হবিগঞ্জে বেড়েছে অপরাধ প্রবণতা, এক সপ্তাহে ৫ খুন



কাজল সরকার, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

হবিগঞ্জে হঠাৎ করেই বেড়েছে অপরাধ প্রবণতা। গত এক সপ্তাহে হবিগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুনসহ মোট ৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সাথে বেড়েছে সংঘর্ষ, চুরি-ছিনতাই ও রাহাজানির ঘটনা। সংশ্লিষ্টদের ধারণা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবণতির কারণেই অপরাধ বাড়ছে। আর আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি, অলস সময়ের কারণেই তুচ্ছ ঘটনায় অপরাধে জড়াচ্ছে সাধারণ মানুষ।

অনুসন্ধানে দেখা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে গত ৮ জুন মাধবপুরে শাহজাহান মিয়া (৩৫) নামে এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়। ৭ জুন লাখাইয়ে সমিতির টাকা ভাগ বাটোয়ারা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত হন জহিরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি এবং আহত হন পুলিশসহ ৩৫ জন। ঘটনায় পরদিন পুলিশ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করে।

গত ১৩ জুন বাহুবলে কাওছার মিয়া তার স্ত্রী রুমা বেগমকে (৩৫), ১২ জুন চুনারুঘাটে উপজেলার মিরাশী ইউনিয়নের আদমপুর গ্রামের মো. ফরিদ মিয়া তার স্ত্রী রীনা আক্তারকে (৩৫) শ্বাসরোধ করে। গত ১১ জুন জেলার শায়েস্তাগঞ্জে পারিবারিক কলহের জেরে কিশোর দাস তার স্ত্রী মুক্তা রাণী দাসকে কুপিয়ে হত্যা করে।

এদিকে, জেলায় শুধু খুনই নয়, সমান তালে বেড়েছে চুরি ছিনতাই ও ডাকাতির ঘটনা। এমনকি ছিনতাইকারীর হাতে খুন হচ্ছেন অনেকে। গত ২৭ মে টমটম অটোরিকশা চালক সাবাজ মিয়াকে (২৫) শহরের আনোয়ারপুর এলাকা থেকে শায়েস্তাগঞ্জ যাওয়ার জন্য ভাড়া করেন একদল ছিনতাইকারী। ধুলিয়াখাল বাইপাস এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা চালক সাবাজ মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে রাস্তার পাশে ফেলে দেয়। পরে ছিনতাইকারীরা টমটম নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও এ সময় পুলিশ তিন ছিনতাইকারীকে আটক করে।

গত ১০ জুন চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামে ও ১১ জুন ভোররাতে বাহুবল উপজেলার হরিপাশা গ্রামের ব্যবসায়ী মো. মকসুদ মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে। অপরদিকে, হবিগঞ্জ শহরে মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিক এবং পুলিশও রেহাই পাচ্ছেন না চোরদের কাছ থেকে।

গত ১১ জুন সদর হাসপাতালের সামন থেকে সাংবাদিক ফরহাদ হোসেনের মোটরসাইকেল, ১০ জুন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে তরফ বার্তার সম্পাদক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়ালের মোটরসাইকেল চুরি হয়।

হঠাৎ জেলায় অপরাধ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সংশ্লিষ্ট সচেতন মহল। তাদের দাবি, আইন-শৃঙ্খলার অবণতির কারণেই এসব অপরাধ সংঘটিত হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহীনিকে আরও সতর্ক হতে হবে।

এ ব্যাপারে সাংবাদিক ও আইনজীবী এমএ মজিদ বার্তা২৪.কম-কে বলেন, ‘আইনের ফাঁক দিয়ে অপরাধীরা সহজেই জামিন পেয়ে যায়। এছাড়া মামলার দীর্ঘসূত্রীতার কারণে অপরাধীরা বারবার অপরাধ করতে দ্বিধা করে না। আর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রশাসনিক কাজে বেশি ব্যস্ত থাকায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থির প্রতি তাদের তেমন নজর নেই। ফলে জেলায় অপরাধ প্রবণতা বাড়ছে।’

মানবাধিকার সংগঠন ‘অ্যাসোসিয়েশন ফর ল রিসার্চ অ্যান্ড হিউম্যান রাইটস’ (এলার্ট)-এর হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও সিনিয়র আইনজীবী মনসুর উদ্দিন আহমেদ ইকবাল বার্তা২৪.কম-কে বলেন, ‘ইদানিং হবিগঞ্জে সংঘর্ষ, খুন, চুরি-ডাকাতি, ছিনতাই-রাহাজানি উদ্বেগজনকহারে বেড়েছে। মূলত জনসচেতনতার অভাবের কারণে এসব হচ্ছে। তাই এসব বন্ধে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও পুলিশসহ সবাইকে যৌথভাবে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আইনের সঠিক প্রয়োগ না থাকায় ও অপরাধীদের সাজা না হওয়ায় অপরাধ প্রবনতা বাড়ছে। এর জন্য আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে।’

পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বার্তা২৪.কম-কে বলেন, ‘বর্ষার মৌসুম হওয়ায় সাধারণ মানুষ অনেকটা অলস সময় কাটচ্ছে। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে তারা আপন ভাই, আত্মীয়-স্বজন, এমনকি স্ত্রীর সঙ্গে কাটাকাটিতে জড়াচ্ছে। এক পর্যায়ে খুন করতে দ্বিধা করছে না।’

তিনি আরও বলেন, ‘হবিগঞ্জ অত্যন্ত সংঘর্ষপ্রবণ এলাকা। ফলে সংঘর্ষ প্রতিরোধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইউনিয়নে প্রতিনিধি পাঠিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। এছাড়া কুইজ ও বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে।’

   

গড়াই নদীতে ডুবে যুবকের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ছবি প্রতীকী

ছবি প্রতীকী

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে ডুবে সুমন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে খোকসা উপজেলার গনেশপুর অংশে গড়াই নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সুমন কুমারখালী উপজেলার রাজাপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান হাবিবুর রহমান জানান, সকালের দিকে গড়াই নদীতে মাছ ধরতে যান সুমন। মাছ ধরার এক পর্যায়ে নদীতে ডুবে যান তিনি। বিকেলের দিকে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

;

কুমিল্লার নাঙ্গলকোটে বজ্রপাতে কিশোরের মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • Font increase
  • Font Decrease

কুমিল্লার নাঙ্গলকোটে ফুটবল খেলার সময় বজ্রপাতে সাফায়েত হোসেন (১৯) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় সালাউদ্দিন (২২) নামের আরেক যুবক গুরুতর আহত হন।

রোববার (৫ এপ্রিল) এই বিকেলে এই ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাকসামের একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি দক্ষিণপাড়া স্কুল বাড়ির আবদুল আউয়ালের ছেলে সাফায়াত হোসেন এদিন বিকেলে সহপাঠীদের সাথে পার্শ্ববর্তী ঘোড়াময়দান গ্রামের একটি মাঠে ফুটবল খেলতে যায়। বিকাল ৫টার দিকে খেলা চলা অবস্থায় আকস্মিক বজ্রপাতে সাফায়েতের পুরো শরীর ঝলসে যায়। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে লাকসামের একটি ক্লিনিকে নেয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া বজ্রপাতে ওই ঘোড়াময়দান গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (২২) গুরুতর আহত হয়ে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব ঘটনার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

;

লক্ষ্মী ভাইয়েরা বাসায় যান, নিজেসহ দেশকে বাঁচান



নাহিদ রেজা, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
ওসি তানভিরুল ইসলাম।

ওসি তানভিরুল ইসলাম।

  • Font increase
  • Font Decrease

আমার লক্ষ্মী ভাইয়েরা দয়া করে বাইরে ঘোরাঘুরি না করে বাসায় যান। নিজে বাঁচেন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। সচেতন হোন।

ঠিক এসব কথা বলে করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম। মাঠ পর্যায়ে গিয়ে এভাবে সচেতন করায় সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রেজাউল ইসলাম বলেন, ‘আমি ওষুধ কেনার জন্য স্থানীয় বাজারে এসেছিলাম। কিছুক্ষণ পর থানার একটি গাড়ি বাজারের সামনে এসে দাঁড়ায় এবং ওসি তানভিরুল সবাইকে বাসায় থাকার জন্য অনুরোধ করেন। এর আগে কখনো জনগণের সঙ্গে পুলিশের এমন ভালো আচরণ দেখি নাই।’

ঠাকুরগাঁও সদর উপজেলার চৌড়াস্তা মোড়ে কথা হয় জয়নাল নামে এক পথচারীর সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের জেলার পুলিশ সাধারণ জনগণের সঙ্গে ভালো ব্যবহার করছে। তাদের ভাই বলে বাসায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে। ওসিসহ পুলিশের সদস্যরা নিজেদের কথা চিন্তা না করে আমাদের জন্য এ কাজটি করে যাচ্ছেন। তাদের ধন্যবাদ জানাই।’

স্থানীয় সাহাদত হোসেন নামে একজন বলেন,‘তানভিরুল ভাই একজন মানবিক পুলিশ অফিসার। তার জন্য শুভকামনা ও দোয়া রইল।’

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সরকার যেসব দিক নির্দেশনা দিয়েছে সেগুলো মেনে চলতে হবে। জনগণের সঙ্গে খারাপ ব্যবহার না করে তাদের সচেতন করা হচ্ছে। এতে কাজও হচ্ছে।’

;

ডিবি পরিচয়ে মোবাইল ছিনতাই, যুবক গ্রেফতার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
গ্রেফতার আবেদ আলী।

গ্রেফতার আবেদ আলী।

  • Font increase
  • Font Decrease

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক পরিচয়ে মোবাইল ছিনতাই করার অপরাধে আবেদ আলী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) বিকেলে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদ আলী সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া গ্রামের খয়রাত হোসেনের ছেলে।

জানা গেছে, শনিবার (৪ এপ্রিল) দুপুরে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে মোকছেদুল ইসলামসহ কয়েক যুবক মোবাইলে ভিডিও গেম খেলছিলেন। এ সময় আবেদ আলী নিজেকে সৈয়দপুর থানার ডিবি পুলিশের উপপরিদর্শক পরিচয় দিয়ে ওই যুবকদের কাছ থেকে মোবাইলটি নিয়ে যান। পরে এ বিষয়ে মোবাইলের মালিক মোকছেদুল ইসলাম সদর থানায় অভিযোগ করেন।

এরপর রোববার ভোরে আবেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল ও ওয়্যারলেস সেট, একাধিক মোবাইল সিম এবং দুটি পরিচয়পত্র জব্দ করে পুলিশ।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে মোবাইল ছিনতাই করার সত্যতা স্বীকার করেছেন আবেদ আলী। এ ঘটনায় মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

;