Barta24

সোমবার, ২২ জুলাই ২০১৯, ৬ শ্রাবণ ১৪২৬

English Version

ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ
কিশোরের খোঁজে নদীর তীরে স্বজন ও প্রতিবেশীরা / ছবি: বার্তা২৪
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
বার্তা২৪.কম
গাইবান্ধা


  • Font increase
  • Font Decrease

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিলয় হোসেন (১২) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ঘটনাস্থলে জেলার ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হলেও ডুবুরি না থাকায় এখন পর্যন্ত তাকে উদ্ধারে অভিযান সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ২টার দিকে সদর উপজেলার কামারজানী বন্দরে এ ঘটনা ঘটে। নিখোঁজ নিলয় ওই উপজেলার কামারজানী ইউনিয়নের গোঘাট গ্রামের রেজাউল করীমের ছেলে।

স্থানীয় সমাজকর্মী সাদ্দাম হোসেন বার্তা২৪.কমকে জানান, দুপুর ২টার দিকে তিন বন্ধু মিলে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায় নিলয়। এমন সময় হঠাৎ সে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত হন।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ সহকারী মমিনুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘নিখোঁজ কিশোরের উদ্ধারে সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। শুধু মাত্র ডুবুরি না থাকায় আমরা মাঝ নদীতে নামতে পারছি না। রংপুরে ডুবুরির জন্য বলা হয়েছে। সেখান থেকে ডুবুরি দল রওনা দিয়েছেন। আসা করছি খুব দ্রুত এসে পড়বে। তারা এলেই আমাদের মাঝ নদীতে উদ্ধার অভিযান শুরু হবে।’

আপনার মতামত লিখুন :

আমিনবাজারে ব্রিজ থেকে পড়ে গেছে যাত্রীবাহী ট্যাক্সি

আমিনবাজারে ব্রিজ থেকে পড়ে গেছে যাত্রীবাহী ট্যাক্সি
ঘটনাস্থল

রাজধানীর সাভারের আমিনবাজার এলাকায় ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাক্সি ক্যাব নদীতে পড়ে গেছে বলে জানা গেছে।

রোববার (২১ জুলাই) রাত ৮টার দিকে আমিনবাজারের সালেহপুর ব্রিজে ট্যাক্সি ক্যাবটি পড়ে যায় বলে স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে সাভার থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ জানান, ট্যাক্সি ক্যাবটি উদ্ধার করতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

তিনি বলেন, 'স্থানীয়দের মুখে এ বিষয়ে শুনেছি, কিন্তু বিষয়টি নিয়ে আমরা এখনো নিশ্চিত হতে পারেনি। ট্যাক্সি ক্যাবে চালক ছাড়া যাত্রী ছিল কি না তাও জানা যায়নি।'

ব্রাহ্মণবাড়িয়ার বুধল বাজারে ভিগো'র বৃহত্তম শাখার উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার বুধল বাজারে ভিগো'র বৃহত্তম শাখার উদ্বোধন
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার বুধল বাজারে উদ্বোধন হলো ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড ভিগো'র এক্সক্লুসিভ শাখা, শো রুম মেসার্স মাহদী এন্টারপ্রাইজ।

রোববার (২১ জুলাই) বিকেল ৫টায় উৎসবমুখর পরিবেশে শান্তির প্রতীক পায়রা, বেলুন উড়িয়ে ও লাল ফিতা কেটে শো রুমটির উদ্বোধন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া এই শাখাটি ভিগো ইলেকট্রনিক্স এক্সক্লুসিভের ৫৬তম শাখা। শাখাটি ব্রাক্ষণবাড়িয়া জেলার ভিগো'র দ্বিতীয় বৃহত্তর শাখা। এ শাখা থেকে জেলার বিভিন্ন স্থানে পণ্য সরবরাহ করা হবে। নতুন শাখার উদ্বোধন উপলক্ষে মাহদী এন্টারপ্রাইজ দিচ্ছে বিশেষ অফার- ফ্রিজ, এসি, টিভি সহ সকল পণ্যে ১০% ছাড়।

উদ্বোধনী অনুষ্ঠানে অপস্থিত ছিলেন- আরএফএল এক্সক্লুসিভ শো রুমের সহকারী জেনারেল ম্যানেজার কে এম সামসুজ্জামান, মেসার্স মাহদী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম মনির, ভিগো এক্সক্লুসিভ শো রুম আরএফএলের সেলস এক্সকিউটিভ মো. মনজুর হোসেন মজুমদার, বীরমুক্তিযুদ্ধা মো. জিল্লুর রহমান, শফিক মাষ্টার এবং আলমগীর মাষ্টার প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র