Alexa

অনলাইনে গুজব ছড়ালেই ব্যবস্থা: র‍্যাব অধিনায়ক

অনলাইনে গুজব ছড়ালেই ব্যবস্থা: র‍্যাব অধিনায়ক

সাংবাদিকদের মুখোমুখি লে.কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ, ছবি: বার্তা২৪

সিনিয়র করেসপন্ডেন্ট, সিলেট, বার্তা২৪.কম

নির্বাচনকে কেন্দ্র করে অনলাইনে গুজব ছড়ালেই ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন র‍্যাব-৯ এর অধিনায়ক লে.কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

শুক্রবার (২৮ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

লে.কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, পুরো সিলেটে ৫ শতাধিক র‌্যাব সদস্য কর্তব্যরত রয়েছে। সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে দ্রুত ব্যবস্থা নিতে একটি স্পেশাল টিম কাজ করছে। এক্ষেত্রে  গুজব ছড়ানোর সাথে সম্পৃক্ত কাউকে সাংবাদিকদের চোখে পড়লে র‍্যাবকে অবহিত করার কথা বলেন তিনি।

জাতীয় এর আরও খবর