Barta24

মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯, ৫ ভাদ্র ১৪২৬

English

করাতকলের দখলে বিদ্যালয়ের মাঠ

করাতকলের দখলে বিদ্যালয়ের মাঠ
জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। ছবি: বার্তা২৪.কম
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
বার্তা২৪.কম
খাগড়াছড়ি


  • Font increase
  • Font Decrease

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি এখন একটি করাতকলের (স মিল) দখলে। এতে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে।

জানা গেছে, ইউসুফ সুবেদার ওই বিদ্যালয়ের পাশে অল্প জায়গায় একটি করাতকল স্থাপন করেন। বর্তমানে বর্ষা মৌসুমে কাজের চাপ বেড়েছে। এ কারণে জায়গা সংকুলান না হওয়ায় বিদ্যালয় মাঠে গাছ রাখা হচ্ছে। কিন্তু বিষয়টির সমাধানে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।

মাঠের পরিবেশ রক্ষায় স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন জানান, মাঠের চারপাশে দেয়াল না থাকায় নিজের ইচ্ছে মতো গাছ রাখছে ওই ব্যবসায়ী। এতে মাঠের পরিবেশ নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীরা সেখানে খেলাধুলা ও চলাচল করতে দুর্ভোগ পোহাচ্ছে। তবে এ ব্যাপারে জরুরি কোনো পদক্ষেপ নিচ্ছে না বিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য আরমান হোসাইন জানান, এলাকার ছেলেরা এই মাঠে খেলাধুলা করে। কিন্তু মাঠটি দখল করে নিয়েছে ওই করাতকল ব্যবসায়ী।

এ ব্যাপারে কথা বলতে করাতকলের মালিক ইউসুফ সুবেদারের মোবাইলে একাধিকবার কল করা হলেও তা রিসিভ করেননি তিনি।

আপনার মতামত লিখুন :

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৮৮জন ডেঙ্গু রোগী শনাক্ত

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৮৮জন ডেঙ্গু রোগী শনাক্ত
চুয়াডাঙ্গা মানচিত্র, ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঈদের ছুটিতে ডেঙ্গু রোগীর চাপ কমলেও আবারও হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে। গত ৩২ ঘণ্টায় হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১১ জন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য খোলা হয়েছে আলাদা ৩টি ডেঙ্গু কর্নার।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শামীম কবীর জানান রোগীরা রাজধানী ঢাকা থেকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। সদর হাসপাতালে গত মাসের ২৭ জুলাই থেকে চলতি সপ্তাহের মঙ্গলবার (২০ আগস্ট) পর্যন্ত ৮৮ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অনেক ডেঙ্গু আক্রান্ত রোগী এরই মাঝে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলেও জানান হাসপাতালের সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান।

সিরাজগঞ্জে বাসচাপায় নিহত ১, আহত ৬

সিরাজগঞ্জে বাসচাপায় নিহত ১, আহত ৬
সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হতাহতদের

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জের নলকায় বাসচাপায় ওয়াজেদ আলী (৪৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হন।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিস্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, ঢাকা থেকে রংপুরগ্রামী একটি বাস ইটবাহী একটি ট্রাককে ধাক্কা দিলে ট্রাকটি একটি ভ্যানকে চাপা দেয়।

এতে ভ্যানের চালকসহ ৭ জন আহত হন। হাসপাতালে নেওয়ার পর ওয়াজেদ আলী নামে এক ব্যক্তি মারা যান।

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র