Barta24

শনিবার, ২৪ আগস্ট ২০১৯, ৯ ভাদ্র ১৪২৬

English

হবিগঞ্জে পানিতে ডুবে একদিনে ৩ শিশুর মৃত্যু

হবিগঞ্জে পানিতে ডুবে একদিনে ৩ শিশুর মৃত্যু
হবিগঞ্জ জেলার ম্যাপ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
বার্তাটোয়েন্টিফোর.কম
হবিগঞ্জ


  • Font increase
  • Font Decrease

হবিগঞ্জের দুই উপজেলায় পানিতে ডুবে একদিনে ৩ শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত নবীগঞ্জ ও মাধবপুর উপজেলার পৃথকস্থানে ঘটনাগুলো ঘটে। 

নিহত শিশুরা হলো- মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সমজদিপুর গ্রামের ওমান প্রবাসী তাজুল ইসলামের মেয়ে তাহমিনা আক্তার (৩), নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের মিজানুর রহমানের ছেলে আব্দুর রহমান (২) ও একই উপজেলার করগাঁও ইউনিয়নের জন্তুরী গ্রামের জসিম উদ্দিনের মেয়ে তামান্না আক্তার (৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলার সমজদিপুরের তাহমিনা খেলাধুলার এক পর্যায়ে বাড়ির সকলের অগোচরে পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুজির এক পর্যায়ে তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়। পরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একইদিন বিকেলে নবীগঞ্জ উপজেলার দত্তগ্রামের শিশু আব্দুর রহমান পরিবারের লোকজনের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। সাথে সাথে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে- একই উপজেলায় করগাঁও ইউনিয়নের জন্তুরী গ্রামে মঙ্গলবার সকালে তামান্না আক্তার নামের ৩ বছরের শিশুকে দীর্ঘক্ষণ ধরে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন পরিবারের লোকজন। এক পর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান ও নবীগঞ্জ থানার ওসি মো. ইকবাল হোসেন পৃথক এই ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :

ফরিদপুরে ব্রিজের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৬

ফরিদপুরে ব্রিজের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৬
হতাহতদের উদ্ধারের কাজ করছেন স্থানীয়সহ ফায়ার সার্ভিসের কর্মীরা ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ফরিদপুর সদর উপজেলায় ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে ছয় যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

শনিবার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ধুলদী রেলগেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/24/1566638875062.JPG

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এবিএম মমতাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হতাহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধারের প্রতীকী ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিখোঁজের ৩ দিন পর রাজিব খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার হরিনাহাটির পয়সারহাট-ঘাঘর খাল থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবক রাজিব খান কোটালীপাড়া উপজেলার পশ্চিম হরিনাহাটি গ্রামের পিন্টু খানের ছেলে।

আরও পড়ুন: ১৮ দিনেও উদ্ধার হয়নি শিশু মুরসালিন, গ্রেফতার ২

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: লুৎফর রহমান জানান, গত বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ি থেকে বের হন রাজিব। এরপর নিখোঁজ হলে পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি।

আজ শনিবার সকাল ১১টার দিকে বাড়ির পাশের পয়সারহাট-ঘাঘর খালে রাজিবের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জের ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: স্মৃতির টানে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুপ্রেমীদের ভিড়

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র