিনাজপুর)


  • Font increase
  • Font Decrease

ঈদকে সামনে রেখে ২ দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। কেজি প্রতি ৮ থেকে ১০ টাকা বৃদ্ধির খবর পাওয়া গেছে। ভারত থেকে আমদানি কম হওয়ায় দাম বেড়েছে বলে বার্তাটোয়েন্টিফোর.কমকে জানিয়েছেন আমদানিকারকসহ বন্দর সংশ্লিষ্টরা।

বুধবার (৭ আগস্ট) আমদানি করা ভারতীয় পেঁয়াজ বন্দরের মোকামগুলোতে পাইকারি বিক্রি হয়েছে ১৮ থেকে ২০ টাকা কেজিতে। আজ শুক্রবার (৯ আগস্ট) বিক্রি হয়েছে ২৬ থেকে ২৮ টাকা দরে। আর এসব আমদানি করা পেঁয়াজ আবার খুচরা বাজারে প্রকারভেদে ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

হিলি বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা রাসেদুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, দুইদিন আগে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ১৮ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে আর আজ (শুক্রবার) বিক্রি করতে হচ্ছে ২৮ টাকা কেজি দরে। তিনি আরও জানান, গতকাল বৃহস্পতিবার পোর্ট বন্ধ হওয়ায় এবং পেঁয়াজের আমদানি কম হওয়ায় পেঁয়াজের দাম বেশি।

খুচরা বিক্রেতা জনি বার্তাটোয়েন্টিফোর.কমকে জানায়, গত দুদিন আগে পাইকারি বাজার থেকে যে দামে পেঁয়াজ কিনেছি তা আজ ৮ থেকে ১০ টাকা বেশি ধরে কিনতে হচ্ছে। পেঁয়াজের দাম বেশি হওয়ায় বিপাকে পড়ছে ক্রেতারা।

আপনার মতামত লিখুন :

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৮৮জন ডেঙ্গু রোগী শনাক্ত

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৮৮জন ডেঙ্গু রোগী শনাক্ত
চুয়াডাঙ্গা মানচিত্র, ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঈদের ছুটিতে ডেঙ্গু রোগীর চাপ কমলেও আবারও হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে। গত ৩২ ঘণ্টায় হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১১ জন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য খোলা হয়েছে আলাদা ৩টি ডেঙ্গু কর্নার।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শামীম কবীর জানান রোগীরা রাজধানী ঢাকা থেকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। সদর হাসপাতালে গত মাসের ২৭ জুলাই থেকে চলতি সপ্তাহের মঙ্গলবার (২০ আগস্ট) পর্যন্ত ৮৮ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অনেক ডেঙ্গু আক্রান্ত রোগী এরই মাঝে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলেও জানান হাসপাতালের সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান।

সিরাজগঞ্জে বাসচাপায় নিহত ১, আহত ৬

সিরাজগঞ্জে বাসচাপায় নিহত ১, আহত ৬
সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হতাহতদের

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জের নলকায় বাসচাপায় ওয়াজেদ আলী (৪৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হন।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিস্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, ঢাকা থেকে রংপুরগ্রামী একটি বাস ইটবাহী একটি ট্রাককে ধাক্কা দিলে ট্রাকটি একটি ভ্যানকে চাপা দেয়।

এতে ভ্যানের চালকসহ ৭ জন আহত হন। হাসপাতালে নেওয়ার পর ওয়াজেদ আলী নামে এক ব্যক্তি মারা যান।

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র