ভবন নির্মাণে নিয়ম মানেনি রূপায়ণ, চেয়ারম্যানকে খুঁজছে পুলিশ

বনানী ট্রাজেডি



মনি আচার্য্য, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় হওয়া মামলায় ভবনটির নির্মাতা প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানকে খুঁজছে পুলিশ/ ছবি: বার্তা২৪.কম

এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় হওয়া মামলায় ভবনটির নির্মাতা প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানকে খুঁজছে পুলিশ/ ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

রাজধানীর বনানীতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ফারুক রূপায়ণ (এফআর) টাওয়ারের নির্মাতা প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলকে খুঁজছে পুলিশ। এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী মামলার অন্যতম আসামি রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান।

নিয়ম লঙ্ঘন করে অবৈধভাবে লাভবান হওয়ার আশায় নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করে ভবনটি তৈরি ও বিক্রয় করায় মুকুলকে আসামি করা হয়েছে। এই মামলার অন্য আসামিরা হলেন জমির মালিক এস এম এইচ আই ফারুক, কাশেম ড্রাইসেল লিমিটেডের সত্ত্বাধিকারী তাজভীর উল ইসলাম সহ  অজ্ঞাতনামা আরও অনেকে।

জানা যায়, এফআর টাওয়ারটি যে স্থানে নির্মিত সেই জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুক। আর এ জমির ওপর ১৮ তলার অনুমোদন নিয়ে ২৩ তলা নির্মাণ করা ডেভেলপার কোম্পানি রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খান মুকুল। ভবনটির অনুমোদনহীন পাঁচটি তলার মালিক বিএনপির কেন্দ্রীয় সদস্য কাশেম ড্রাইসেল লিমিটেডের সত্ত্বাধিকারী তাজভীর উল ইসলাম।

গত বৃহস্পতিবার (২৮ মার্চ) এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হন ২৫ জন এবং আহত শতাধিক। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনার পর ভবনটির অগ্নিনির্বাপন ব্যবস্থা ও ১৮ তলার অনুমোদন নিয়ে ২৩ তলা নির্মাণের বিষয়টি জনসম্মুখে আসে। পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকলে ও নিয়শ মেনে ভবনটি নির্মিত হলে অগ্নিকাণ্ড এতো ভয়াবহ হতো না বলে ধারণা বিশ্লেষকদের।

অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনতে গত শনিবার (৩০ মার্চ) বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে এই মামলা রোববার (৩১ মার্চ) ডিবিতে হস্তান্তর করা হয়।

এই ঘটনায় শনিবার (৩০ মার্চ) এস এম এইচ আই ফারুক ও তাজভিরুল ইসলামকে ডিবি পুলিশ গ্রেফতার করলেও গ্রেফতার করা যায়নি রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান ওরফে মুকুলকে। গোয়েন্দা তথ্য বলছে, গ্রেফতার এড়াতে লিয়াকত আলী খান ওরফে মুকুল বিদেশে পলাতক রয়েছেন।

এই বিষয়ে ডিবির (উত্তর) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহজাহান সাজু বার্তা২৪.কম-কে বলেন, ‘এই মামলার অন্যতম আসামি রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী আমরা ধারনা করছি, তিনি দেশ থেকে পালিয়ে গেছেন গ্রেফতারের ভয়ে।’

অন্যদিকে ডিবি সূত্রে জানা গেছে, মামলা হওয়ার পর ডিবি ও থানা পুলিশের প্রাথমিক তদন্তে দেখা গেছে এই ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ভবনটি নির্মাণের সময় ডেভেলপার প্রতিষ্ঠান রূপায়ণ দায়িত্বে বড় ধরণের গাফিলতি করেছেন। এছাড়া বিল্ডিং নির্মাণের নিয়ম পালন করেনি রূপায়ণ গ্রুপ।

ডিবি সূত্রে আরও জানা গেছে, এখনো এফআর টাওয়ারের জমির রেজিস্ট্রেশন ফ্ল্যাট মালিকদের বুঝিয়ে দেয়নি রূপায়ণ গ্রুপ। অন্যদিকে টাওয়ারের ১০টি ফ্ল্যাটের মালিকানা এখনো রূপায়ণ গ্রুপের হাতেই।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবির প্রধান আব্দুল বাতেন বলেন, ‘একটি বিল্ডিংকে ব্যবহারের উপযোগী করে ডেভেলপার হস্তান্তর করেন। কিন্তু এফআর টাওয়ারের ক্ষেত্রে এসব কোনো নিয়মই মানা হয়নি। বিল্ডিং এ কোনো ধরণের অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। এতে স্পষ্টত রূপায়ণ গ্রুপের গাফিলতি ও দায়িত্বে অবহেলা লক্ষ করা গেছে। তারা অধিক টাকা লাভ করার আশায় এই দায়িত্বহীন কাজ করেছে।’

তিনি বলেন, ‘এফআর টাওয়ারের ক্ষেত্রে আরও অনিয়ম করেছে রূপায়ণ। ফ্ল্যাট মালিকদের রূপায়ণ জমি রেজিস্ট্রেশন করে দেয় নাই। কাগজেপত্রে রূপায়ণই এখনো মালিক রয়ে গেছে। সেই জন্যই রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানকে এই মামলার এজাহারভুক্ত আসামি করেছি। তাকে খোঁজা হচ্ছে, তিনি পলাতক রয়েছেন।’

   

ঝোড়ো হাওয়াসহ ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজধানী ঢাকাসহ পাঁচ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন বার্তা দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এর পরের ২৪ ঘণ্টা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আর শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা শুধু চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিকে বাগেরহাটের মোংলায় বৃহস্পতিবার (২৮ মার্চ) দেশের সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বনিম্ন ১৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলিতে।

আবহাওয়া অফিস বলছে, সারা দেশে শুক্রবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, যা শনিবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকবে।

;

পাঁচ অঞ্চলের নদী বন্দরে সতর্কতা সংকেত



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামসহ দেশের পাঁচ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলা হচ্ছে। এছাড়াও এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

;

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পররাষ্ট্র মন্ত্রণালয়কে মানবাধিকার সম্পর্কিত একটি নতুন শাখা চালু করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই পরামর্শ দেওয়া হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে রোহিঙ্গা ক্যাম্প কুতুপালং এবং ভাসানচর পরিদর্শনের জন্য বৈঠকে প্রস্তাব করা হয়।

কমিটির সভাপতি এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শাহরিয়ার আলম, নাহিম রাজ্জাক, নিজাম উদ্দিন জলিল, নুরুল ইসলাম নাহিদ, হাবিবুর রহমান, সাইমুম সারওয়ার, জারা জাবীন মাহবুব অংশ নেন।

 

;

ঢাকাসহ ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকাসহ দেশের আট জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলা হচ্ছে।

শুক্রবার (২৯ মার্চ) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

;