লোকসভা নির্বাচন

তৃতীয় দফায় লড়ছেন অমিত-রাহুলের মত ভিভিআইপি প্রার্থী



কলকাতা ডেস্ক, বার্তা২৪.কম
বিজেপি সভাপতি অমিত শাহ ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, ছবি: সংগৃহীত

বিজেপি সভাপতি অমিত শাহ ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় বিচ্ছিন্ন কয়েকটি সংঘর্ষ ব্যতিত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এ দফার নির্বাচনে ভাগ্য নির্ধারণ হতে চলেছে কয়েকজন ভিভিআইপি প্রার্থীর।

তার মধ্যে উল্লেখযোগ্য- কেরালার ওয়ানাডে কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী রাহুল গান্ধী, গুজরাটের গান্ধীনগরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী অমিত শাহ এবং উত্তর প্রদেশের মৈনপুরীতে সমাজবাদী পার্টির (সপা) প্রার্থী মুলায়ম সিং যাদব।

কেরালার ২০টি এবং গুজরাটের ২৬টি আসনে ভোটগ্রহণ চলছে। এই দফায় উত্তর প্রদেশের ১০টি লোকসভা আসনের নির্বাচন সপা ও বিজেপি, দুই দলের কাছেই বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে মোট ১২০ জন প্রার্থীর ভাগ্য ঠিক করবেন ১ কোটি ৭৬ লাখ ভোটার।

এ রাজ্যে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ১০টি আসনের মধ্যে সাতটিতেই জয়ী হয়েছিল বিজেপি। সেবার প্রবল বিজেপি ঝড়ের মধ্যেও যাদব পরিবারের পাঁচ প্রার্থীর মধ্যে তিনজন জয়লাভ করেছিলেন। এবারও মৈনপুরী, বদায়ুন এবং ফিরোজাবাদ থেকে লড়ছেন সেই তিনজন। এরা হলেন- সপার সুপ্রিমো মুলায়ম সিং যাদব এবং তার দুই ভাতিজা ধর্মেন্দ্র ও অক্ষয় যাদব।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/23/1555998620338.jpg

এছাড়া ছত্তিশগড়ের সাতটি লোকসভা আসনেও ভোটগ্রহণ চলছে। ১২৩ জন প্রার্থীর ভবিষ্যৎ ঠিক করবেন ১ কোটি ২৭ লাখ ১৩ হাজার ৮১৬ জন ভোটার। সম্প্রতি বিধানসভা নির্বাচনে এই রাজ্যে সাফল্য পায় কংগ্রেস। লোকসভা নির্বাচনে তা ধরে রাখাই চ্যালেঞ্জ রাহুল গান্ধীর দলের সামনে। তবে ক্ষমতায় ফিরতে মরিয়া হয়ে একাধিক কেন্দ্রে বিদায়ী সাংসদকে প্রার্থী করেনি বিজেপি।

নর্থ গোয়া ও সাউথ গোয়া মিলিয়ে এই রাজ্যে দুটি লোকসভা আসনে নির্বাচন চলছে। মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গোয়ায় এবার মূল লড়াই বিজেপি, কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে।

অন্যদিকে, গুজরাটে ২৬টি লোকসভা আসনে নির্বাচন হচ্ছে। রাজ্যের ৪ কোটি ৫১ লাখ ৫২ হাজার ৩৭৩ জন ভোটার রয়েছেন। দুই লাখ ২৩ হাজার ৭৭৫ জন ভোটকর্মী কাজ করছেন। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৪৪ হাজার পুলিশ কর্মী, এক হাজার ৯৫ জন বনরক্ষী, ১৫০ কোম্পানি সিআরপিএফ এবং ১২ কোম্পানি স্টেট রিজার্ভ পুলিস।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/23/1555998605644.jpg

ইতিমধ্যে আমেদাবাদে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি। এছাড়া তৃতীয় দফায় ভাগ্য নির্ধারিত হবে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের।

পাশাপাশি পূর্ব ত্রিপুরা কেন্দ্রেও ভোটগ্রহণ চলছে। একেবারে শেষ সময়ে নির্বাচন কমিশন ওই কেন্দ্রের ভোট ১৮ এপ্রিলের পরিবর্তে পিছিয়ে ২৩ এপ্রিল করার সিদ্ধান্ত নিয়েছিল। এই কেন্দ্রের জন্য অতিরিক্ত চার হাজার ২০০ কেন্দ্রীয় আধা সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। প্রায় ৮২ শতাংশ বুথেই উপস্থিত থাকবেন জওয়ানরা। এনআরসি এই কেন্দ্রে বড় ইস্যু হয়ে উঠেছে।

কড়া নিরাপত্তার মধ্যেই পশ্চিমবঙ্গে বালুরঘাট, উত্তর মালদহ, দক্ষিণ মালদহ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ মিলিয়ে মোট পাঁচটি লোকসভা কেন্দ্র ভোটগ্রহণ শুরু হয়েছে। এদিনের নির্বাচনে প্রায় ৯২ শতাংশ বুথে আধা সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা ভারতসহ পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ শুরু হয়েছে স্থানীয় সময় সকাল ৭টায়; চলবে বিকেল ৫টা অবধি।

আরও পড়ুন: ভারতে তৃতীয় দফায় চলছে ভোটগ্রহণ

   

বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মালিকায়া



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতের রাজ্য কর্নাটকে লোকসভা নির্বাচনের আগে ধাক্কা খেল বিজেপি। এনডিটিভি জানিয়েছে, পদ্মশিবির ছেড়ে শুক্রবার (১৯ এপ্রিল) কংগ্রেসে যোগ দিয়েছেন সাবেক মন্ত্রী মালিকায়া গুট্টেদার।

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন তিনি।

উল্লেখ্য, কর্নাটকে লোকসভা আসনের সংখ্যা ২৮। সেখানে দ্বিতীয় দফায় ১৪টি আসনে ভোটগ্রহণ আগামী ২৬ এপ্রিল। ৭ মে তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে বাকি ১৪টি আসনে।

ভোটপর্ব শুরুর আগে প্রভাবশালী এই নেতার দলত্যাগে হায়দরাবাদ-কর্নাটক অঞ্চলে বিজেপি ধাক্কা খেল বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রসঙ্গত, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গের জেলা কলবুর্গির (সাবেক গুলবর্গা) আফজলপুর বিধানসভা থেকে ছয় বার জিতেছেন গুট্টেদার।

২০২৩ সালের বিধানসভা ভোটে অবশ্য হেরে গিয়েছিলেন তিনি। কলবুর্গির রাজনীতিতে গুট্টেদারের ‘কট্টর বিরোধী’ হিসাবে পরিচিত তারই ভাই নিতিন স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট কাটায় ওই আসনে জিতেছিল কংগ্রেস।

সম্প্রতি নিতিন বিজেপিতে যোগ দিয়েছেন। তারই জেরে বিজেপি নেতা ইয়েদুরাপ্পার একদা ঘনিষ্ঠ প্রাক্তন মন্ত্রী পদ্ম ছেড়ে হাত ধরলেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

খড়্গে নিজে কলবুর্গি লোকসভা কেন্দ্র থেকে ২০০৯ এবং ২০১৪ সালে সাংসদ হয়েছিলেন। তার ছেলে প্রিয়ঙ্ক কলবুর্গি লোকসভার অন্তর্গত চিত্তপুরের বিধায়ক। এবার ওই লোকসভা কেন্দ্রে প্রার্থী কংগ্রেস সভাপতির জামাই রাধাকৃষ্ণ দোদ্দামণি।

;

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি!



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘণ করে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানের ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, এ তালিকায় রয়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যসহ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বেশ কয়েক জন জেষ্ঠ্য কর্মকর্তা নামও।

আইসিসির সম্ভাব্য এই পদক্ষেপ ঠেকাতে তাই সম্প্রতি নিজ কার্যালয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন নেতানিয়াহু।

ইসরায়েলের বর্তমান যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভার বিচার বিষয়ক মন্ত্রী ইয়ারিভ লেভিন, স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী রন ডারমার, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ এবং সরকারপন্থী বেশ কয়েকজন আইনজীবও আইন বিশেষজ্ঞ উপস্থিতি ছিলেন।

গত মঙ্গলবার রাতে এ বৈঠক হয়েছিল বলে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে নিশ্চিত করেছে রাষ্ট্রটির পররাষ্ট্রমন্ত্রীর দপ্তর।

বুধবার জেরুজালেম সফরে গিয়েছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক। তাদের সঙ্গে বৈঠকের সময়ও আইসিসির সম্ভাব্য গ্রেপ্তারি পরোনার প্রসঙ্গটি নেতানিয়াহু তুলেছিলেন বলে জানা গেছে। পরোয়ানা ঠেকাতে তিনি এই দুই দেশের সরকারের সহযোগিতাও চেয়েছেন তিনি।

২০১৪ সালে হামাস এবং আইডিএফের মধ্যে ব্যাপক সংঘাত হয়েছিল। সেই যুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধগুলো নিয়ে ২০১৯ সালে তদন্ত শুরুর ঘোষণা দেয় আইসিসি। পরে করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর এই কাজ স্থগিত থাকার পর ২০২১ সালের ২৩ মার্চ ফের তদন্ত শুরু করে আইসিসি।

সেই তদন্তের অংশ হিসেবে গত ডিসেম্বরে ইসরায়েল সফরে এসেছিলেন আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান। ইসরায়েলি প্রশাসন ও সেনাবাহিনীর আপত্তির কারণে গাজা সফরে যেতে পারেননি তিনি তবে সেই সফর শেষে ফিরে যাওয়ার আগে তিনি বলেছিলেন, গত ৭ অক্টোবর হামাসের হামলা এবং তার জবাবে ইসরায়েলি বাহিনীর অভিযান কোনো স্বতঃস্ফূর্ত ঘটনা নয় এবং যেসব সহিংসতা পূর্বে হয়েছে এবং এখনও হচ্ছে, সেসব হামাস এবং আইডিএফের পূর্ব পরিকল্পিত বলে তিনি মনে করছেন। এ সংক্রান্ত কিছু সাক্ষ্যপ্রমাণও তার হাতে রয়েছে বলে উল্লেখ করেছিলেন তিনি।

করিম খানের সফরের তিন মাস পর এই গ্রেফতারি পরোয়ানা জারির প্রক্রিয়া আইসিসি শুরু করেছে বলে জানা গেছে, যা নিয়ে উদ্বেগে পড়েছে ইসরায়েরের সরকার।

;

প্যারিসে ইরান কনস্যুলেটে হামলার হুমকি, আটক ১



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফ্রান্সের রাজধানী প্যারিসে ইরানের কনস্যুলেটে হামলার হুমকি দিয়ে ভেতরে প্রবেশ করেছিলেন এক ব্যক্তি। পরে পুলিশ খবর পেয়ে ওই ব্যক্তিকে হেফাজতে নেয়। আটক করার পর তাকে তল্লাশি চালিয়ে কোন বিস্ফোরক পাওয়া যায়নি।

শুক্রবার (১৯ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এক ব্যক্তি গ্রেনেড এবং বিস্ফোরক দ্রব্য নিয়ে ইরানের কনস্যুলেটে প্রবেশ করে। পরে খবর পেয়ে পুলিশ এলাকাটি ঘিরে তাকে আটক করে।

তল্লাশি করে তার কাছ থেকে বিস্ফোরক জাতীয় দ্রব্য পাওয়া যায়নি। সে রেপ্লিকা গ্রেনেড বহন করছিল বলেও জানানো হয় প্রতিবেদনে।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি কনস্যুলেটের ছাদে একটি পতাকা স্থাপন করেন। আটকের পর তিনি জানান, তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে কনস্যুলেটে হামলা চালাতে গিয়েছিলেন তিনি। তবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

এর আগে গত সেপ্টেম্বরে এক ব্যক্তিকে ইরানি কনস্যুলেটের কাছে অগ্নিসংযোগের চেষ্টা করার সন্দেহ আটক করা হয়েছিল।  

 

;

টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্বের নতুন তালিকা



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টাইম ম্যাগাজিন সদ্য প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে বেশি প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকা। সেখানে বিশ্বব্যাংকের প্রধান অজয় বাঙ্গা, মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা, অলিম্পিয়ান সাক্ষী মালিকরা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই তালিকায় জায়গা করে নিয়েছেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা বিজ্ঞানী প্রিয়ম্বদা নটরাজন, লন্ডনের বৃহৎ রোস্তোরাঁর মালকিন আসমা খানও। দেখে নেওয়া যাক, টাইম তালিকার উল্লেখযোগ্য কিছু নাম :

ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূত হিসাবে পরিচিতি রয়েছে আসমার। লন্ডনের সোহোতে রয়েছে তার বিখ্যাত রেস্তোরাঁ ‘দার্জিলিং এক্সপ্রেস।’ আসমার এই রেস্তোরাঁয় সব কর্মীই নারী। সকলের যে ফরমাল ট্রেনিং রয়েছে এমনও নয়। আর তাদের নিয়েই শেফ আসমা লন্ডনের বুকে দাপটে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার রেস্তোরাঁর ব্যবসা।

ইয়েল বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রো ফিজিক্সের অধ্যাপক প্রিয়ম্বদা। তার বৈজ্ঞানিক চিন্তাভাবনা ঘোরাফেরা করে ডার্ক ম্যাটার ও কসমোলজি নিয়ে। নটরাজন ২০০৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের র‌্যাডক্লিফ ইনস্টিটিউটে এমলিন কনল্যান্ড বিগেলো ফেলোশিপ লাভ করেন। এমআইটি, কেমব্রিজের এই প্রাক্তনীও রয়েছেন তালিকায়।

যুগ যখন এআই-এর তখন সত্য নাডেলার নাম আলোচনায় আসবেই। মাইক্রোসফ্টের এই সিইও সদ্য ওপেন এআইতে বিনিয়োগ করেছেন। তার পার্টনারশিপ রয়েছে মিস্ট্রাল এআইতে।

বিশ্বব্যাঙ্কের সিইও এবং মাস্টার কার্ডের প্রাক্তন সিইও অজয় বাঙ্গাও রয়েছেন বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায়। বিশ্বের বহু মানুষ যারা ব্যাঙ্কিং সিস্টেমের মধ্যে ছিলেন না, তাদের ডিজিটাল অর্থনীতিমুখী করতে অবদান রয়েছে বাঙ্গার।

ভারতীয় অলিম্পিক মেডেল জয়ী সাক্ষী মালিক দেশের এক তাবড় অ্যাথলিট। তিনি জায়গা পেয়েছেন বিশ্বের সেরা প্রভাবশালীর তালিকায়। যৌন হেনস্থা ঘিরে রেসলিং ফেডারেশনে তৎকালীন প্রেসিডেন্ট ব্রিজভূষণের বিরুদ্ধে আওয়াজ তুলে লড়াকু প্রতিবাদ জানিয়েছিলেন সাক্ষীসহ অনেকে। সেই সাক্ষী মালিকও এবার এই তালিকায়।

টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাটও। পরিচালক টম হারপার বলছেন, তিনি ভারতীয় চলচ্চিত্রকেও এগিয়ে নিয়ে যাওয়ায় অবদান রাখেন।

‘স্লামডগ মিলিয়নিয়ার’ খ্যাত দেব প্যাটেলও এবার টাইম ম্যাগাজিনের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায়। তার অভিনয় দক্ষতাই তাঁকে এই সম্মান এনে দিয়েছে।

;