Alexa

বংশালের আল-রাজ্জাক রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা

বংশালের আল-রাজ্জাক রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা

আল রাজ্জাক রেস্টুরেন্টকে জরিমানা, ছবি: বার্তা২৪.কম

পচা-বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে রাজধানীর বংশাল এলাকাস্থ আল-রাজ্জাক রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মে) ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিবি ও ক্রাইম বিভাগের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়।

বংশালের আল-রাজ্জাক রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, 'পচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে এসব প্রস্তুতের কারণে বংশালের নর্থ সাউথ রোডের আল রাজ্জাক রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।'

একই অভিযোগে নবাবপুর রোডের ডিসেন্ট পেস্ট্রি সপকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পবিত্র রমজান মাসে খাদ্যদ্রব্যে ভেজাল, পচা-বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত প্রতিরোধে রাজধানী জুড়ে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :