Alexa

রেটিং দাবার শীর্ষে দশ দাবাড়ু

রেটিং দাবার শীর্ষে দশ দাবাড়ু

রাজধানীতে চলছে আন্তর্জাতিক রেটিং দাবা- ছবি: ওয়ালটন

জাতীয় জুনিয়র দাবা শেষ হতেই শুরু হয়ে গেল আরেক দাবা টুর্নামেন্ট। রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কক্ষে চলছে ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা। প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে রয়েছেন ১০ দাবাড়ু।

পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন-আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ক্যান্ডিডেট মাস্টার মো. শরীফ হোসেন, মো. জামাল উদ্দিন, শেখ রাশেদুল হাসান, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, মোহাম্মদ আমিনুল ইসলাম ও আমিনুল ইসলাম।

শুক্রবার তৃতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মিনহাজ হারিয়েছেন অভিক সরকারকে। ফিদে মাস্টার পরাগ হারান জাবেদ আল আজাদকে। এস এ জাকেরকে হারিয়ে পূর্ণ পয়েন্ট তুলে নেন ফিদে মাস্টার মাহফুজ।

৮ রাউন্ড-সুইস-লিগ পদ্ধতিতে এই টুর্নামেন্ট চলবে ২৯ মে পর্যন্ত।

আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, পাঁচ ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, শেখ নাসির আহমেদ, মেহেদী হাসান পরাগ, সৈয়দ মাহফুজুর রহমান ও মোহাম্মদ জাভেদ, ভারতের সামবার্তা ব্যানার্জী, অনিক দাস, সৌমিক দত্ত, অরিজিৎ মুখার্জীসহ মোট ১১৪ জন দাবাড়ু অংশ নিচ্ছেন।

প্রতিযোগিতার বিজয়ীরা পাবেন দেড় লাখ টাকার প্রাইজমানি। সঙ্গে থাকছে স্পন্সর প্রতিষ্ঠানের উপহার।

আপনার মতামত লিখুন :