লোকসভা নির্বাচন

তৃতীয় দফায় লড়ছেন অমিত-রাহুলের মত ভিভিআইপি প্রার্থী



কলকাতা ডেস্ক, বার্তা২৪.কম
বিজেপি সভাপতি অমিত শাহ ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, ছবি: সংগৃহীত

বিজেপি সভাপতি অমিত শাহ ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় বিচ্ছিন্ন কয়েকটি সংঘর্ষ ব্যতিত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এ দফার নির্বাচনে ভাগ্য নির্ধারণ হতে চলেছে কয়েকজন ভিভিআইপি প্রার্থীর।

তার মধ্যে উল্লেখযোগ্য- কেরালার ওয়ানাডে কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী রাহুল গান্ধী, গুজরাটের গান্ধীনগরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী অমিত শাহ এবং উত্তর প্রদেশের মৈনপুরীতে সমাজবাদী পার্টির (সপা) প্রার্থী মুলায়ম সিং যাদব।

কেরালার ২০টি এবং গুজরাটের ২৬টি আসনে ভোটগ্রহণ চলছে। এই দফায় উত্তর প্রদেশের ১০টি লোকসভা আসনের নির্বাচন সপা ও বিজেপি, দুই দলের কাছেই বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে মোট ১২০ জন প্রার্থীর ভাগ্য ঠিক করবেন ১ কোটি ৭৬ লাখ ভোটার।

এ রাজ্যে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ১০টি আসনের মধ্যে সাতটিতেই জয়ী হয়েছিল বিজেপি। সেবার প্রবল বিজেপি ঝড়ের মধ্যেও যাদব পরিবারের পাঁচ প্রার্থীর মধ্যে তিনজন জয়লাভ করেছিলেন। এবারও মৈনপুরী, বদায়ুন এবং ফিরোজাবাদ থেকে লড়ছেন সেই তিনজন। এরা হলেন- সপার সুপ্রিমো মুলায়ম সিং যাদব এবং তার দুই ভাতিজা ধর্মেন্দ্র ও অক্ষয় যাদব।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/23/1555998620338.jpg

এছাড়া ছত্তিশগড়ের সাতটি লোকসভা আসনেও ভোটগ্রহণ চলছে। ১২৩ জন প্রার্থীর ভবিষ্যৎ ঠিক করবেন ১ কোটি ২৭ লাখ ১৩ হাজার ৮১৬ জন ভোটার। সম্প্রতি বিধানসভা নির্বাচনে এই রাজ্যে সাফল্য পায় কংগ্রেস। লোকসভা নির্বাচনে তা ধরে রাখাই চ্যালেঞ্জ রাহুল গান্ধীর দলের সামনে। তবে ক্ষমতায় ফিরতে মরিয়া হয়ে একাধিক কেন্দ্রে বিদায়ী সাংসদকে প্রার্থী করেনি বিজেপি।

নর্থ গোয়া ও সাউথ গোয়া মিলিয়ে এই রাজ্যে দুটি লোকসভা আসনে নির্বাচন চলছে। মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গোয়ায় এবার মূল লড়াই বিজেপি, কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে।

অন্যদিকে, গুজরাটে ২৬টি লোকসভা আসনে নির্বাচন হচ্ছে। রাজ্যের ৪ কোটি ৫১ লাখ ৫২ হাজার ৩৭৩ জন ভোটার রয়েছেন। দুই লাখ ২৩ হাজার ৭৭৫ জন ভোটকর্মী কাজ করছেন। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৪৪ হাজার পুলিশ কর্মী, এক হাজার ৯৫ জন বনরক্ষী, ১৫০ কোম্পানি সিআরপিএফ এবং ১২ কোম্পানি স্টেট রিজার্ভ পুলিস।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/23/1555998605644.jpg

ইতিমধ্যে আমেদাবাদে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি। এছাড়া তৃতীয় দফায় ভাগ্য নির্ধারিত হবে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের।

পাশাপাশি পূর্ব ত্রিপুরা কেন্দ্রেও ভোটগ্রহণ চলছে। একেবারে শেষ সময়ে নির্বাচন কমিশন ওই কেন্দ্রের ভোট ১৮ এপ্রিলের পরিবর্তে পিছিয়ে ২৩ এপ্রিল করার সিদ্ধান্ত নিয়েছিল। এই কেন্দ্রের জন্য অতিরিক্ত চার হাজার ২০০ কেন্দ্রীয় আধা সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। প্রায় ৮২ শতাংশ বুথেই উপস্থিত থাকবেন জওয়ানরা। এনআরসি এই কেন্দ্রে বড় ইস্যু হয়ে উঠেছে।

কড়া নিরাপত্তার মধ্যেই পশ্চিমবঙ্গে বালুরঘাট, উত্তর মালদহ, দক্ষিণ মালদহ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ মিলিয়ে মোট পাঁচটি লোকসভা কেন্দ্র ভোটগ্রহণ শুরু হয়েছে। এদিনের নির্বাচনে প্রায় ৯২ শতাংশ বুথে আধা সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা ভারতসহ পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ শুরু হয়েছে স্থানীয় সময় সকাল ৭টায়; চলবে বিকেল ৫টা অবধি।

আরও পড়ুন: ভারতে তৃতীয় দফায় চলছে ভোটগ্রহণ

   

বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়: পাকিস্তানের প্রধানমন্ত্রী



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে এখন তাদের লজ্জা হয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার (২৪ এপ্রিল) করাচিতে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন শাহবাজ শরিফ।

তিনি বলেন, স্বাধীনতার আগে বাংলাদেশ অর্থ্যাৎ সে সময়ের পূর্ব পাকিস্তানকে দেশের বোঝা মনে করা হতো। কিন্তু তারা শিল্পায়নের প্রবৃদ্ধিতে অসাধারণ অগ্রগতি করেছে।

শাহবাজ শরিফ বলেন, আমি তখন খুবই ছোট ছিলাম যখন...আমাদেরকে বলা হতো যে এটা আমাদের কাঁধে একটি বোঝা। আজ আপনারা সবাই জানেন, সেই ‘বোঝা কোথায় পৌঁছেছে (অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে)। এবং এখন আমরা যখন তাদের দিকে তাকাই, তখন আমরা লজ্জা বোধ করি।

বর্তমানে বাংলাদেশ আর্থসামাজিক খাতের প্রায় সব সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে।

;

পাটনায় হোটেলে অগ্নিকান্ড, দগ্ধ হয়ে ছয়জনের মৃত্যু



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতের পাটনায় বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভয়াবহ অগ্নিকান্ডে এখনও পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। ওই অগ্নিকান্ডে দগ্ধ হয়ে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

পাটনা রেল স্টেশনের কাছে অবস্থিত হোটেলের তিনটি ভবনে আগুন লাগে। সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে ওই অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানা গেছে।

আগুন নেভানোর কাজ চলছে। ২০ জনকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নিয়েছেন উদ্ধারকারীরা।

হোটেল পলে প্রথমে আগুন লাগে। তারপর তা ছড়িয়ে পড়ে অমিত হোটেলে এবং অন্য বাড়িতে। এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।

আগুন নেভাতে ১৮টি দমকলের ইঞ্জিন কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুড়ে মৃত্যু হয় হোটেলে থাকা তিনজনের। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।

এই বিষয়ে পুলিশ সুপার রাজীব মিশ্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘‌২০ জন মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে হোটেল থেকে। আগুনে পুড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’‌

;

ইউক্রেনে সামরিক রসদ দ্রুত পাঠানোর উদ্যোগ যুক্তরাষ্ট্রের



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গোলাবারুদ, অস্ত্র এবং অন্যান্য যুদ্ধের সরবরাহ দ্রুত ইউক্রেনে পাঠানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অগ্রযাত্রা থামাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটিকে সমর্থন করার জন্য অনেক বিলম্বিত বিলে স্বাক্ষর করার পর বুধবার (২৪ এপ্রিল) এই উদ্যোগ নেওয়া হয়।

মোট ৯৫ বিলিয়ন তহবিলের চূড়ান্ত অনুমোদিত বিলের মধ্যে কিয়েভের জন্য ৬১ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। যুদ্ধক্ষেত্রে বিপর্যয়ের সম্মুখীন ইউক্রেনের জন্য কয়েক মাস ধরে রাজনৈতিক বিতর্কের পর এই অনুমোদন দেওয়া হলো।

জো বাইডেন সাংবাদিকদের বলেন, ‘আমি এই সপ্তাহান্তে প্রতিনিধি পরিষদে এবং সিনেটে অনুমোদিত জাতীয় সুরক্ষা প্যাকেজ আইনে স্বাক্ষর করেছি।’

আগামী কয়েক ঘন্টার মধ্যে শিপমেন্টগুলো শুরু হবে বলে নিশ্চিত করছেন তিনি।

বাইডেনের বক্তব্যের কয়েক মিনিট পর পেন্টাগন নতুন তহবিল ব্যবহার করে কিয়েভের জন্য ১ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করেছে। যার মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা যুদ্ধাস্ত্র, আর্টিলারি রাউন্ড, হাইমার্স রকেট লঞ্চারের জন্য গোলাবারুদ, ট্যাঙ্ক-বিরোধী অস্ত্র এবং সাঁজোয়া যান।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিল পাসের পরপরই দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিল অনুমোদনের জন্য বাইডেনকে ধন্যবাদ জানান।

তিনি লিখেছেন, ‘আমি প্রেসিডেন্ট জো বাইডেন, কংগ্রেস এবং সমস্ত আমেরিকানদের কাছে কৃতজ্ঞ।’

মার্কিন পররাষ্ট্র দপ্তর বুধবার নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্র কিয়েভের দীর্ঘস্থায়ী অনুরোধ পূরণ করে মার্চের সহায়তা প্যাকেজের অংশ হিসাবে ইউক্রেনে গোপনে দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের বলেন, ‘আমরা ইউক্রেনের অনুরোধে তাদের অপারেশনাল নিরাপত্তা বজায় রাখার জন্য শুরুতে এটি ঘোষণা করিনি।’ তিনি বলেন, ‘ক্ষেপণাস্ত্রগুলো চলতি মাসে ইউক্রেন হাতে পেয়েছে।’

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে।

;

ইউরোপ মরণশীল, এটি মারা যেতে পারে : ইমানুয়েল মাখোঁ



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সতর্ক করে বলেছেন, ‘রাশিয়ার আগ্রাসনের কারণে অস্তিত্বের হুমকির সম্মুখীন হয়েছে ইউরোপ।’

তিনি মহাদেশটিকে যুক্তরাষ্ট্রের উপর কম নির্ভরশীল একটি বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা কৌশল গ্রহণ করার আহ্বান জানিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

তিনি ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়ার আচরণকে আগ্রাসী বলে বর্ণনা করে বলেছেন, ‘মস্কোর সীমানা কোথায় তা এখন আর স্পষ্ট নয়।’

মাখোঁ রাশিয়া এবং চীন উভয়ের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নকে তার বাণিজ্য নীতি সংশোধন করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমাদের ইউরোপ আজ মরনশীল এবং এটি মারা যেতে পারে।’

তিনি ইরানের পারমাণবিক অস্ত্র পাওয়ার ঝুঁকির দিকে ইঙ্গিত করে বলেন, ‘আগামী দশকে ইউরোপের দুর্বল হয়ে যাওয়ার বা এমনকি মরে যাওয়ার ঝুঁকি অনেক বেশি।’

ম্যাক্রোঁ অর্থনীতি এবং প্রতিরক্ষায় ইউরোপকে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর না করার আহ্বান জানিয়ে বলেন, ‘ইউরোপকে তার নিজের ভাগ্যের মালিক হতে হবে। কারণ, মহাদেশটি অতীতে শক্তির জন্য রাশিয়া এবং নিরাপত্তার জন্য ওয়াশিংটনের উপর অতিরিক্ত নির্ভরশীল ছিল।’

তিনি বলেন, ‘আমাদের নিজেদের জন্য একটি বিশ্বাসযোগ্য ইউরোপীয় প্রতিরক্ষার কৌশলগত ধারণা তৈরি করতে হবে।’

;