কালজয়ী ২০০ গান (প্রথম পর্ব)



স্টাফ করেসপন্ডেন্ট
কয়েকটি সিনেমার পোস্টার

কয়েকটি সিনেমার পোস্টার

  • Font increase
  • Font Decrease

বাংলা সিনেমা স্বর্ণালী সময় পেরিয়েছে বহু আগেই।

সে সময়কার একেকটা সিনেমায় মুগ্ধ হতো দর্শক।

সিনেমা দেখা শেষে দীর্ঘদিন গল্প হতো বন্ধুদের সঙ্গে, গুণগুণ করে গাওয়া হতো সেসব সিনেমার গান।

কী যে একেকটা গান হতো তখন!

সেসব আজ কালজয়ীর খাতায় নাম লিখিয়েছে।

বাংলা সিনেমায় ব্যবহৃত সেসব কালজয়ী গানের তালিকা দীর্ঘ।

সেগুলো থেকে ২০০টি গানের স্বল্প বর্ণনা এবং শোনবার-দেখবার ঠিকানা দেওয়া হবে ধারাবাহিকভাবে।

 আজ প্রথম পর্বে থাকছে ২০টি গান।

আকাশের হাতে আছে একরাশ নীল

  • শিল্পী: আঞ্জুমান আরা বেগম এবং বশির আহমেদ
  • ছায়াছবি: আয়না ও অবশিষ্ট
  • গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
  • সুরকার: সত্য সাহা

চোখ যে মনের কথা বলে

  • শিল্পী: খন্দকার নূরুল আলম
  • ছায়াছবি: যে আগুনে পুড়ে
  • গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
  • সুরকার: খন্দকার নূরুল আলম

 

পিচঢালা এ পথটারে ভালোবেসেছি

  • শিল্পী: আব্দুল জব্বার
  • ছায়াছবি: পিচঢালা পথ
  • গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
  • সুরকার: রবীন ঘোষ

 

নীল আকাশের নীচে আমি

  • শিল্পী: খন্দকার ফারুক আহমেদ
  • ছায়াছবি: নীল আকাশের নীচে
  • গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
  • সুরকার: সত্য সাহা

আমি সাত সাগর পাড়ি দিয়ে

  • শিল্পী: মাহমুদুন্নবী ও আবিদা সুলতানা
  • ছায়াছবি: আলো তুমি আলেয়া
  • গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
  • সুরকার: সুবল দাস

 

ওরে নীল দরিয়া

  • শিল্পী: মোঃ আব্দুল জব্বার
  • ছায়াছবি: সারেং বউ
  • সুরকার: আলম খান
  • গীতিকার: মুকুল চৌধুরী

 

তুমি আসবে বলে ভালোবাসবে বলে

  • শিল্পী: আঞ্জুমান আরা বেগম
  • ছায়াছবি: সুতরাং
  • গীতিকার: সৈয়দ শামসুল হক
  • সুরকার: সত্য সাহা

 

আমার মন বলে তুমি আসবে

  • শিল্পী: রুনা লায়লা
  • ছায়াছবি: আনারকলি
  • গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
  • সুরকার: সত্য সাহা

 

তোমারই পরশে জীবন আমার ওগো ধন্য হলো

  • ছায়াছবি: অংশীদার
  • শিল্পী: সাবিনা ইয়াসমীন
  • গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
  • সুরকার: সত্য সাহা

 

বিমূর্ত এই রাত্রি আমার

  • ছায়াছবি: সীমানা পেরিয়ে
  • শিল্পী: আবিদা সুলতানা
  • গীতিকার: ভূপেন হাজারিকা
  • সুরকার: ভূপেন হাজারিকা

 

একবার যদি কেউ ভালোবাসতো

  • শিল্পী: সৈয়দ আব্দুল হাদী এবং সামিনা চৌধুরী
  • ছায়াছবি: জন্ম থেকে জ্বলছি
  • গীতিকার: আমজাদ হোসেন
  • সুরকার: আলাউদ্দিন আলী

 

তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়

  • শিল্পী: আব্দুল জব্বার
  • ছায়াছবি: এত টুকু আশা
  • গীতিকার: মোহাম্মদ মনিরুজ্জামান
  • সুরকার: সত্য সাহা

 

গানেরই খাতায় স্বরলিপি লিখে

  • শিল্পী: রুনা লায়লা
  • ছায়াছবি: স্বরলিপি
  • গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
  • সুরকার: সুবল দাস

আছেন আমার মোক্তার

  • শিল্পী: সৈয়দ আব্দুল হাদী
  • ছায়াছবি: গোলাপী এখন ট্রেনে
  • গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
  • সুরকার: আলাউদ্দিন আলী

কথা বলো না বলো ওগো বন্ধু

  • শিল্পী: ফেরদৌসী রহমান
  • ছায়াছবি: মধুমিলন
  • গীতিকার: শহীদুল ইসলাম
  • সুরকার: বশীর আহমেদ

 

অশ্রু দিয়ে লেখা এ গান

  • শিল্পী: সাবিনা ইয়াসমীন
  • ছায়াছবি: অশ্রু দিয়ে লেখা
  • গীতিকার: ড. মোহাম্মদ মনিরুজ্জামান
  • সুরকার: আলী হোসেন

এই পৃথিবীর পান্থশালায়

  • শিল্পী: সৈয়দ আব্দুল হাদী
  • ছায়াছবি: যোগবিয়োগ
  • গীতিকার: ড. আবু হেনা মোস্তফা কামাল
  • সুরকার: সুবল দাস

 

হায়রে মানুষ রঙিন ফানুস

  • শিল্পী: এন্ড্রু কিশোর
  • ছায়াছবি: বড় ভালো লোক ছিলো
  • গীতিকার: সৈয়দ শামসুল হক
  • সুরকার: আলম খান

কী যাদু করিলা

  • শিল্পী: সাবিনা ইয়াসমীন ও এন্ড্রু কিশোর
  • ছায়াছবি: প্রাণ সজনী
  • গীতিকার: মনিরুজ্জামান মনির
  • সুরকার: আলম খান

 

চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা

  • শিল্পী: রুনা লায়লা ও এন্ড্রু কিশোর
  • ছায়াছবি: আশীর্বাদ
  • গীতিকার: সৈয়দ শামসুল হক
  • সুরকার: আলম খান


দ্বিতীয় পর্ব এখানে..


 

   

ভেবেছিলাম খুব বেশি হলে ৫০ ভোট পাবো : নিপুণ



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
নিপুণ আক্তার /  ছবি : ফেসবুক

নিপুণ আক্তার / ছবি : ফেসবুক

  • Font increase
  • Font Decrease

গতকাল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০২৪-২০২৬) মেয়াদের নির্বাচন। এ মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা সভাপতি মিশা সওদাগর। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

নির্বাচনে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের কাছে সাধারণ সম্পাদক পদে ১৬ ভোটের ব্যবধানে হেরেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। আজ শনিবার (২০ এপ্রিল) সকালে ফল ঘোষণার পরে ডিপজলকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন পরাজিত এই প্রার্থী।

নিপুণ আক্তার /  ছবি : ফেসবুক

সাংবাদিকদের নিপুণ বলেন, ‘ডিপজল ভাইয়ের বিপক্ষে মাত্র ১৬ ভোটে হারবো সেটা আমি চিন্তাও করিনি। আমি ভেবেছিলাম ডিপজল সাহেবের সঙ্গে আমি যখন দাঁড়াবো, খুব বেশি হলে ৫০ ভোট পাবো।’

এই নায়িকা বলেন, ‘আমার ২৬টা ভোট নষ্ট হয়েছে, ২০৯টি ভোট আমি পেয়েছি। যেখানে ডিপজল ভাই পেয়েছেন ২২৫টি ভোট। শিল্পী সমিতির ভাই-বোনেরা প্রমাণ করে দিয়েছেন যে, তারা আমাকে ভালোবাসেন। আমাকে এত সম্মান দেওয়ার জন্যে আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই।’

নির্বাচন সুষ্ঠু হয়েছে মন্তব্য করে নিপুণ আরও বলেন, ‘প্রথমেই ধন্যবাদ জানাই ২০২৪-২৬ নির্বাচন যারা পরিচালনা করেছেন তাদের। আমার মনে হয় আমার টার্মে থেকে আমি খুব সুন্দর একটি নির্বাচন পরিচালনা করেছি।’

নিপুণ আক্তার /  ছবি : ফেসবুক

গতকাল শুক্রবার চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গনে শিল্পী সমিতির কার্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল ৬টা পর্যন্ত। ভোটগ্রহণের পর ভোট গণনা শুরু হয় রাত আটটায়। রাতভর গণনা শেষে সকাল পৌনে ৭টার দিকে দিকে প্রাথমিকভাবে ভোট ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

;

কৃতজ্ঞতা জানানোর ভাষা খুঁজে পাচ্ছেন না মিশা



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
জয়ের মালা গলায় দিয়ে মিশা সওদাগরকে নিয়ে উচ্ছ্বাস

জয়ের মালা গলায় দিয়ে মিশা সওদাগরকে নিয়ে উচ্ছ্বাস

  • Font increase
  • Font Decrease

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। নির্বাচনে জয়ী হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন মিশা সওদাগর।

আজ শনিবার (২০ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে নিজের ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করে খল অভিনেতা মিশা সওদাগর লিখেছেন, ‘আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আমার জানা নেই। আপনারা পাশে ছিলেন বিধায় এ সাফল্য অর্জন করতে পেরেছি। চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে বিনম্র শ্রদ্ধা সম্মান। আপনাদের কাছে অনেক অনেক আমরা কৃতজ্ঞ। ভালো থাকুন সুস্থ থাকুন।’

নির্বাচনে মিশা পেয়েছেন ২৬৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। তিনি পেয়েছে ২২৫ ভোট।। ১৭ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার (২০৯ ভোট)।

সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল (২৩১) ও ডি এ তায়েব (২৩৪), সহ-সাধারণ সম্পাদক আরমান (২৩৭), সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী (২৫৫), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো (২৯৬), দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর (২৪৫), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন (২৩৫) এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল (২৩১)।

Caption

 

কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন সুচরিতা (২২৮), রোজিনা (২৪৩), আলীরাজ (২৩৯), সুব্রত, দিলারা ইয়াসমিন (২১৮), শাহনূর (২৪৫), নানা শাহ (২১০), রত্না কবির (২৬৩) ও চুন্নু (২৪৮)। কলি-নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি (২২০) ও সনি রহমান (২৩০) নির্বাচিত।

গতকাল শুক্রবার চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গনে শিল্পী সমিতির কার্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল ৬টা পর্যন্ত। ভোটগ্রহণের পর ভোট গণনা শুরু হয় রাত আটটায়। রাতভর গণনা শেষে সকাল পৌনে ৭টার দিকে দিকে প্রাথমিকভাবে ভোট ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

;

নিশো বা যিশু নন, শাকিবের টক্কর চঞ্চলের সঙ্গে!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
চঞ্চল চৌধুরী ও শাকিব খান

চঞ্চল চৌধুরী ও শাকিব খান

  • Font increase
  • Font Decrease

ঢালিউডের আপকামিং সিনেমাগুলোর মধ্যে অন্যতম আলোচিত সিনেমা সুপারস্টার শাকিব খানের ‘তুফান’। প্রথমবার রায়হান রাফির মতো পরিচালকের পরিচালনায় কাজ করছেন শাকিব খান। বর্তমানে কলকাতায় এ সিনেমার শুটিং চলছে। আসন্ন ঈদুল আযহায় ছবিটি মুক্তির প্রস্তুতি চলছে। আগেই জানা গেছে এ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা।

আলোচনা চলছিল ‘তুফান’ সিনেমার ভিলেন নিয়ে। দেশের একাধিক গণমাধ্যম দাবি করে আসছে, এ সিনেমায় ভিলেন চরিত্রে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তকে। এর আগে এই গুঞ্জন ছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে নিয়ে।

চঞ্চল চৌধুরী

তবে এসব গুঞ্জনে পানি ঢেলে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, শাকিবের ‘তুফান’ সিনেমায় ভিলেন হচ্ছেন দুই বাংলার অন্যতম শক্তিমান অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমাটিতে খল অভিনেতা হিসাবে অভিনয় করবেন চঞ্চল। যদিও এই প্রসঙ্গে আনুষ্ঠানিক কোন বক্তব্য দিতে রাজি নয় সংশ্লিষ্টরা।

‘তুফান’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশ-ভারতের তিনটি সংস্থা এসভিএফ, আলফা আই ও চরকি।

 

;

শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সম্পাদক ডিপজল



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে (২০২৪-২৬) সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা মিশা সওদাগর। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

সভাপতি পদে মিশা সওদাগর পেয়েছেন ২৬৫ ভোট, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহমুদ কলি পেয়েছেন ১৭০ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে ডিপজল পেয়েছেন ২২৫ ভোট, তার প্রতিদ্বন্দ্বী নিপুন আক্তার পেয়েছেন ২০৯ ভোট।

মিশা-ডিপজল ছাড়াও সহ-সভাপতি পদে ২৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল ও ডি এ তায়েব ২৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আরমান, সাংগঠনিক সম্পাদক পদে জয় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আলেকজান্ডার বো, দফতর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে কলি-নিপুণ প্যানেলের মামনুন ইমন এবং কোষাধ্যক্ষ পদে কমল বিজয়ী হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী পরিষদের ১১ জন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমীন, শাহনূর, নানা শাহ, রত্না কবির, চুন্নু এবং কলি-নিপুণ প্যানেলের পলি ও সনি রহমান।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে ভোট দেন ৪৭৫ জন শিল্পী। 

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৭০ জন। ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের মধ্যে একটি জোটে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে দুই অভিনেতা মিশা ও ডিপজল। আরেক প্যানেল থেকে লড়েন সোনালি দিনের নায়ক মাহমুদ কলি ও নায়িকা নিপুণ আক্তার।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন- খোরশেদ আলম খসরু এবং সদস্য হিসেবে ছিলেন এ জে রানা ও বিএইচ নিশান। শনিবার সকাল ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

;