Alexa

জবিতে স্নাতক পর্যায়ের গণিত অলিম্পিয়াড শুক্রবার

জবিতে স্নাতক পর্যায়ের গণিত অলিম্পিয়াড শুক্রবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেইট / ছবি: সংগৃহীত

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের উদ্যোগে ‘১০ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১৮ বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

আগামী শুক্রবার (৩০ নভেম্বর) সকাল ৯:০০টায় স্নাতক পর্যায়ের এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি হিসেবে অলিম্পিয়াডের উদ্বোধন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পেয়ার আহমেদ, বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোবারক হোসেন, কম্পিউটার সায়েন্স বিভাগ, বুয়েটের অধ্যাপক ড. মোঃ কায়কোবাদ এবং এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম. নুরুল আলম।

অনুষ্ঠানটি পরিচালনা করবেন অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়টির গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল ও সদস্য সচিব অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান। উল্লেখ্য, অলিম্পিয়াডে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা দক্ষিণ অঞ্চলের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অনার্স কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করবে।

আপনার মতামত লিখুন :