Barta24

মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯, ১ শ্রাবণ ১৪২৬

English Version

গ্রেফতারের দেড় ঘণ্টা পর মুক্ত ছাত্রলীগ নেতা সারোয়ার

গ্রেফতারের দেড় ঘণ্টা পর মুক্ত ছাত্রলীগ নেতা সারোয়ার
সিলেট ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেন চৌধুরী/ ছবি: সংগৃহীত
সিনিয়র করেসপন্ডেন্ট
বার্তা২৪.কম
সিলেট


  • Font increase
  • Font Decrease

ইন্টার্ন চিকিৎসককে হুমকির মামলায় সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেন চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। জামিনের কাগজপত্র দেখালে গ্রেফতারের দেড় ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার (১৪ মে) বেলা ১টার দিকে সিলেট নগরীর বন্দর বাজার কোর্ট পয়েন্ট এলাকা থেকে সারোয়োর হোসেনকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, সারোয়ার হোসেন মঙ্গলবার সকালে আদালত থেকে জামিন নিয়েছেন বলে কাগজপত্র দেখিয়েছেন।

গত ৯ মে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসককে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠে ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেনের বিরুদ্ধে।

এ ঘটনায় আন্দোলনে নামেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। কলেজ কর্তৃপক্ষ সারোয়ার হোসেন চৌধুরীকে আসামি করে সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, উইমেন্স মেডিকেলের দায়ের করা মামলায় মঙ্গলবার দুপুরে সারোয়ার হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়। তবে তিনি মঙ্গলবার সকালে আদালত থেকে জামিন নিয়েছেন বলে জানান। জামিনের কাগজ দেখানোর পর তাকে ছেড়ে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

কাদেরের স্বাস্থ্যের উন্নতি, চিকিৎসকের সন্তোষ

কাদেরের স্বাস্থ্যের উন্নতি, চিকিৎসকের সন্তোষ
সিঙ্গাপুরে ওবায়দুল কাদের, ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অপারেশন পরবর্তী স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হয়েছে এবং তার স্বাস্থ্য বর্তমানে স্থিতিশীল।

সিঙ্গাপুরস্থ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কাদেরের স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহ সন্তোষ প্রকাশ করেন।

ডা. ফিলিপ কোহ'র উদ্ধৃতি দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক (উন্নয়ন) ডা. আবু নাছের রিজভী হাসপাতালের লবিতে এসব তথ্য জানান।

তিনি বলেন, 'ওবায়দুল কাদেরের স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে এবং প্রতিটি প্যারামিটার আশানুরূপ উন্নতি করেছে।'

মঙ্গলবার (১৬ জুলাই) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য অফিসার মো. আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সেখানে উপস্থিত ছিলেন- কাদেরের সহধর্মিণী এডভোকেট ইসরাতুন্নেছা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য নিজাম হাজারী, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম ও দূতাবাস কর্মকর্তা গাজী আল আমিন।

এরশাদের কবরের পাশে জায়গা চাইলেন রওশন

এরশাদের কবরের পাশে জায়গা চাইলেন রওশন
হুসেইন মুহম্মদ এরশাদ ও রওশন এরশাদ

রংপুরে হুসেইন মুহম্মদ এরশাদের দাফনের বিষয়ে সম্মতি জানিয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো- চেয়ারম্যান রওশন এরশাদ। একই সঙ্গে রংপুরের পল্লী নিবাসে স্বামী এরশাদের কবরের পাশে নিজের কবরের জন্য জায়গাও চেয়েছেন তিনি।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে এক বিবৃতি এ ইচ্ছের কথা জানান সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ।

এরশাদের দাফন প্রশ্নে রংপুরবাসীর আবেগকে সম্মান জানিয়ে তিনি রংপুরে দাফনের অনুমতি দেন। তিনি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গার সঙ্গে ফোনে কথা বলে তার সম্মতির কথা জানান।

বিবৃতিতে রওশন বলেন, তার মৃত্যুতে আপনারা যে অভাবনীয় শ্রদ্ধা সম্মান ও সহানুভুতি প্রকাশ করেছেন। তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দেশবাসী, বিশেষত তার প্রাণপ্রিয় রংপুবাসীর আবেগ ও ভালোবাসায় সম্মানার্থে তাকে রংপুরের মাটিতে সমাধিস্থ করার বিষয়ে আমি,ও আমার পরিবার সম্মতি প্রদান করছি। সেই সঙ্গে পল্লী নিবাসে এরশাদের কবরের পাশে নিজের জন্য জায়গা চাইছি।

 

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র