Barta24

মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯, ৭ শ্রাবণ ১৪২৬

English Version

ইথিওপিয়ার সেনাপ্রধানকে গুলি করে হত্যা

ইথিওপিয়ার সেনাপ্রধানকে গুলি করে হত্যা
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ , ছবি: সংগৃহীত
আন্তজার্তিক ডেস্ক
বার্তা২৪.কম


  • Font increase
  • Font Decrease

ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় আমহারা অঞ্চলে এক সহিংসতায় দেশটির সেনাপ্রধান শের মেকোনেনকে গুলি করে হত্যা করা হয়েছে। 

রোববার (২৩ জুন) সকালে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ স্থানীয় গণমাধ্যমে বলেন, 'একটি বৈঠক চলাকালীন সময়ে শের মেকোনেন গুলিবিদ্ধ হয়েছেন।'  

তবে, এই সহিংসতার পিছনে কে বা কারা জড়িত ছিল সে বিষয়ে কিছু জানা যায়নি।

এদিকে, দেশটির ব্রিগেডিয়ার জেনারেল থিফরা ম্যামো এক সংবাদ সম্মেলনে বলেন, 'সহিংসতার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করা হয়েছে।'

 ইথিওপিয়া
ইথিওপিয়ার আমহারা অঞ্চল, ছবি: সংগৃহীত

 

প্রতিবেদনে বলা হয়, দেশটিতে এখন ইন্টারনেট সেবা বন্ধ আছে।

স্থানীয়রা জানান, ঐ সময় প্রচণ্ড গুলি বিনিময়ের শব্দ শোনা যায়।     

উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবি আহমেদ ২০১৮ সালে দেশটির ক্ষমতায় আসেন। তিনি ক্ষমতায় আসার পর থেকেই রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে।

 


 

আপনার মতামত লিখুন :

ইরানে ১৭ মার্কিন গুপ্তচর গ্রেফতার, কয়েকজনের মৃত্যুদণ্ড

ইরানে ১৭ মার্কিন গুপ্তচর গ্রেফতার, কয়েকজনের মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) ১৭ জন গুপ্তচরকে গ্রেফতার করেছে বলে দাবি করে ইরান। এদের মধ্যে বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২২ জুলাই) ইরানের গোয়েন্দা সংস্থা সংক্রান্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জানান, অভিযুক্তরা মিলিটারি ও পারমাণবিক বিষয়সহ বিভিন্ন সেক্টরের তথ্য সংগ্রহ করত।

ইরানের গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, এ বছরের মার্চ পর্যন্ত গত ১২ মাসে এসব গুপ্তচরদের গ্রেফতার করা হয়।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি উড়িয়ে দেন। তিনি এটাকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উল্লেখ করেন।

এই বিষয়ে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘ইরান কর্তৃক সিআইএ গুপ্তচর গ্রেফতারের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। এটা একটা প্রোপাগান্ডা। তাদের অর্থনীতি মরে গেছে, তাদের অবস্থা ভয়ানক রূপ ধারণ করেছে।‘

এদিকে, গত বছর ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল করে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প সরকার।

চাঁদের পথে পাড়ি জমাল ভারতের চন্দ্রযান-২

চাঁদের পথে পাড়ি জমাল ভারতের চন্দ্রযান-২
উৎক্ষেপণের সময় চন্দ্রযান-২, ছবি: সংগৃহীত

প্রাযুক্তিক ত্রুটি কাটিয়ে অবশেষে চাঁদের উদ্দেশে পাড়ি দিল ভারতের দ্বিতীয় উচ্চশক্তি সম্পন্ন কৃত্রিম উপগ্রহ চন্দ্রযান-২।

সোমবার (২২ জুলাই) দুপুর ২টা ৪৩ মিনিটে চেন্নাই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত সতীশ ধাওয়ান অন্তরীক্ষ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-২ চাঁদের পথে উড়াল দেয়।

বাহুবলী নামক এ চন্দ্রযানটি সর্বোচ্চ শক্তিশালী রকেট জিএসএলবি-মার্ক III -এম-I -এর মাধ্যমে চাঁদে পাঠানো হয়। এ মিশনের জন্য ব্যয় হয়েছে প্রায় ১০০০ কোটি টাকা।

1
জিএসএলভি এমকে -III

 

উল্লেখ্য, গত ১৫ জুলাই রওনা দেওয়ার কথা ছিল চন্দ্রযান-২ এর। কিন্তু নির্ধারিত সময়ের মাত্র ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে ইসরোর (ISRO) বিজ্ঞানীরা প্রযুক্তিগত ত্রুটির কারণে সে যাত্রায় ক্ষান্ত দেন। রকেটের একটি ভাল্ব থেকে লিক হচ্ছিল হিলিয়াম গ্যাস। তাই ঝুঁকি নিতে চাননি বিজ্ঞানীরা। শেষে চন্দ্রযানটির উৎক্ষেপণ বাতিল করা হয়।

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র