Alexa

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ছবি: বার্তা২৪

নিজ ঘরে খাটের উপর শুয়ে ছিলেন আরিফ রহমান (৩৫)। হঠাৎ সিলিং ফ্যানের তার ছিড়ে তার বুকের উপর পড়ে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে স্ত্রী নূপুর বেগম (৩০) তাকে উদ্ধারে এগিয়ে যান। ফলে দু’জনই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

তাদের বাঁচাতে গিয়ে আরিফের ভাই আব্দুল গনি গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) আ. আজিজ জানান, লুৎফর রহমানের ছেলে আরিফ নিজ ঘরে শুয়ে ছিলেন। এ সময় বৈদ্যুতিক ফ্যানের তার ছিড়ে তার বুকের উপর পড়লে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে স্ত্রী এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন এবং এক পর্যায়ে দুজনই মারা যান। কিছুক্ষণ পর তাদের দু’জনকে উদ্ধার করতে গিয়ে মামাতো ভাই গুরুতর আহত হন।

আপনার মতামত লিখুন :