Alexa

ময়মনসিংহে জমি নিয়ে দ্বন্দ্বে কৃষক খুন

ময়মনসিংহে জমি নিয়ে দ্বন্দ্বে কৃষক খুন

ছবি: প্রতীকী

ময়মনসিংহের মুক্তাগাছায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে দু'গ্রুপের সংঘর্ষে জবেদ আলী (৫৫) নামে এক কৃষক খুন হয়েছেন।

শুক্রবার (৭ জুন) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিকেলে এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বন্দে আলী বার্তা২৪.কমকে জানান, উপজেলার সোনাপুর গ্রামে পারিবারিক জমি নিয়ে জবেদ আলী ও একই বাড়ির ফারুক হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার সকাল ১০টার দিকে ওই জমিতে জবেদ আলীর পরিবারের লোকজন কাজ করতে গেলে ফারুক হোসেনের পরিবার তাতে বাঁধা দেয়।

এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় জবেদ আলী ও তার ছেলে খায়রুল আহত হন।

আহত দু'জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জবেদ আলীকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন :