Alexa

সাহিত্য এখনো পৃথিবীর সেরা

সাহিত্য এখনো পৃথিবীর সেরা

ছবি: সংগৃহীত

লেখকের নাম বেহরাইজ বুচানি। বই এর নাম নো ফ্রেন্ডস বাট দ্য মাউন্টেন্স। এই বই পেলো অস্ট্রেলিয়ার সাহিত্যের সেরা সম্মান। অবাক লাগে এই বই লেখা হয়েছে কারাগারে, মোবাইল ফোনে। সেই মোবাইল যা নিয়ে তিনি প্রতি মুহূর্তে সন্ত্রস্ত এই বুঝি কেউ কেড়ে নিল। নিজের লেখা হোয়াটস অ্যাপে পাঠাতেন এক অনুবাদককে। তা থেকেই এই বই এর জন্ম।

সম্মানে তিনি আনন্দিত নন। বরং চান যেভাবে তাকে থাকতে হয়েছে সেভাবে যেন অন্যরা না থাকে। সেই অর্থমূল্য তাদের জন্যই খরচ হোক। ছ"বছর আগে কেবল উদবাস্তু হওয়ার অপরাধে একটি নৌকা থেকে আটক করা হয় তাকে। নিজেকে লেখক বলে পরিচয় দেওয়ায় লোকজন হেসেছিলেন তখন। 

আপনার মতামত লিখুন :