Alexa

ইরানকে সতর্ক করলেন ট্রাম্প

ইরানকে সতর্ক করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প / ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হলে ইরান ধ্বংস হয়ে যাবে বলে দেশটিকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৯ মে) এক টুইট বার্তায় তিনি এ সতর্কতার কথা জানান।

ট্রাম্প বলেন, ‘যদি ইরান যুদ্ধ করতে চায় তবে তা হবে তাদের জন্য আনুষ্ঠানিক সমাপ্তি। আর কখনো ইরান যেন যুক্তরাষ্ট্রকে হুমকি না দেয়।’

কিছুদিন আগে উপসাগরীয় অঞ্চলে অতিরিক্ত যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু ট্রাম্পের টুইটটি সামরিক সংঘাতের সম্ভাবনা বন্ধ হওয়া থেকে উল্টো সংঘাত সৃষ্টি হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

কয়েকদিন আগে ট্রাম্প তার সহযোগীদের বলেছিলেন, তিনি ইরানের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করতে চান না।’

এছাড়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র সংঘাতে যেতে চায় কিনা জানতে চাইলে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, ‘আমি তা আশা করি না।’

ইরানও ক্রমবর্ধমান উত্তজনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা করছে। শনিবার (১৮ মে) দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, ‘যুদ্ধের কোনো সম্ভাবনা নেই। আমরা যুদ্ধ চাই না। কেউ যেন এ বিষয়ে বিভ্রান্তও না হয়।’

খবর- বিবিসি

আপনার মতামত লিখুন :