Barta24

বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬

English

রাবি’র ভর্তি পরীক্ষা সোমবার, প্রশ্ন ফাঁসের শঙ্কায় পরীক্ষার্থী-অভিভাকরা

রাবি’র ভর্তি পরীক্ষা সোমবার, প্রশ্ন ফাঁসের শঙ্কায় পরীক্ষার্থী-অভিভাকরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ছবি: সংগৃহীত
সাইফ সাইফুল্লাহ
রাবি করেসপন্ডেন্ট
বার্তা২৪.কম


  • Font increase
  • Font Decrease

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল সোমবার (২২ অক্টোবর) শুরু হবে। পরীক্ষা চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

এদিকে, পরীক্ষায় জালিয়াতি রোধে সতর্ক থাকার কথা জানালেও শঙ্কা কাটছে না ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের। তারা আশঙ্কা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যেভাবে জালিয়াতি হয়েছে রাবি’তেও তার পুনরাবৃত্তি ঘটতে পারে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার সকাল ৮টায় ইউনিট ‘সি’ গ্রুপ-১ এর মাধ্যমে পরীক্ষা শুরু হবে। আর বিকাল সাড়ে ৪টায় ইউনিট ‘বি’ গ্রুপ-১ এর পরীক্ষার মাধ্যমে প্রথম দিনের পরীক্ষা শেষ হবে। দ্বিতীয় দিন সকাল ৮টায় ইউনিট ‘বি’ গ্রুপ-২ ও বিকাল সাড়ে ৪টায় ইউনিট ‘এ’ গ্রুপ-২ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছরের ভর্তি পরীক্ষায় প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ৩২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া, এ বছর পাঁচটি ইউনিটের আওতায় ৫৯টি বিভাগে মোট চার হাজার ৭শ’টি আসনের বিপরীতে এক লাখ ৪৭ হাজার ৭৫০ জন পরীক্ষায় অংশ নেবেন।

ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাকরা জানান, প্রতিবছরই বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশ্ন ফাঁস ও প্রক্সি দেওয়ার ঘটনা ঘটে। ফলে প্রকৃত মেধাবীরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটে প্রশ্ন ফাঁসের যে ঘটনা ঘটেছে সেটি যেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুনরাবৃত্তি না ঘটে। সেজন্য আগে থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন কঠোর পদক্ষেপ নেয়।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, ভর্তি জালিয়াতি ঠেকাতে প্রতিবছরের মতো এবারও কঠোর অবস্থানে থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি জালিয়াতি নিয়ে ভর্তিচ্ছুদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

সিলেট থেকে আসা ইমরান হোসেন নামের এক ভর্তিচ্ছু বার্তা২৪.কম’কে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য অনেক প্রস্তুতি নিয়েছি। কিন্তু ভয় হচ্ছে ভর্তি জালিয়াতি নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যদি এখানেও এরকম ঘটনা ঘটে তাহলে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে প্রস্তুতি নিয়েছে তাদের কষ্ট বৃথা যাবে।’

চাঁদপুর থেকে আসা মমিন নামের আরেক ভর্তিচ্ছু বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি জালিয়াতি একটা রীতি হয়ে গেছে। প্রতি বছর জালিয়াতির মাধ্যমে অনেক শিক্ষার্থী ভর্তি হচ্ছে। এটা বন্ধ না হলে প্রকৃত মেধাবীরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হবে।’

আব্দুল হাকিম নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর বাবা বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে এসেছি। ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়বে। কিন্তু যেভাবে প্রশ্ন ফাঁস হচ্ছে মেধা থাকা সত্বেও অনেক শিক্ষার্থী চান্স পাচ্ছে না। ফলে আমার ছেলের বিশ্ববিদ্যালয়ে পড়ার বিষয়ে আমি শঙ্কায় আছি।’

কক্সবাজার থেকে আসা রাকিব নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে ব্যবসায় অনুষদ থেকে ৪০৬তম হয়েছি। কিন্তু সেখানে প্রশ্ন ফাঁস হওয়ায় ভর্তি হতে পারবো কি-না জানিনা। অনেক আশা নিয়ে রাবি’তে এসেছি। যদি এখানেও একই ঘটনা ঘটে তাহলে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন হয়তো পূরণ হবে না।’

ভর্তি পরীক্ষা সংক্রান্ত সার্বিক বিষয়ে জানতে চাইলে রাবি’র উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বার্তা২৪.কম’কে বলেন, ‘আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। বিশ্ববিদ্যালয়ে যেন মেধাবী শিক্ষার্থী ভর্তির সুযোগ পায় সেজন্য জালিয়াতি ঠেকাতে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালত থাকবে। যারা অবৈধ পন্থা অবলম্বন করবে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে। ’

আপনার মতামত লিখুন :

গ্রেনেড হামলা দিবসে ইবিতে প্রতিবাদ র‌্যালি

গ্রেনেড হামলা দিবসে ইবিতে প্রতিবাদ র‌্যালি
ইবিতে প্রতিবাদ র‍্যালি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে প্রতিবাদ র‌্যালি, আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বুধবার (২১ আগস্ট) ক্যাম্পাসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নেতৃত্বে প্রতিবাদ র‌্যালি বের হয়। এরপর র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গিয়ে শেষ হয়।

এসময় র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিছুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে বেলা ১২টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জাতীয় শোকদিবস ও গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোকদিবস ও গ্রেনেড হামলা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক শাসুজ্জামান খান।

বায়ো টেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোস্তফা জামাল হ্যাপির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শানিহনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এছাড়া স্বাগত বক্তা ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

এদিকে জাতীয় শোকদিবস ও গ্রেনেড হামলা দিবস ২০১৯ উপলক্ষে সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মানববন্ধনে ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ড ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের মধ্যে যাদেরকে এখনো শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি, তাদের শাস্তি কার্যকরে জোর দাবি জানানো হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুর ইসলাম রাকিবের নেতৃত্বে মানববন্ধনে বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জাবিতে তারেক-বাবর-পিন্টুর প্রতীকী ফাঁসি

জাবিতে তারেক-বাবর-পিন্টুর প্রতীকী ফাঁসি
জাবিতে ২১ আগস্টের হামলায় জড়িত খুনিদের প্রতীকী ফাঁসি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি কার্যকরের দাবিতে প্রতীকী ফাঁসির কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।

বুধবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মহুয়া তলায় এ প্রতীকী কর্মসূচি পালন করে দলীয় নেতাকর্মীরা। এতে গ্রেনেড হামলায় জড়িত তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু ও হারিস চৌধুরীকে প্রতীকী ফাঁসি দেয়া হয়।

এর আগে বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বর থেকে শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার নেতৃত্বে কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতীকী ফাঁসির মঞ্চের সামনে এসে শেষ হয়।

প্রতীকী ফাঁসির মঞ্চের পাশে দাঁড়িয়ে শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, '২০০৪ সালের আগস্টের এই দিনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মধ্যদিয়ে দেশকে অন্ধকারে পতিত করার প্রচেষ্টা চালানো হয়। কিন্তু দেশনেত্রীকে তারা হত্যা করতে পারেনি। সেদিন রক্তাক্ত হয়েছিল বাংলাদেশ। ২১ আগস্টের ভয়াল এই হামলার সঙ্গে বিএনপি-জামায়াত জোট সরকার জড়িত ছিল। এই হামলায় জড়িতদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে।'

এ সময় শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের প্রায় দুইশত নেতাকর্মী উপস্থিত ছিল।

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র