এই বিশ্বকাপের ‘গল্প’ বদলে দিতে চান রুট!



সিনিয়র করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
নিজ দেশে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাসী জো রুট

নিজ দেশে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাসী জো রুট

  • Font increase
  • Font Decrease

দেশের মাঠে বিশ্বকাপ! প্রত্যাশার চাপ তো থাকছেই। কিন্তু সেই চাপ উড়িয়ে দিতে তাদের বড় অনুপ্রেরণার নাম অস্ট্রেলিয়া। অজিদের কাছ থেকেই জো রুট পেয়েছেন সাফল্যের মন্ত্র! বিশ্বকাপের আসল লড়াইয়ের আগে শনিবার প্রস্তুতি ম্যাচে সেই দলটির সঙ্গে লড়বে ইংল্যান্ড। তার আগে অ্যারন ফিঞ্চের দলের প্রশংশায় পঞ্চমুখ রুট।

অবশ্য বিশ্বকাপের বড় মঞ্চে কোন প্রশংসাই বুঝি যথেষ্ট নয় অস্ট্রেলিয়ার। ১১ বিশ্বকাপের পাঁচটিই যাদের দখলে তাদের তো সমীহ করতেই হবে। এবারও শিরোপায় চোখ রেখেই ইংল্যান্ডে পা দিয়েছে দলটি। লড়াই শুরুর আগে স্বাগতিকদের সঙ্গেই শনিবার প্রস্তুতি ম্যাচ।

তার আগে অজি বন্দনাই শোনা গেল জো রুটের গলায়। ওদের কাছেই চাপ কাটিয়ে সাফল্যের মন্ত্র পেলেন এই ইংলিশ ব্যাটসম্যান। বলছিলেন, ‘বলার অপেক্ষা রাখেনা অস্ট্রেলিয়া বরাবরই শক্তিশালী এক দল। প্রতিটি বিশ্বকাপেই ফেভারিট হয়ে পা রেখেছে ওরা। তারা র‌্যাঙ্কিংয়ের কতো নম্বরে সেই গল্প না করলেও চলে। ব্যাটিং-বোলিং দুটোরই গভীরতা বেশ। খেয়াল করলে দেখবেন প্রতিবারই চাপের মুখে বিশ্বকাপ জিতেছে ওরা। অস্ট্রেলিয়ার কাছে শেখার শেষ নেই!’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/23/1558614182620.jpg

২০১৫ বিশ্বকাপ হতাশার অন্যনাম হয়েই থাকবে ইংল্যান্ডের। বাংলাদেশের কাছে হেরে কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিয়েছিল দলটি। তারপর গত চার বছরে নতুন করে জেগে উঠেছে তারা। এউইন মরগানের নেতৃত্বে ইংল্যান্ড এখন নাম্বার ওয়ান দল। নিজেদের মাঠে তাইতো শিরোপায় চোখ রেখেই নামছে তারা।

নিজেদের মাঠে এই বিশ্বকাপের ‘গল্প’ বদলে দিতে চান জো রুট! প্রথমবারের মতো দেশকে এনে দিতে চান বিশ্বকাপ ট্রফি!

মিশন শুরুর আগে রুট জানাচ্ছিলেন, ‘শেষ চার বছরে আমাদের পরিশ্রমের গল্পটা আপনাদের জানাই আছে। আমরা আজ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল। এর পেছনে আছে সবার অক্লান্ত পরিশ্রম। আমরা এই বিশ্বকাপটা উপভোগ করতে চাই। বিশ্বকাপ জিততে হলে ধারাবাহিকতার বিকল্প নেই। লম্বা টুর্নামেন্ট, একটানা জিততে চাই আমরা। এবারের বিশ্বকাপে বিশেষ কিছু করতে চাই।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/23/1558614202492.jpg

আর সেই জয়ের পথে অজিদের হারানোটাও লক্ষ্য ইংল্যান্ডের। ফিঞ্চের দল এবার আছে র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে। বাজে একটা সময় কাটিয়ে এখন ঘুরে দাঁড়ানোর পথে। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার।

ফের ক্রিকেট মাঠে তাদের দেখে খুশি জো রুট। বলছিলেন, ‘অজিরা তাদের সেরা দুই ক্রিকেটারকে (স্মিথ ও ওয়ার্নার) ফিরে পেয়েছে। আমার ধারণা বিশ্বকাপ তাদেরকে হতাশ করবে না। তবে আমরা হারাতে চাই অস্ট্রেলিয়াকে। ওদের হারানোটা মধুর স্মৃতি হয়ে থাকবে।’

বিশ্বকাপের প্রথম দিনই ৩০ মে ইংল্যান্ড মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। তার আগে শনিবার অজিদের বিপক্ষে লড়াইয়ের পর ২৭ মে ফের মাঠে নামবে স্বাগতিকরা। আরেক প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান।

   

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকা প্রিমিয়ার লিগ

আবাহনী–গাজী গ্রুপ

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

শাইনপুকুর–শেখ জামাল

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

মোহামেডান–প্রাইম ব্যাংক

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

৪র্থ টি–টোয়েন্টি

পাকিস্তান–নিউজিল্যান্ড

রাত ৮–৩০ মিনিট - এ স্পোর্টস ও জিও সুপার

আইপিএল

সানরাইজার্স হায়দরাবাদ–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রাত ৮টা - স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

ব্রাইটন–ম্যানচেস্টার সিটি

রাত ১টা - স্টার স্পোর্টস সিলেক্ট ১

;

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবান
বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

  • Font increase
  • Font Decrease

বান্দরবানে এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৪ এপ্রিল) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার মাদক কারবারি হলেন উম্যামং মার্মা (৫২)। সে বান্দরবান সদরের কুহালং নতুন চড়ই পাড়া এলাকার মৃত ক্যশৈ অং মার্মার ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল দিবাগত রাত দেড়টায় বান্দরবান সদরের কুহালং ইউপির পশ্চিম মুসলিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার উম্যামং মার্মা গোল্ডেন ওয়েজ কেন্দ্রিক আন্তর্জাতিক আফিম পাচারকারী চক্রের সদস্য মর্মে স্বীকার করেছেন। মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

;

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার আটক



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগে খেলা দুই ফুটবলারকে আটক করেছে ইংল্যান্ডের পুলিশ। গত শুক্রবার (১৯ এপ্রিল) দুই ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে সপ্তাহান্তে পুলিশ তাদের আটক করে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শনিবার (২০ এপ্রিল) ধর্ষণে প্ররোচনা ও সাহায্য করার অভিযোগে একজন ফুটবলারকে আটক করে পুলিশ। এরপর রবিবার অপর এক ফুটবলারকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়।

জানা গেছে, প্রথম ফুটবলারকে তার ক্লাবের স্টেডিয়ামে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মকর্তারা। পরে একই দিন রাতে তাকে আটক করা হয়।

দুইজন ফুটবলার একই প্রিমিয়ার লিগ ক্লাবের খেলেন বলেও ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে নিশ্চিত করা হয়। আটক করার পরপরই অবশ্য দুজন জামিনে মুক্ত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ধর্ষণের দায়ে অভিযুক্ত দুই ফুটবলারেরই বয়স ১৯। তবে এই দুই ফুটবলারের ক্লাব এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে অপর এক ব্রিটিশ দৈনিক সান। তাদেরকে ক্লাব কোনো ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে কিনা সেটাও জানা যায়নি।

;

মুস্তাফিজদের নয়, দোষ শিশিরের



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিপক্ষে ঘরের মাঠেও চেন্নাই সুপার কিংস পেরে উঠল না। শেষ ওভারে ১৭ রান প্রয়োজন ছিল লক্ষ্ণৌয়ের, কিন্তু মুস্তাফিজ সে ওভারে বোলিংয়ে এসে তিনটি বৈধ ডেলিভারিতেই খরচ করেছেন ১৯ রান। ম্যাচটি ৬ উইকেটের বড় ব্যবধানে হারতে হয় তাদের।

২১০ রানের বড় সংগ্রহ নিয়েও বোলারদের ব্যর্থতায় হারের মুখ দেখতে হয় চেন্নাইকে। শুধু মুস্তাফিজই, দলের অন্য বোলাররাও লক্ষ্ণৌয়ের ব্যাটিংয়ের সামনে খাবি খেয়েছেন। তাদের শাসন করেই ১২৪ রানের অবিশ্বাস্য হার না মানা ইনিংস খেলে লক্ষ্ণৌকে জয় এনে দেন মার্কাস স্টয়নিস।

এমন দুর্দান্ত ইনিংস দেখে প্রতিপক্ষ শিবিরে থেকেও প্রশংসা না করে পারেননি চেন্নাই অধিনায়ক এবং লক্ষ্ণৌয়ের বিপক্ষে সেঞ্চুরি করা ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়, ‘পরাজয় মেনে নেওয়া সবসময়ই কঠিন। লক্ষ্ণৌ ভালো করেছে। ১৩তম ওভার পর্যন্ত ম্যাচ আমাদের হাতেই ছিল। স্টয়নিস দুর্দান্ত ব্যাট করেছে। ওকে টুপি খোলা অভিনন্দন।’ 

তবে ২১০ রান ডিফেন্ড করতে না পারার পরও বোলারদের দায় দিচ্ছেন না চেন্নাই অধিনায়ক, ‘এই ম্যাচে শিশির প্রভাব রেখেছে। শিশিরের কারণে স্পিনাররা সুবিধা করতে পারেনি। তা না হলে আরেকটু ভালো হতে পারত। যদিও এটি খেলারই অংশ। যা আপনার হাতে নেই সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।’

;